শীতের ফ্যাশনেবল ফ্লোরাল স্কার্ফ - Shajgoj

শীতের ফ্যাশনেবল ফ্লোরাল স্কার্ফ

image00

শীতকালে সোয়েটার বা জ্যাকেটের সাথে একটি ফ্যাশনেবল স্কার্ফ যেন অপরিহার্য। মার্কেটে অনেক ধরনের স্কার্ফই পাওয়া যায়, আর সেগুলো কিনতে গেলে অনেক টাকাও চলে যায় পকেট থেকে। তাই বাসায় বসে কীভাবে সহজ উপায়ে ফ্যাশনেবল ফ্লোরাল স্কার্ফ বানানো যায় তার একটি পদ্ধতি আজ দেয়া হল।

প্রয়োজনীয় উপকরণঃ

Sale • Sheet Mask

    – একটি উলের বা মোটা কাপড়ের বড় স্কার্ফ

    – সুঁই এবং সুতা

    – কাঁচি

    – হুক

    পদ্ধতিসমুহঃ

    – প্রথমে উলের স্কার্ফটি ৪.৫ ইঞ্চি পাশ করে এবং ৪২ ইঞ্চি লম্বা করে কেটে নিন। তবে লম্বা কত টুকু রাখবেন সেটা আপনার পছন্দ অনুযায়ী করে কাটতে পারেন।

    image01

    – এই লম্বা করে কাটা কাপড়টির পাশে কাঁচি দিয়ে ছবির মতো ঢেউ ঢেউ করে কেটে নিন।

    image02

    এখন এই কাপড়টি এভাবেই রেখে দিন। এই কাপড়টির উপর দিয়ে বানানো ফুল গুলো সেলাই করা হবে। তাই আসুন এখন দেখা যাক কীভাবে স্কার্ফের জন্য ফুল গুলো বানাবেন।

    – প্রথমেই স্কার্ফের বাড়তি কাপড় থেকে প্রতিটা ফুলের জন্য ৬ টি করে গোলাকার কাপড় কাটতে হবে। সবচেয়ে বড়টি ৫ ইঞ্চি করে কাটতে পারেন এবং ধীরে ধীরে সাইজ ছোট করে কাটতে থাকুন। সবচেয়ে ছোট কাপড়টি ২ ইঞ্চি করে কাটুন।

    image04

    – এখন প্রতিটা গোল করে কাটা কাপরের সবদিকে কিছুটা ঢেউ ঢেউ করে কেটে নিন যাতে ফুলটি দেখতে সুন্দর হয়।

    image03

    – প্রথমে ৬ টি পাপড়ির মধ্যে বড় ৫ টি পাপড়ি বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে নিন।

    image05

    – সুঁই নিয়ে পাপড়ি গুলোর একদম মধ্যখান দিয়ে অন্য পাশ দিয়ে বের করে নিন। একদম ছোট পাপড়িটি আলাদা রাখবেন।

    image06

    – সুঁইটি আবার ১ / ২ ইঞ্চি দূরে নিয়ে ঢুকিয়ে অন্য পাশ দিয়ে বের করুন।

    image09

    -এখন সেলাই করা সুতাটি ধরে জোরে টান দিন যাতে ফুলের পাপড়ি গুলো কুঁচিয়ে যায় এবং সুতাটি গিঁট দিন।

    image07

    – এই অবস্থায় ফুলটি অর্ধেক করে ভাঁজ করে নিন এবং আগের সেলাই এর ভিতর দিয়ে আরেকবার সেলাই করে নিন যাতে বাঁধনটা শক্ত হয় এবং সুতা গিঁট দিন।

    image08

    – এবার ঐ সেলাইয়ের সাথে আড়াআড়ি করে ‘এক্স’ এর মতো আরেকটি সেলাই দিন এবং সুতা টি জোরে টান দিয়ে গিঁট দিন। ফুলতি আবার অর্ধেক করে ভাঁজ করে ঐ সেলাইয়ের উপর আরেকটি সেলাই দিন।

    image10

    – ফুলটি দেখতে এমন হবে।

    image11

    – এবার সবচেয়ে ছোট পাপড়ি টি নিয়ে প্রথমে অর্ধেক করে ভাঁজ করুন এবং এরপর আবার অর্ধেক করে ভাঁজ করুন।

    image12

    -এখন ফুলের মাঝখানে এটি নিয়ে বসান।

    image13

    – এরপর সুঁই দিয়ে ছোট পাপড়িটি ফুলটির সাথে ভালো মতো সেলাই করে নিন।

    image14

    – হয়ে গেল ফুল বানানো। এখন এভাবে আরও ১২ টি ফুল বানিয়ে ফেলুন।

    image15

    – এখন স্কার্ফ থেকে প্রথমে কাটা লম্বা কাপড়টি নিন এবং এর উপর এক এক করে ১২ টি ফুল নীচ দিয়ে সেলাই করে নিন।

    image16

     – এক ফুল থেকে আরেক ফুলের দূরত্ব খুব বেশি যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। ফুল গুলো কাছাকাছি থাকলে দেখতে ভালো লাগবে।

    image17

    – এখন স্কার্ফটি জায়গা মত ধরে রাখতে একটি হুক নিয়ে পছন্দ মত জায়গায় হুকটি সেলাই করে নিন যাতে পরার পর স্কার্ফটি ঠিক জায়গায় থাকে।

    image18

    -বানানো হয়ে গেল ফ্লোরাল স্কার্ফ। আপনার পছন্দের কালার অনুযায়ী বানিয়ে নিতে পারেন এই সুন্দর স্কার্ফটি।

    image19

    লিখেছেনঃ নাহার

    ছবিঃ ওয়াচমিড্যাডি.ব্লগস্পট.কম

    1 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort