রোদে পোড়া হাতের যত্ন | ৩টি প্যাক দিয়ে হবে ত্বকের সুরক্ষা

রোদে পোড়া হাতের যত্ন | ৩টি প্যাক দিয়ে হবে ত্বকের সুরক্ষা!

রোদে পোড়া হাতের যত্ন নিচ্ছেন একজন

গ্রীষ্মের প্রচণ্ড রোদের প্রখর তাপ থেকে বাঁচতে আমরা সাধারণত ছাতা, সানগ্লাস ইত্যাদি ব্যবহার করি। কিন্তু এ দুটোই তো আপনার মুখের ত্বককে বাঁচানোর জন্য। একটু কি খেয়াল করেছেন আপনার সুন্দর হাত দুটোও দিন দিন কেমন রোদে পুড়ে কালো হয়ে যাচ্ছে? ত্বকের প্রতি যারা একটু বেশি কেয়ারফুল তারা হয়তো সানস্ক্রিন ইউজ করেন কিন্তু সেটা মুখের ত্বকে একটু বেশিক্ষণ স্থায়ী হলেও হাতের সানস্ক্রিন খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। এর কারণ হলো, যে কোন কাজে আমাদের হাতই ব্যবহার করতে হয়। আর তাই সানস্ক্রিনও ধুয়ে বা মুছে যায়। রোদে পোড়া হাতের যত্ন কীভাবে করবেন ভাবছেন? যাদের হাতের ত্বক রোদে পুড়ে চামড়া খসখসে বা কালো হয়ে গেছে তাদের জন্য রইলো আজকে তিনটি প্যাক। এই প্যাকগুলো ব্যবহার করলে আপনার হাতের হারানো উজ্জ্বলতা ফিরে আসবে।

রোদে পোড়া হাতের যত্ন নিতে ৩টি প্যাক

১. লেবুর রস

জানেন কি, লেবুর রস প্রাকৃতিক ব্লিচিং হিসেবে কাজ করে? এটি ত্বকের কালো দাগ দূর করতে অসাধারণ কাজ করে। একটা ফ্রেস লেবুর রস দু’হাতে মেখে রাখতে পারেন ২০-৩০ মিনিট। তারপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলবেন। আপনি চাইলে এর সাথে অল্প চিনিও অ্যাড করতে পারেন। চিনি একটি অসাধারণ পরিষ্কারক। এটি ত্বকের ডেড সেল তুলে দেয়। দ্রুত ফলাফল পাওয়ার জন্য সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন।

২. টক দই

টক দই সান ট্যানিং দূর করে ও ত্বককে ঠাণ্ডা রাখে। এটি ত্বকের পোরগুলোকে ছোট ও স্কিন টাইট করে। এক কাপ টক দই এর সাথে আধা কাপ শসার রস এবং আধা কাপ টমেটোর রস মেশান। তারপর এর সাথে যোগ করুন আধা কাপ বেসন বা চালের গুড়া। সব মিশিয়ে পেস্ট করে নিন।

এই প্যাকটি আপনার হাতে, মুখে ও গলায় মেখে ৩০-৩৫ মিনিট অপেক্ষা করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি রোদে পোড়া ত্বক ঠিক করার পাশাপাশি ত্বককে আরো কোমল ও ফর্সা করবে। এছাড়াও শুধু টকদই যদি আপনি প্রতিদিন গোসল করতে যাওয়ার আগে ব্যবহার করেন তাহলেও উপকার পাবেন।

৩. অ্যালোভেরা

অ্যালোভেরা ত্বককে উজ্জ্বল করে ও ত্বকের মরা চামড়া দূর করার পাশাপাশি রোদে পোড়া ত্বককে রিপেয়ার করে। রাতে ঘুমাতে যাওয়ার আগে ফ্রেশ অ্যালোভেরা জেল নিয়ে সান ট্যানিং এরিয়াগুলোতে অ্যাপ্লাই করুন। সারারাত এভাবেই রেখে দিন। সকালে উঠে ভালোভাবে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে উপকার পাবেন।

আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি!

SHOP AT SHAJGOJ

    তাহলে আর দেড়ি না করে আজ থেকেই সান-ট্যানিং স্কিনে এই প্যাকগুলো ইউজ করা শুরু করুন। আর হয়ে উঠুন সুন্দর ও কোমল হাতের অধিকারিণী। তবে হ্যা, অবশ্যই বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না।

    ছবিঃ সাজগোজ.কম, সংগৃহীত – inat.com

    20 I like it
    5 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort