খুশকি তাড়াতে বা খুশকির যন্ত্রণা থেকে মুক্তি পেতে তো কত কিছুই করেছেন। নামি-দামি শ্যাম্পু ব্যবহার থেকে শুরু করে বিভিন্ন ধরনের হেয়ার থেরাপি আরও কত কিছু! যার ফলাফল হয়তো দেখা গেছে আপনার মাথার চুল পড়তে শুরু করেছে আবার মাথার ত্বকের বারোটা বেজেছে। কিন্তু কখনো কি খুশকি তাড়াতে মেহেদি হেয়ার মাস্ক ও প্যাক ট্রাই করে দেখেছেন?
মেহেদি পাতার গুনের কথা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর যদি চুলের কথা বলেন, তাহলে চুলের যত্ন করতে মেহেদির ব্যবহার সেই প্রাচীন কাল থেকে হয়ে আসছে। মেহেদি পাতা এমন একটি জাদুকরী উপাদান যেটা দিয়ে আপনার চুলের ক্ষতিতো দূরের কথা, সামান্য পরিমাণ খারাপ কিছু হওয়ার কোন সম্ভাবনা নেই। যারা দীর্ঘদিন চুলের খুশকি সমস্যা নিয়ে ভুগছেন তাদের সেই সমস্যার সমাধান দিতে আজ এই আর্টিকেলে মেহেদির কিছু অসাধারণ কার্যকরী হেয়ার মাস্ক ও প্যাক নিয়ে বলব।
খুশকি তাড়াতে মেহেদি মাস্ক ও প্যাক রেসিপি ১
উপাদান
- মেহেদি পাউডার
- লেবুর রস
- দই
যেভাবে করবেন
৪ টেবিল চামচ মেহেদি পাউডার নিন,১ টেবিল চামচ লেবুর রস নিন এবং ৩ টেবিল চামচ দই নিয়ে সব উপাদান একসাথে সুন্দর করে একটি চামচ দিয়ে মেশান। যখন দেখবেন সব উপাদান একসাথে সুন্দরভাবে মিশে গেছে এবার এই প্যাক আপনার মাথার ত্বক ও প্রতিটি চুলের গোঁড়ায় ভালোভাবে লাগিয়ে ৩০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। পরে মাইল্ড (মৃদু) ধরনের শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। আর যাদের চুল ড্রাই টাইপ-এর তারা শ্যাম্পু করার পর কন্ডিশনার দিতে ভুলবেন না।
খুশকি তাড়াতে মেহেদি মাস্ক ও প্যাক রেসিপি ২
উপাদান
- মেহেদি পাউডার
- দই
- মেথি গুঁড়া
- লেবুর রস
- হোয়াইট ভিনেগার
যেভাবে করবেন
একটি বাটিতে ৪ টেবিল চামচ মেহেদি পাউডার নিন, এবার এতে ২ টেবিল চামচ দই, ১ টেবিল চামচ মেথি গুঁড়া, ১ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ হোয়াইট ভিনেগার ও ১ টেবিল চামচ অলিভ অয়েল দিন। সব উপাদান একসাথে মিশিয়ে আপনাকে মিনিমাম একদিন রাখতে হবে। তার মানে কাল যদি এই মাস্ক মাথায় নিতে চান তাহলে আজ দিনে এটি রেডি করে রেখে পরের দিন সকালে মাথায় লাগাতে পারবেন। এই মাস্ক মাথার ত্বক ও চুলের গোঁড়ায় ভালোভাবে লাগিয়ে ২ থেকে ৩ ঘণ্টা রেখে পড়ে হালকা ধরনের শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। প্রয়োজনে শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করুন।
খুশকি তাড়াতে মেহেদি মাস্ক ও প্যাক রেসিপি ৩
উপাদান
- মেহেদি পাউডার
- অলিভ অয়েল
- ডিমের সাদা অংশ
- পানি
যেভাবে করবেন
৩ টেবিল চামচ মেহেদি পাউডার নিন, ১ টেবিল চামচ অলিভ অয়েল, ২ টেবিল চামচ মতো ফেটানো ডিমের সাদা অংশ ও পরিমাণ মতো পানি নিন। সব উপাদান একসাথে নিয়ে মেশান এবং মিহি পেস্ট টাইপ হয়ে আসলে, এই প্যাক আপনার চুলের গোঁড়া সহ মাথার ত্বকে লাগিয়ে ৩০ থেকে ৪৫ মিনিট অপেক্ষা করুন। পরে পানি দিয়ে চুল ধুয়ে ফেলে শ্যাম্পু করে নিন এবং প্রয়োজন মতো কন্ডিশনার ব্যবহার করুন।
যতদিন আপনার মাথা থেকে খুশকি তাড়াতে না হচ্ছে ততদিন কমপক্ষে সপ্তাহে একবার করে উপরের দেওয়া প্যাক ও মাস্কগুলো থেকে আপনার পছন্দ অনুযায়ী যেকোন প্যাক ও মাস্ক ব্যবহার করুন।
ছবি – অবসেশন ডট পিকে