নিজের তৈরী ফ্লাওয়ার ভাস - Shajgoj

নিজের তৈরী ফ্লাওয়ার ভাস

image07

ফুল যেমন সুন্দর তেমনি এটি ঘরে রাখলে ঘরের সৌন্দর্যও বাড়িয়ে দেয় অনেকখানি। তবে ফুল যাতে রাখবেন সেটাও তো সুন্দর হওয়া চাই। কেমন হবে যদি আপনার মনের মত বানিয়ে নিতে পারেন এই ফ্লাওয়ার ভাস। নিজের পছন্দমতো ডিজাইন করে প্রিয়জনদের উপহারও দিতে পারেন একটি। আজ তাই আপনাদের জন্য ফ্লাওয়ার ভাস বানানোর দুটি সুন্দর এবং সহজ পদ্ধতি দেয়া হল।

পদ্ধতি ১

Sale • Color Protection, Pigmentation, Hair Color

    যা যা লাগবেঃ

    – একটি কাঁচের বোতল

    – কাঁচি

    – রঙ বেরঙের দড়ি

    – আঠা

    – কাঁচের বোতলটি নিয়ে এর প্রথম থেকে দড়ি আঠা দিয়ে লাগাতে হবে। বোতলের একদম প্রথম থেকে শুরু করুন। প্রথমেই বোতলের গায়ে কিছু আঠা লাগিয়ে এরপর দড়ি নিয়ে প্যাঁচাতে শুরু করুন।

    image00

    – কিছুক্ষণ প্যাঁচানোর পর প্রথম রশিটি এবার কেটে নিয়ে শেষের প্রান্তে আঠা লাগিয়ে ভালো মত আটকে নিন। এরপর আপনার পছন্দের কালারের রশি নিয়ে আবার বোতলের পরের কিছু অংশে আঠা লাগিয়ে রশিটা আগের মতই পেঁচিয়ে নিন। পরের সব রশি গুলোই আগের মত লাগিয়ে নিন। কোন কালারের লাগাতে চান বা কতটুকু লাগাতে চান সেটা নিজের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন।

    image01

    – আর একটি বিষয় খেয়াল রাখবেন যাতে সব রশিগুলোর শেষের প্রান্ত পেছনে থাকে এবং যাতে সামনে থেকে দেখা না যায়।

    image07

    – ব্যাস একদম ঝামেলা ছাড়াই পেয়ে যাবেন আপনার মনের মত ফ্লাওয়ার ভাস। যেকোন শেইপের বোতল বা নরমাল ফ্লাওয়ার ভাস গুলোতেও রঙ বেরঙের রশি দিয়ে সাজিয়ে সহজেই করে তুলতে পারেন সুন্দর ও আকর্ষণীয়।

    image02

    পদ্ধতি ২

    যা যা লাগবেঃ

    – পুরনো কাঁচের বোতল

    – সাদা রঙ

    – এক টুকরা লেইস

    – আঠা

    image03

    – প্রথমে বোতলটি ভালো মত পরিষ্কার করে এর বাইরে ব্রাশ দিয়ে রঙ করে নিন পুরোটা। প্রথম লেয়ার দেয়ার পর একটু শুকালে আরো ২ লেয়ার করে রঙ করুন। এবার সাদা রঙের একটি লেইস নিয়ে বোতলের চারপাশে আঠা দিয়ে লাগিয়ে এর উপর আরেকবার রঙ লাগিয়ে নিন। রঙ ভালো মত শুকানোর জন্য সময় দিন।

    image04

    – আপনার ফ্লাওয়ার ভাস রেডি। এবার এতে নিজের পছন্দমতো ফুল দিয়ে সাজিয়ে রাখুন ঘরের এক কোনে।

    image05

    ছবিঃ গ্রিনওয়েডিংসুজ.কম, এড্রপঅবইনডিগো.ব্লগস্পট.কম

    লিখেছেনঃ নাহার

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort