চুলের জট ছাড়ানোর ১০টি উপায় জানেন কী?

চুলের জট ছাড়ানোর ১০টি উপায় জানেন কী?

চুলের জট ছাড়ানোর জন্য কাঠের চিরুনি ব্যবহার করছেন একজন

চুলের জট ছাড়াতে যুদ্ধ করেন নি কখনও; লম্বা চুলের অধিকারী এমন মানুষ খুব কমই আছেন। আর শুষ্ক-রুক্ষ চুল হলে তো কথাই নেই, যুদ্ধ তখন মহাযুদ্ধে পরিণত হয়! প্রতিবার চুল আঁচড়াতে গেলেই ছিঁড়ে যায় একরাশ চুল! তবে কিছু স্মার্ট টিপস আছে চুলে জট লাগা এড়াতে। চলুন জেনে নেই চুলের জট ছাড়ানোর ১০টি উপায়!

চুলের জট ছাড়ানোর ১০টি উপায়

১. চুলের আগা ছাঁটুন নিয়মিত

চুলের আগা নিয়মিত ছেঁটে রাখলে জট লাগে না। এছাড়া আপনার চুলের আগা যদি ফেটে গিয়ে থাকে, তাহলে ছেঁটে দিলে আগা ফাটা ও জট লাগা দু’টোই সামলানো যাবে।

২. কন্ডিশনার ব্যবহার করুন

প্রতিবার শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার লাগান। এতে চুল মসৃণ ও নরম থাকবে, জট লাগাও প্রতিরোধ করবে।

৩. নিয়ম করে তেল লাগান

কুসুম গরম তেল নিয়মিত চুলে লাগানোর চেষ্টা করুন। এরপর শাওয়ার ক্যাপ বা উষ্ণ তোয়ালে দিয়ে ঢেকে রাখুন গোসলের আগ পর্যন্ত। এটা ডিপ কন্ডিশনিং এর কাজ করে। চুলের কিউটিকলের পরিচর্যাও করে এবং চুলের রুক্ষতা কমিয়ে চুলকে করে তোলে নমনীয়। মসৃণ চুলে তাই জট লাগে না।

৪. চিরুনি নয়, আঙুল ব্যবহার করুন

জট বাঁধলে চিরুনি বা ব্রাশের বদলে আঙুল দিয়ে ছাড়ানোর চেষ্টা করুন। আঙুল দিয়ে বিলি কেটে কেটে জট ছাড়িয়ে এরপর চিরুনি ব্যবহার করুন।

৫. বড় দাঁতের চিরুনি নিন

বড় দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর অভ্যাস করুন। এতে চুল ছিঁড়ে যাবার আশংকা কম। তাছাড়া প্লাস্টিকের বদলে প্রাকৃতিক উপাদান; যেমন: কাঠের তৈরি চিরুনি হলে আরও ভালো হয়। আর মনে রাখবেন, ভেজা চুল কখনই আঁচড়াবেন না। কারণ তা নরম থাকে আর ছিঁড়ে যায়।

৬. নিচ থেকে শুরু করুন

জট ছাড়াতে জটের নিচের দিক থেকে শুরু করুন। কখনওই জট খুলতে চুলের দু’টি অংশ দু’দিক থেকে টান দেবেন না।

৭. সিরাম ব্যবহার করুন

শ্যাম্পু করার পর চুল আঁচড়ানোর আগে হেয়ার সিরাম ব্যবহার করুন। এটি চুলকে করে তোলে নরম ও মসৃণ। তাই জট ছাড়াতে তা খুব ভালো সাহায্য করে।

৮. বালিশের কভারে সুতি নয় সিল্ক ব্যবহার করুন

ঘুমনোর সময় আমরা প্রায় সবাই-ই সুতি কাপড়ের বালিশের কভার ব্যবহার করি। কিন্তু সুতি কাপড় আমাদের চুল থেকে আর্দ্রতা শুষে নিয়ে রুক্ষ করে ফেলে এবং চুলে স্থির বিদ্যুৎ তৈরি করে। এতে করে চুলে রুক্ষতা তৈরি হয়ে জট লাগার প্রবণতা বাড়ে। কিন্তু সিল্কের কাপড়ে সে সমস্যা হয় না।

৯. বেণী করে শ্যাম্পু করুন

সবসময় যে খোলা চুলেই শ্যাম্পু করতে হবে, এমন কোন কথা নেই। বরং বেণী করে চুলে শ্যাম্পু করলে ধীরে ধীরে বেণী খুলে আসে ধোয়ার সময়। যা মূলত ভেজা চুলের জট পাকানো থেকে রক্ষা করে।

১০. চুল খোলা রাখুন

সবসময় চুল বেঁধে রাখলেও কিন্তু তাতে জট বাঁধে। কাজেই বাড়িতে যখন থাকবেন; চেষ্টা করুন চুল খুলে রাখার। আর নিয়মিত চুল পরিষ্কার করে আঁচড়ে রাখুন। অবাধ্য চুলকে বশে আনার জন্য পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই।

টিপসতো নিলেন। এবার কাজে লাগিয়ে ফেলুন দেখি!

SHOP AT SHAJGOJ

    ছবিঃ সংগৃহীত – prismic.io

    55 I like it
    5 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort