ত্বক এবং চুলে ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল কিন্তু বহুকাল থেকেই ব্যবহার হয়ে আসছে। ত্বকের যত্ন হোক কিংবা চুলের যত্ন কোন ক্ষেত্রেই জুড়ি নেই এই ল্যাভেন্ডার অয়েলের। শুধুমাত্র যে এটার ঘ্রাণ অনেক বেশি ভালো তাই নয়। ঘ্রাণের সাথে সাথে এটির কার্যকারিতাও কিন্তু অনেক বেশি। ত্বকের নানাধরনের সমস্যার সমাধান করে থাকে এই অ্যাসেনশিয়াল অয়েলটি। ব্রনের সমস্যা, লার্জ-পোরস, শুষ্কভাব এমন নানা ধরনের সমাধান কিন্তু পাওয়া যায় ল্যাভেন্ডার অয়েল-এই। হেয়ার গ্রোথ এবং হেলদি স্ক্যাল্পের জন্যেও ল্যাভেন্ডার অয়েলের রয়েছে বহু ব্যবহার। তাই আজ আমি আপনাদের সাথে ল্যাভেন্ডার অয়েলের কিছু গুণাবলি শেয়ার করবো। নিঃসন্দেহে ত্বক এবং চুল ভালো রাখতে এই অয়েলটির কোন ত্রুটি নেই। তাহলে আসুন জেনে নেই, ত্বক এবং চুলের যত্নে অ্যাসেনশিয়াল অয়েলের কিছু ব্যবহার এবং উপকারিতা। তাহলে জেনে নেয়া যাক ল্যাভেন্ডার অয়েলের গুণাগুণ এবং এর কিছু ব্যবহার-
ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল এর ব্যবহার
(১) রাতে অনেকেই ঠিক করে ঘুমাতে পারেন না। নানা ধরনের সমস্যার কারণে অনেকেরই এমনটা হয়। ঘুম আসলেও দেখা যায় মাঝরাতে ঘুম ভেঙে যায়। আর এসকল সমস্যার সমাধানে ল্যাভেন্ডার অয়েল অনেক বেশি উপকারী।
(২) প্রায় সব মেয়েদের যেই সমস্যাটা অনেক বেশি থাকে সেটা হল চুল পড়া। আর এই সমস্যার সমাধানে ল্যাভেন্ডার অয়েলের ভূমিকা অনেক। হেয়ার গ্রোথে অনেক সাহায্য করে।
(৩) ব্যথা নিরাময়েও ল্যাভেন্ডার অয়েল অনেক বেশি উপকারী।
(৪) কোথাও কেটে গেলে সাথে সাথে রক্ত বন্ধ করার জন্য ল্যাভেন্ডার অয়েল ব্যবহার করতে পারেন।
(৫) পুড়ে যাওয়া স্থানে সাথে সাথে ২-৩ফোঁটা ল্যাভেন্ডার অয়েল লাগালে ব্যথাও কমে যায় আবার তাপের জন্য যে কষ্টটা পাওয়া যায় সেটাও কমে যায়।
(৬) স্কিনের ইরিটেশনের জন্যে ১-২ফোঁটা ল্যাভেন্ডার অয়েল ঐ স্থানে ব্যবহার করুন। দেখবেন ধীরে ধীরে ইরিটেশন কমে গিয়েছে।
(৭) খুশকি দূর করার জন্যে অলিভ অয়েল/আরগান অয়েল ১০-১২সেকেন্ড গরম করে তার মধ্যে ১০-১৫ফোটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে ৫মিনিটের মতো সময় ধরে আপনার স্ক্যাল্পে ম্যাসাজ করুন।
(৮) ত্বকের শুষ্কতা দূর করতে ল্যাভেন্ডার অয়েল ব্যবহার করুন। মুখ ভালো করে পরিষ্কার করে শুধু ল্যাভেন্ডার অয়েল লাগান অথবা ময়েশ্চারাইজার এর সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন।
স্কিন ক্যাফে ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল
এর গুণের কথা মাথায় রেখেই কিন্তু আজকাল স্কিন কেয়ার প্রোডাক্টগুলোতে ল্যাভেন্ডারের নির্যাস ব্যবহার অনেক বেশি। আর উপকারিতার জন্যে এই অ্যাসেনশিয়াল অয়েলের জনপ্রিয়তাও অনেক। আপনি চাইলেই আপনার অনেক সমস্যার সমাধান পেয়ে যেতে পারেন এই ল্যাভেন্ডার অয়েলে। আর হাতের নাগালে এই দারুণ উপকারী তেলটি পেয়ে যাবেন এখানে। যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ারে অবস্থিত শপ.সাজগোজ.কম-এ পাবেন। তাদের অনলাইনেও অর্ডার করতে পারবেন।
ছবি- সংগৃহীত: সাজগোজ