ফ্লাওয়ার ফেসিয়াল - Shajgoj

ফ্লাওয়ার ফেসিয়াল

flower facial

ফুল কে না ভালোবাসে! ফুল তার রূপ, গন্ধ দিয়ে আমাদের মাতিয়ে রাখে সারাক্ষণ। আর যদি এই রঙ বেরঙের ফুল দিয়ে ত্বকের যত্ন নেয়া যায় তবে সে যেন হবে বাড়তি পাওনা। কিছু কিছু ফুল আছে যেগুলোতে মূল্যবান তেল, নিউট্রিয়েণ্ট আছে আর এই তেল আমাদের ত্বকের নরিশমেণ্টের জন্য খুব ভালো কাজ করে। ফুলে থাকা নিউট্রিয়েণ্ট এজিং এর প্রক্রিয়াকে অনেক ধীর করে দেয়। যেকোনো ত্বকের অধিকারীরা এই ফেসিয়াল করতে পারবেন। তবে এটি বলে রাখাও ভালো ফুলে যাদের এলার্জি আছে বা সেনসিটিভ ত্বক তারা এই প্যাক গুলো ব্যবহার করবেন না। যাদের ত্বকে টানটান ভাবটা কম তাদের জন্য এ ফেসিয়াল অনেক বেশি কার্যকর। ত্বকে রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক রাখতে এ ফেসিয়াল করা হয়ে থাকে। বয়সের ভারে ত্বক যখন লুজ হয়ে যায় তখন ফুলের গুনাগুণ আপনার ত্বককে সতেজ, টানটান আর মসৃণ করতে পারে। যেহেতু বলা হয়েছে ত্বকের স্থিতিস্থাপকতা হারিয়ে গেলে এই ফেসিয়াল করতে হয় তাহলে বুঝতেই ৩০+ হলেই ফ্লাওয়ার ফেসিয়ালটি করা উচিত। কেননা, সাধারণত এই রকম বয়সেই ত্বক তার টানটানে ভাব হারাতে থাকে।

[picture]

Sale • Facial Kit, Face Wash, Serums/Oils

    প্রথম ধাপঃ

    সর্বপ্রথম ত্বক ক্লিন করতে পারে আর এই কাজের জন্য আমরা ব্যবহার করতে পারি গাঁদা ফুল। এই ফুল ত্বকের রঙ হালকা করে সেই সঙ্গে ক্লিন করে। কয়েকটি ফুলের পাপড়ির সাথে গুঁড়ো দুধ, টক দই, মধু ও গ্রেটেড গাজর একসাথে পেস্ট করে নিন। এতে করে ত্বকের গভীর থেকে পরিষ্কার হয়ে যাবে। আবার এই ফুল ডেড স্কিনকে খুব সহজেই সারিয়ে নতুন সেল দিয়ে রিপ্লেস করে ফলে স্ক্রাবিং এর কাজটাও সম্পন্ন হয়ে যায়।

    দ্বিতীয় ধাপঃ

    এবার কিছু দুধের সরের সাথে এক ছোট টেবিল চামচ চন্দন বাটা, ৪ ড্রপ রোজ অয়েল, ২ ড্রপ ল্যাভেন্ডার অয়েল ভালো করে মিশিয়ে ভালো করে মুখটি ম্যাসেজ করে নিন। উষ্ণ গরম পানি দিয়ে এই প্রলেপ মুছে আবার একই মিশ্রণ দিয়ে ম্যাসেজ করুন।

    তৃতীয় ধাপঃ

    এবার ত্বকের চাহিদার ভিত্তিতে প্যাক লাগানোর পালা।

    যদি আপনি উজ্জ্বল এবং গ্লোয়িং ত্বক চান তবে গোলাপ ফুলের পাপড়ি নিয়ে ভালো করে তা শুকিয়ে নিন,এর পর ওই শুকনো গোলাপের পাপড়ির পাউডার বানান | দুধ আর গম ( অল্প গুঁড়ো করা) একসঙ্গে মিশেয়ে মুখে লাগান |

    আবার মুখের ব্রন থেকে মুক্তি পেতে চাইলে কিছু জবা ফুলের পাপড়ির পেস্ট নিন এর সাথে চালের গুঁড়া, এসেন্সিয়াল অয়েল যেমন ভিটামিন ই আর অল্প পানি দিয়ে একটি প্যাক বানিয়ে নিন। মুখে কিছুক্ষণ এই প্যাকটা লাগিয়ে রেখে একটা ভেজা কাপড় দিয়ে তুলে ফেলুন আবার কিছুক্ষণ রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ।

    একমুঠো জুঁই ফুল জলে ফুটিয়ে নিন, জলটা ছেঁকে একটা পাত্রে রাখুন আর যে জুঁই ফুলগুলো আছে তা বেটে নিয়ে টক দইয়ের সঙ্গে মিশিয়ে মুখে লাগান | ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন, পরে জুঁই ফুল ফোটানো জল আরো ২০ মিনিট লাগিয়ে রাখুন | সেনসেটিভ স্কিনের জন্যেই এই ফেস প্যাকটা খুবই ভালো |

    পদ্ম ফুলের মধ্যে লাইনোলিক অ্যাসিড আর অনেক রকমের মিনারেল থাকে যা রং ফর্সা করতে সাহায্য করে ফুলের পাপড়ি গুলো খুব ভালো করে ধুয়ে নিন। তারপর পানিতে ৪ মিনিট সেদ্ধ করে নিয়ে পেস্ট করে নিন। সঙ্গে দিতে পারেন টক দই আর মধু। চাইলে পদ্ম ফুলের পাপড়ি জলে ফুটিয়ে আপনি যে কোন ফেস প্যাকের সঙ্গে এটা মিশিয়ে নিয়মিত ব্যবহার করুন। সেনসিটিভ ত্বক ছাড়া আর সবাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।

    ফুলের মধ্যে অনেক রকমের উৎকৃষ্ট এসেন্সিয়াল অয়েল আছে যা স্কিনকে উজ্জ্বল এবং নরম করে | তাই আপনার স্কিন টাইপকে মাথায় রেখে ঘরেই ট্রাই করতে পারেন ফ্লাওয়ার ফেসিয়াল |

    লিখেছেনঃ রোজেন

    ছবিঃ বিউটিহেলথটিপস.ইন

    10 I like it
    1 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort