চুলের দ্রুত বৃদ্ধি হবে ২টি কার্যকরী মাস্কেই

চুলের দ্রুত বৃদ্ধি হবে ২টি কার্যকরী মাস্কেই

চুলের বৃদ্ধি দেখতে লম্বা মাপা - shajgoj.com

সুন্দর, ঘন, লম্বা চুল সবারই কাম্য। কিন্তু চুলের পরিপূর্ণ বৃদ্ধি না হলে সুন্দর চুল পাবেন কী করে? অনেকেরই অভিযোগ, চুল লম্বা হচ্ছে না। এজন্যে অনেক কারণ থাকতে পারে। যেমন- পরিপূর্ণ যত্ন না নেওয়া, চুলের আগা নিয়মিত না কাটা, পরিপূর্ণ প্রোটিনযুক্ত খাবার গ্রহণ না করা ইত্যাদি। আবার অনেকে বলেন, এসব করার পরেও চুল বাড়ছে না। তাই চুলের দ্রুত বৃদ্ধি হওয়া নিয়ে আজকে রয়েছে ২টি কার্যকরী হেয়ার মাস্ক! দেখে নিন তবে!

চুলের দ্রুত বৃদ্ধি হবে ২টি মাস্ক

হেয়ার মাস্ক এক

চুলের দ্রুত বৃদ্ধিতে আলু ও পেঁয়াজের রস - shajgoj.com

যা যা লাগবে-

(১) আলু

আলুতে রয়েছে ভিটামিন বি, ভিটামিন সি, নায়াসিন এবং জিংক এর মতো চুলের গ্রোথ বৃদ্ধিতে সহায়ক উপাদান। যা চুলের গ্রোথ বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

(২) পেঁয়াজ

পেঁয়াজে রয়েছে মিনারেলস এবং নিউট্রিশন। পেঁয়াজে বিদ্যমান সালফার, কোলাজেন টিস্যু তৈরিতে সাহায্য করে হেয়ার গ্রোথকে সাহায্য করে। এটি নতুন চুল গজাতেও সাহায্য করে।

যেভাবে তৈরি করবেন

১. প্রথমে আলু এবং পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিন। এবার এগুলোকে ছোট ছোট টুকরা করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।

২. এরপর ব্লেন্ড করা হয়ে গেলে মিশ্রণটিকে একটি ছাঁকনির সাহায্যে জুসটা ছেঁকে নিন। এই জুসটাই আপনার হেয়ার গ্রোথ মাস্ক

হেয়ার মাস্ক দুই

চুলের দ্রুত বৃদ্ধিতে গাজরের জুস - shajgoj.com

যা যা লাগবে-

(১) গাজর

গাজরে রয়েছে নিউট্রিয়েন্টস,  ভিটামিন  এ, কে, সি, বি১, বি৩, বি৬, বি২, ফাইবার, পটাশিয়াম, ফসফরাস যা, চুলের বৃদ্ধির জন্যে খুবই উপকারী। এছাড়াও গাজর স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে, চুলকে সফট বানিয়ে দেয়, চুলের ড্যামেজ দূর করে, চুল ভেঙে যাওয়া রোধ করে।

যেভাবে তৈরি করবেন

গাজর ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এর জুসটা ছাঁকনীর সাহায্যে ছেঁকে নিন।

ব্যবহারবিধি

এই ২টি হেয়ার মাস্কই জুস কন্সেস্টেন্সির। তাই এগুলো একই নিয়মে ব্যবহার করতে হবে। আপনার সুবিধা অনুযায়ী যে কোনো একটি মাস্ক ব্যবহার করতে পারেন। তবে প্রত্যেকটি মাস্কই কার্যকরী।

১. একটি কটন বল নিয়ে হেয়ার গ্রোথ মাস্কটির মধ্যে চুবিয়ে নিন।

২. এই কটন বলটি চুলের গোড়ায় সিঁথি কেটে কেটে লাগান।

৩. আপনি চাইলে, জুসটা যে কোনো স্প্রে বোতলে ভরে চুলের গোড়ায় স্প্রে করে নিতে পারেন।

৪. এভাবে ৪০ মিনিট রেখে চুল শ্যাম্পু করে নিবেন।

৫. সপ্তাহে ৩দিন এই মাস্ক ব্যবহার করুন।

শেষ করবার আগে কিছু কথা যা না বললেই নয়- হেয়ার গ্রোথ মাস্কগুলো ২/১ বার ব্যবহার করে অনেকেই বলতে পারেন যে, কোনো কাজ হচ্ছে না। এর কারণ, হেয়ার গ্রোথ মাস্কগুলোর ফলাফল পেতে একটু সময় লাগে। তাই সময় এবং ধৈর্য নিয়ে ১-২ মাস ব্যবহার করুন। আশা করছি, ফল পাবেনই।

আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি!

SHOP AT SHAJGOJ

    ছবি- সংগৃহীত: সাজগোজ; ন্যাচারাল হেলথ প্রোটোকল

    98 I like it
    22 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort