খাদ্যরসিকদের জন্য গরুর মাংসের কাবাব একটি লোভনীয় নাম। কাবাব পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। নানা রকম কাবাব তৈরি হলেও এখানে দুই প্রকার আকর্ষণীয় কাবাবের রেসিপি নিয়ে আলোচনা করা হবে। চলুন দেখা যাক…
গরুর মাংসের কাবাব
১. গরুর মাংসের কিমা কাঠি কাবাব
কাবাবের আইটেম গুলোর মধ্যে কিমা কাঠি কাবাব সবচেয়ে বেশি প্রচলিত। মজাদার এই কাবাব তৈরি করতে প্রয়োজনীয় উপকরণ ও বর্ণনা নিচে দেয়া হল;
যা যা প্রয়োজন
- গরুর মাংসের কিমা ১/২ কেজি,
- কাঁচা মরিচ কুচি- ২চা চামচ,
- পেঁয়াজের কুচি- ১/২ কাপ,
- আদা বাটা- ১ চা চামচ,
- গরম মশলা বাটা- ১ চা চামচ,
- কাবাব মশলা- ১ টেবিল চামচ,
- লেবুর রস- ১ চা চামচ,
- গোল মরিচ গুঁড়া- ১/২ চা চামচ,
- তেল- ১ কাপ,
- টমেটো ক্যাচাপ- ২ টেবিল চামচ,
- দুধ- ৪ টেবিল চামচ,
- পাওরুটি- ২ পিস,
- বসেল লিফ- ১ চা চামচ,
- লবন- স্বাদমতো।
যেভাবে তৈরি করবেন
প্রথমে দুধ দিয়ে পাওরুটি ভালভাবে ভিজিয়ে নিন। পাওরুটি নরম হলে বেশ ভাল করে কিমার সঙ্গে মেখে নিন। এরপর অন্যান্য মশলা ও রুটি মিশ্রিত কিমা একসাথে ভালোভাবে মেখে ১ ঘণ্টা ঢেকে রেখে দিন। এবার হাত দিয়ে মুঠি মুঠি করে কাবাব তৈরি করে কাঠির সাথে গেঁথে নিন। এবার কড়াইয়ে তেল দিন। চুলার আঁচে তেল গরম হয়ে এলে কাবাব ছেরে দিন এবং কাবাব লাল লাল করে ভেঁজে তুলুন। এরপর গরম গরম পরিবেশন করুন। আর উপভোগ করুন মাংসের কিমা কাবাব।
২. বিফসিরানী কাবাব
মজাদার বিফসিরানী কাবাবের রেসিপি নিম্নে বর্ণনা করা হল…
যা যা প্রয়োজন
- গরুর মাংস-১ কেজি,
- পেঁয়াজ- ৫/৬ টি,
- ঘি- দেড় চামচ,
- লবঙ্গ- ৩/৪ টি,
- বাদাম- ১৬ টি,
- আদা- ৬ গ্রাম,
- তেঁতুলি- ১ ছরা,
- তেজপাতা- দুই পিস,
- দারুচিনি- ২ টি,
- ছোট এলাচ- ১ টি,
- দই- ১ কাপ,
- শুকনা মরিচ- ২ টা,
- আলু- ৬ পিস,
- কিসমিস- ২০ টা,
- লবন- পরিমান মত।
যেভাবে বানাবেন
পেঁয়াজ গুলোকে দুই ভাগে ভাগ করে অর্ধেক লম্বা কুচি কুচি করে কেটে নিন। বাকি অর্ধেক পেঁয়াজ, শুকনা মরিচ ও আদা একত্রে ভালভাবে বেঁটে নিন। বাদাম ভিজিয়ে খোসা গুলো ছড়িয়ে নিন। মাংস, বাটা মশলা, দই ও লবন ভালোকরে মেখে প্রায় দুই ঘণ্টা মেরিনেট করুন। কড়াইয়ে ঘি দিয়ে পেঁয়াজ একটু ভেঁজে উঠিয়ে নিন। ঐ ঘিয়ে গরম মশলা ও তেজপাতা ছেড়ে দিন। গরম মশলার গন্ধ নাকে আসে লাগলে মাখানো মাংস দিয়ে দিন। সামান্য পরিমাণ পানি দিয়ে লাল করে কষিয়ে নিন। মাংস লাল হয়ে হালকা লবন ও আলু ছেড়ে দিন। এরপর আধা লিটার পানি দিয়ে ঢেকে দিন। মাংস ও আলু সেদ্ধ হলে এলে বাদাম ও কিসমিস দিয়ে দিন। সাথে তেঁতুল গুলিয়ে তার রসটা দিয়ে দিন। অতঃপর পানি শুকিয়ে গ্রেডিং হয়ে এলে নামিয়ে নিন। এবং গরম গরম পরিবেশন করুন।
ছবিঃ সংগৃহীত – সাজগোজ.কম