সহজ ৩ মিনিট টুইস্ট এন্ড টার্ন হেয়ার ব্রেইড টিউটোরিয়াল - Shajgoj

সহজ ৩ মিনিট টুইস্ট এন্ড টার্ন হেয়ার ব্রেইড টিউটোরিয়াল

hair

আজকাল আমরা সবাই সব সময়েই খুব ব্যস্ত থাকি আর তাই এই ব্যস্ত জীবনে আমাদের সবকিছুই হওয়া দরকার সহজ আর তাড়াতাড়ি। স্কুল কলেজ অফিস ইত্যাদি যাবার আগে আমরা নিজেদের কাজ শেষে পরিচর্যা করার সময়টাই পাইনা। কোনও রকমে নাকে মুখে গুঁজে বেরিয়ে পড়তে হয়।  এই সময়ের পরিচর্যায় যেটার দিকে আমরা একদম  সময় দিই না তা হলো চুল। আমি সব সময়ে এই প্রবলেমটাতেই পড়ি। সামনেই উৎসবের দিন আসছে তাই এখন কিন্তু সময় এসে গেছে এই সমস্যাটার একটা সমাধান করা। আমরা সবাই বেনুনি বাঁধি। কিন্তু এই বেনুনিটাই যদি একটু অন্যভাবে বাঁধা যায় তাহলে তা আনবে একটা সম্পূর্ণ অন্য ধরনের লুক। আমি এই হেয়ার স্টাইলটার নাম কী দেব তা ঠিক করতে পারছিলাম না। অবশেষে অনেক ভেবে টুইস্ট এন্ড টার্ন হেয়ার ব্রেইড নামটা ঠিক করলাম কারণ এটা্তে বেনুনিটা টুইস্ট করে করতে হবে। তুলনামূলক ছোট চুল যাদের তারাও এই হেয়ারস্টাইলটা ট্রাই করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এই হেয়ারস্টাইলটা কী করে করতে হবে।

[picture]

Sale • Color Protection, Split Ends, Hair Spray

    hair style 1

    সবার প্রথমে চুলটাকে ভালো করে আঁচড়ে নিতে হবে যাতে জট না থাকে সেটা নজরে রাখতে হবে। এরপরে একটা পনি টেল বেঁধে নিতে হবে। পনি টেলটা একটু উঁচু করে বেঁধে নিন। যদি চুল খুব ফ্রিজি হয় তাহলে হেয়ার স্প্রে বা হেয়ার জেল পনি টেলে লাগিয়ে নিন ভালো ভাবে।

    hairstyle 2

    এরপরে চুলের একটা সামান্য অংশ নিতে হবে উপরের ছবিতে যেমন আছে। পনি টেলের পাশ থেকে সামান্য কিছু চুল নিতে হবে। খুব বেশি বা খুব কম চুল নিলে হবে না।

    এবার ঐ অংশ টাতে একটা বেনুনি বেঁধে নিতে হবে। বেনুনিটা খুব টাইট বা খুব ঢিলা যেন না হয়।

    hairstyle 3

    এরপরে বেনুনির শেষে একটা রাবার ব্যান্ড লাগাতে হবে।

    hairstyle4

    hairstyle 5 6

    এবারে ওই বেনুনিটাকে পনিটেলের চারপাশ দিয়ে প্যাঁচাতে থাকতে হবে ঠিক যেমনটা ৫ আর ৬ নাম্বার ছবিতে দেওয়া আছে। চুল যত বড় হবে তত বেশি প্যাঁচ দেওয়া যাবে। মনে রাখতে হবে এই প্যাঁচটা যেন একটু টাইট করে দেওয়া হয় নাহলে কিন্ত চুলটা খুলে যাবার সম্ভাবনা থাকবে। এই বেনুনিটাই কিন্তু পনিটেলটাকে টাইট করে ধরে রাখবে। এই স্টেপটা একটু ধরে ধরে সাবধানে করতে হবে। এই স্টেপটা ঠিক করে করতে পারলেই কিন্তু চুল নিয়ে আর কোন চিন্তা থাকবে না।

    hstyle

    এরপরে ঠিক করে প্যাঁচানো হয়ে গেলে বেনুনি আর পনি টেলটাকে একসাথে নিয়ে একটা কালো বা আপনার পছন্দের রাবার ব্যান্ড দিয়ে ভালো করে বেঁধে ফেলতে হবে আর তাহলেই হয়ে গেলো আকর্ষণীয় এই বেনুনি যা আপনি খুব কম সময়েই করে ফেলতে পারবেন।

    এই হেয়ার স্টাইলটা চুড়িদার জিন্স-টপ কুর্তি শাড়ি সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। এটা ঈদের সাজের সাথেও ট্রাই করতে পারেন। ঝটপট ট্রাই করুন এই হেয়ার স্টাইলটা আর হয়ে উঠুন সবার মধ্যমণি।

    লিখেছেনঃ নন্দিনী পোদ্দার

    মডেলঃ বন্দনা

    1 I like it
    2 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort