বয়সের ছাপ বা বলিরেখা | ত্বকের ভাঁজ দূর করার ১১টি টিপস!

বয়সের ছাপ বা বলিরেখা | ত্বকের ভাঁজ দূর করার ১১টি টিপস!

wrinkel2

সময় দ্রুত কেটে যায়। সময় কেটে যাওয়া মানেই হচ্ছে আমাদের বয়স বেড়ে যাওয়া। এটি মেনে নিতেই হবে যে বয়সকে আমরা ধরে রাখতে পারবো না। তবে হ্যা, বয়সের ছাপ বা বলিরেখা আমরা কমাতে পারবো। কিছুটা অনুশীলন, কিছু নিয়ম কানুন, কিছু খাদ্যাভ্যাস, কিছুটা সচেতনতা আমাদেরকে সাহায্য করবে বয়সের ছাপকে ঢেকে রাখতে। নিয়ম করে নিচের কিছু নিয়ম প্রতিদিন মেনে চললে বয়সের অপ্রিয় বলিরেখা দূর করতে পারবেন আর হয়ে উঠতে পারবেন স্নিগ্ধ,সতেজ,উৎফুল্ল ও প্রাণবন্ত!

বয়সের ছাপ বা বলিরেখা দূর করতে কি করবেন?

বয়সের ছাপ বা বলিরেখা নিয়ে আপনার ঘুম হারাম হওয়ার দশা হয়েছে? এতো চিন্তা করে কোন সল্যুশান করতে পারছেন না যে কি করবেন। তবে জেনে নিন কিছু টিপস যা আপনার বয়সের ছাপ বা বলিরেখা দূর করে ত্বকে আনবে প্রাণবন্ত ভাব…

Sale • Face Wash, Face wash/Cleanser, Day & Night Cream

    ১) সানস্ক্রিন ব্যবহার

    মুখের বয়সের ছাপ বা বলিরেখার জন্য প্রধানত দায়ী সূর্যের অতিবেগুনী রশ্মি। তাই যতটা সম্ভব সূর্যের রশ্মি থেকে দূরে থাকুন। বিশেষ করে সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত। অবশ্যই ভালো সানস্ক্রিন ক্রিম বা লোশন ব্যবহার করুন। সানস্ক্রিন শুধু ত্বককে কালো করা বা বলিরেখা দূর করতে সাহায্য করে না, এটি ত্বকের ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে।

    ২) ধূমপান বর্জন করা

    ধূমপান করবেন না। ধূমপান ত্বকে বলিরেখা সৃষ্টির জন্য অনেকাংশে দায়ী। তাই আবার সিগারেট ধরানোর আগে বলিরেখার কথা মাথায় রাখুন।

    ৩) পর্যাপ্ত ঘুম

    কমপক্ষে সাত ঘণ্টা ঘুমান । ঘুমানোর সময় পিঠের উপর ভর করে ঘুমান। অনেকেই পেটের উপর ভর দিয়ে ঘুমায়। এতে চেহারার উপর প্রেশার সৃষ্টি হয়, যা চামড়াকে ঝুলিয়ে দেয়।

    ৪) মাছ ও ওমেগা ৩ সমৃদ্ধ খাবার

     

    সামুদ্রিক মাছ এবং ওমেগা ৩ আছে এমন খাদ্য বেশি করে খান। ওমেগা ৩ তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। আর শাকসবজি ফলমূল তো আছেই।

    ৫) ফেসিয়াল এক্সপ্রেশন

    ফেসিয়াল এক্সপ্রেশনের ক্ষেত্রে সচেতন থাকুন। খুব বেশি কপাল কুঁচকাবেন না। চোখে সমস্যা থাকলে চশমা ব্যবহার করুন। অনেকেই আছেন চোখ মুখ কুঁচকিয়ে কোন কিছু দেখার চেষ্টা করেন বা অধিকাংশ সময় চেহারায় একটি বিরক্তিকর ভাব নিয়ে থাকেন। এতে চামড়ার উপর প্রভাব পড়ে,যা তাড়াতাড়ি বলিরেখাকে প্রকাশ করে।

    ৬) ময়েশ্চারাইজার

    মুখ সব সময় পরিষ্কার রাখতে হবে। আবার অতিরিক্ত মুখ ধোয়া ঠিক নয়। কারণ অতিরিক্ত কোন কিছু ভালো নয়। রাতে ঘুমানোর আগে ময়েশ্চারাইজার লাগিয়ে ঘুমান।

    ৭) মুখের মধ্যে যতটা সম্ভব কম হাত লাগান।

    ৮) সপ্তাহে ২ বার পাকা কলা চটকে মুখে গলায় ঘাড়ে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার ত্বক প্রাণবন্ত দেখাবে এবং বয়সের ছাপ বা বলিরেখা মুখে থাকলে তা অনেকটাই ডাকা পরবে।

    বয়সের ছাপ বা বলিরেখা দূর করে ডিমের সাদা অংশ - shajgoj.com

    ৯) ডিমের সাদা অংশ মুখে লাগান। দেখবে বলিরেখা দূর হবে এবং মুখ অনেকটা উজ্জ্বল ও প্রাণবন্ত হয়ে উঠবে।

    ১০) ঘুমানোর আগে সপ্তাহে ২-৩ বার অলিভ অয়েল কয়েক ফোঁটা হাতে নিয়ে ৫ মিনিট মুখে ম্যাসাজ করুন। তারপর ভেজা তোয়ালে দিয়ে মুছে ফেলুন।

    ১১) মুখের যে অংশে মনে হচ্ছে কিছুটা বলীরেখার প্রভাব পড়ছে ,সেখানে লেমন জুস দিয়ে ম্যাসাজ করুন। দেখবেন উপকার পাচ্ছেন।

    এছাড়া প্রতিদিনের অভ্যাস এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে আনুন। ভাজা পোড়া খাবার যত কম খাবেন ততই ভালো। মুখের মধ্যে যতটা সম্ভব কম হাত লাগান। প্রতিদিন অন্তত ৮ গ্লাস পানি পান করুন। টেনশন থেকে দূরে থাকুন সেই সাথে থাকুন সদা হাস্যজ্জ্বল! বয়সের ছাপ বা বলিরেখা আপনার বয়স বাড়লেও তেমনটা প্রকাশ পাবে না।

    ছবি- সাটারস্টক

    86 I like it
    18 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort