অল্প সময়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ১০টি সহজ মাস্ক! - Shajgoj

অল্প সময়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ১০টি সহজ মাস্ক!

rose water

সব সময় রোদে ঘুরে আর ধুলো-ময়লায় ত্বকের উজ্জ্বলতা কমে যায়। অনেকে চিন্তায় পড়ে যান এবং ভাবেন অল্প সময়ে কীভাবে ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনা যাবে। সেক্ষেত্রে এই দশটি ফেস মাস্ক আপনার অনেক কাজে লাগতে পারে। এর মধ্যে থেকে আপনার সুবিধামত যেকোনো একটি বেছে নিন এবং প্রতিদিন দু’বার মুখে লাগান। তিন থেকে চারদিনের মধ্যেই আপনার রঙ অনেক উজ্জ্বল দেখাবে।

[picture]

Sale • Day Cream, Face wash/Cleanser, Face Wash

    ১) চন্দন, কাঁচা দুধ ও মধু

    ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চন্দন, কাঁচা দুধ ও মধুর মাস্ক ব্যবহার করুন - shajgoj

    এই তিনটি উপাদানই খুব দ্রুত ত্বক ফর্সা করে। ১ চা চামচ চন্দন গুঁড়া, ১/২ চা চামচ কাঁচা দুধ আর ১/২ চা চামচ মধু ভালো করে মিশিয়ে মুখে লাগাতে হবে। মিশ্রণটি শুাকানো পর্যন্ত অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে। আপনি ত্বকের ঔজ্জ্বলের পার্থক্যটা প্রথম ব্যবহারেই বুঝতে পারবেন।

    ২) চন্দন ও গোলাপজল

    ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চন্দন ও গোলাপজল এর মাস্ক ব্যবহার করুন - shajgoj

    ১ চা চামচ চন্দনের সাথে প্রয়োজনমত গোলাপজল মিশিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে মুখে লাগান ও শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল হবে সাথে ফ্রেশও দেখাবে।

    ৩) কেশর, দুধ ও মধু

    ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কেশর, দুধ ও মধুর মাস্ক ব্যবহার করুন - shajgoj

    ৫- ৬টি কেশর ১ চা চামচ দুধে ৩ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এবার এই দুধের সাথে ১/২ চা চামচ মধু মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

    ৪) কাঁচা দুধ ও গোলাপের পাঁপড়ি

    ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কাঁচা দুধ ও গোলাপের পাঁপড়ি ব্যবহার করুন - shajgoj

    কয়েকটি পরিষ্কার গোলাপের পাঁপড়ি নিয়ে সেগুলো ২ টেবিল চামচ কাঁচা দুধে ভিজিয়ে রাখতে হবে। ১০ মিনিট পর হামান দিস্তায় ভালো করে পিষে নিয়ে মুখে লাগাতে হবে। আধা ঘণ্টা পরে মুখ ধুয়ে ফেলতে হবে।

    ৫) পাকা পেঁপে ও কলা

    ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পাকা পেঁপে ও কলার মাস্ক ব্যবহার করুন - shajgoj

    এক টুকরো পাকা পেঁপে ও এক টুকরো কলা একসাথে ভালো করে ম্যাশ করে নিতে হবে এবং মুখে লাগাতে হবে। ২০ মিনিট পর খুব ভালোভাবে মুখ ধুয়ে নিতে হবে। এই মাস্কটি ইন্সট্যান্টলি মুখকে উজ্জ্বল করে দেয়। তবে যাদের তৈলাক্ত ত্বক তারা এই মাস্কটি ব্যবহার না করলেই ভালো।

    ৬) বেসন, হলুদ ও দুধের সর

    ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বেসন, হলুদ ও দুধের সরের মাস্ক ব্যবহার করুন - shajgoj

    এক চা চামচ বেসন, এক চিমটি হলুদ, ১ চা চামচ দুধের সর অল্প পানি দিয়ে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে নিতে হবে। আধা ঘণ্টা রেখে ধুয়ে নিতে হবে। এই মাস্কটি ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে ত্বক উজ্জ্বল করে তোলে।

    ৭) টকদই, মধু, লেবু ও চন্দন

    ত্বকের উজ্জ্বলতা বাড়াতে টকদই, মধু, লেবু ও চন্দনের মাস্ক ব্যবহার করুন - shajgoj

    দুই চা চামচ টকদই, এক চা চামচ মধু, এক চা চামচ লেবুর রস, এক চা চামচ চন্দন গুঁড়া ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন এবং মুখে লাগিয়ে অপেক্ষা করুন আধা ঘণ্টা। এরপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন।

    ৮) আলু, দুধ ও মধু

     

    আলুর রস দুই টেবিল চামচ, দুধ ১ চা চামচ আর মধু ১ চা চামচ ভালো করে মিশিয়ে নিন এবং মুখে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। আলু প্রাকৃতিক ব্লিচ আর দুধ ও মধু ময়েশ্চারাইজার। কাজেই এই মাস্ক লাগালে ত্বক ফর্সা হবার সাথে সাথে তা ত্বকের ময়েশ্চার ধরে রাখবে।

    ৯) মুলতানি মাটি, টমেটো ও লেবু

    ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মুলতানি মাটি, টমেটো ও লেবুর মাস্ক ব্যবহার করুন - shajgoj

    এক চা চামচ মুলতানি মাটি, এক চা চামচ টমেটোর রস ও এক চা চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে আসলে হালকা হাতে ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

    ১০) শশা, লেবু ও হলুদ

    ত্বকের উজ্জ্বলতা বাড়াতে শশা, লেবু ও হলুদের মাস্ক ব্যবহার করুন - shajgoj

    দুই চা চামচ শশার রস, এক চিমটি হলুদ ও এক চা চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

     

    ছবিঃ ফ্যাবহাউ.কম, সাটারস্টক, পিন্টারেস্ট.কম

    41 I like it
    11 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort