মানবদেহ সম্পর্কে কতোটুকু জানেন আপনি? এমন প্রশ্ন করায় আবার ভেবে বসবেন না যেন এখন আপনাদের সাধারণ জ্ঞানের পরীক্ষা নিচ্ছি। মানব দেহ অত্যন্ত জটিল। এই মানবদেহকে ঘিরে এমন সব মজার তথ্য আছে যা অনেকরই অজানা। দেরি না করে জেনে নিই মানব দেহকে ঘিরে মজার সব তথ্যগুলো।
[picture]
(১) মানবদেহে এমন একটি প্রত্যঙ্গ রয়েছে যা কোনরকম ব্লাড সারকুলেশন ছাড়াই কাজ করে থাকে তা হল কর্নিয়া। কর্নিয়া সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার মাধ্যমে কাজ করে থাকে।
(২) মানুষের স্মৃতিশক্তির ধারণক্ষমতা যা হার্ড-ড্রাইভের চার টেরাবাইটের থেকেও বেশি ।
(৩) নবজাতক শিশু সাত মাস পর্যন্ত খাবার গিলার সাথে সাথে শ্বাস প্রশ্বাস নিতে পারে।
(৪) আপনি কি জানেন? মানুষের মাথার খুলি ২৯ টি ভিন্ন হাড় দ্বারা তৈরি।
(৫) জানলে অবাক হবে মানবদেহে যে পরিমাণে সালফার বিদ্যমান তাতে একটি কুকুরের গায়ে থাকা পোকা মেরে ফেলা সম্ভব। যে পরিমাণে কার্বন রয়েছে তা দিয়ে ৯০০ টি পেন্সিল তৈরি করা সম্ভব, একটি কাপড়ের তৈরি পুতুল পুড়িয়ে দেয়ার মতো পটাশিয়াম, ৭ টা সাবান তৈরির করার মতো ফ্যাট এবং এত পরিমাণে পানি রয়েছে যা দিয়ে ৫০ লিটার ব্যারেল পূর্ণ করা সম্ভব।
(৬) এই বাক্যটি পড়ার সময় আপনার দেহের ৫০ হাজারের মতো সেলস মরে যাচ্ছে ! আবার একই সময়ে নতুন সেলস দ্বারা সেগুলো রিপ্লেস হচ্ছে।
(৭) কনসিভ করার তিন মাসের মধ্যে মানব ভ্রূণ তার নিজস্ব ফিঙ্গারপ্রিন্ট অর্জন করে।
(৮) Hiccup বাংলায় আমরা যাকে হেঁচকি বলি, তা যতক্ষণ পর্যন্ত হতে থাকে কত বিরক্ত লাগে! Charles Osborne নামের একজন লোকের ৬৮ বছর পর্যন্ত এই হেঁচকি উঠতে থাকে। উফফ! খুবই বিচিত্র এই মানব দেহ।
(৯) আচ্ছা আপনার ভাই বা বোন বা হাতি বলে কি নিজেকে খুব বেশি জাহির করে? তাহলে তাকে জানিয়ে দিন, গড় পরতায় বাম হাতি লোকের থেকে ডান হাতি ৯ বছর বেশি বাঁচে।
(১০) তিন ভাগের দুই ভাগ লোকোই চুম্বন করার সময় ঘাড় দান দিকে কাঁত করে থাকে।
(১১) গড়ে ১ জন মানুষের শ্বাস প্রশ্বাসের মাত্রা শরৎকাল থেকে ১/৩ ভাগ বেড়ে যায় বসন্তকালে। কি অবাক লাগছে?
(১২) মানব দেহের ‘বডি হিট’র শতকরা ৮০ ভাগই নির্গত হয় মাথা থেকে।
(১৩) আপনি যখন লজ্জায় লাল হয়ে যাচ্ছেন তখন আপনার গালের সাথে সাথে পাকস্থলিও লাল বর্ণ ধারণ করে।
(১৪) বাচ্চাদের প্রশ্নের শেষ থাকে না। এটা কি? কেন হলো? কীভাবে হলো? ইত্যাদি ইত্যাদি। একটি গবেষণায় দেখা যায়, গড়ে একটি ৪ বছরের শিশু দিনে ৪৫০ টির মত প্রশ্ন করে থাকে।
(১৫) পড়ে একটু অবাক লাগতে পারে যে কলা এবং আপেলের গন্ধ ওজন কমাতে সাহায্য করে।
(১৬) জগতের সব টেলিফোন মিলিয়েও ১ দিনে যতনাইলেক্ট্রিক্যাল ইম্পালস নির্গত হয় একটি মানব মস্তিস্ক থেকে তার চেয়ে বেশি ইলেক্ট্রিক্যাল ইম্পালস নির্গত হয়!
লিখেছেন – মরিয়ম আকতার
ছবি- সাটারস্টক