স্ট্রো দিয়ে বানিয়ে ফেলুন চমৎকার অর্গানাইজার স্ট্যান্ড - Shajgoj

 স্ট্রো দিয়ে বানিয়ে ফেলুন চমৎকার অর্গানাইজার স্ট্যান্ড

eye-popping-pencil-holders-made-with-drinking-straws7

[topbanner]

খুব গরম পড়েছে। এই গরমে কোল্ড ড্রিংকসের কোনো বিকল্প নেই। কোল্ড ড্রিংকস পান করার পর সাধারণত আমরা স্ট্রোগুলো ফেলে দিই। আজ আসুন জেনে নিই, এই স্ট্রো দিয়ে কীভাবে আমরা খুব সহজেই চমৎকার অর্গানাইজার স্ট্যান্ড বানিয়ে ফেলতে পারি।

Sale • Cold Protection, Pigmentation, Color Protection

    [picture]

    স্ট্যান্ড বানাতে হাতের কাছে রাখুন-

    • একই দৈর্ঘ্যের কিছু কালারফুল স্ট্রো
    •  কার্ডবোর্ড
    • কাঁচি
    •  মাপার জন্য রুলার
    •  গ্লুগান
    •  খালি টিস্যু রোল

     stand 1

    পদ্ধতি

    (১) পছন্দনুযায়ী রংয়ের একটি স্ট্রো নিয়ে রুলারের সাহায্যে একটি স্কয়ার তৈরি করুন। একই মাপে আরো অনেকগুলো স্কয়ার বানিয়ে ফেলুন।

    stand 2

    (২) এখন স্কয়ারের সমান করে একটি কার্ডবোর্ড কেটে নিন। এর সাথে একটি স্ট্রো গ্লুগান দিয়ে আটকে নিন। গ্লুগান না থাকলে ব্লক বাটিকের দোকানগুলোতে যে স্টিক গ্লু পাওয়া যায়, তা নিয়ে মোম বাতির উপর রেখে গলিয়ে একই ভাবে গ্লু হিসেবে ব্যবহার করা যায়। গ্লু ব্যবহার করা সময় সাবধানতা অবলম্বন করুন, যাতে হাতে লেগে পুড়ে না যায়।

    stand 3

    (৩) এখন এই বেসের মাঝখানে একটি টিস্যু রোল বসিয়ে নিন। রোলের উপর দিয়ে স্কয়ার স্ট্রোগুলো একটা একটা করে ঢুকিয়ে নিয়ে গ্লু দিয়ে আটকে নিন। নিজের পছন্দমত যে কোনো প্যাটার্নে লাগাতে পারেন। তবে জিগজ্যাগ প্যাটার্নে বেশ সুন্দর লাগে।

    stand 4

    এভাবে করে যতটা লম্বা করতে চান, ততটা করুন। এই অর্গানাইজার স্ট্যান্ডে কলম, পেন্সিল ও মেকাপ ব্রাশসহ অনেক কিছু অর্গানাইজ করে রাখতে পারবেন।

    লিখেছেন – নীল

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort