শীতে ঠোঁটের কমপ্লিট কেয়ার - Shajgoj

শীতে ঠোঁটের কমপ্লিট কেয়ার

o-LIPS-facebook

শীত তো এসেই গেল। আমাদের স্কিন টাইপ যেমনই হোক, শীত আসার সাথে সাথে আমাদের স্কিনে তার প্রভাব দেখতে পাওয়া যায়। আর এই প্রভাব থেকে মুক্তি পায় না আমাদের ঠোঁট ও। দেখা যায়, ঠোঁটকে সব থেকে বেশী ক্ষতিগ্রস্থ হতে। এর ফলে, আমাদের ঠোঁট ফেটে যায়, রুক্ষ হয়ে যায়, ঠোঁটের চামড়া উঠে যায় এবং ঠোটের ন্যাচারাল কালার হারিয়ে যায়। তাই চলুন জেনে নেই এই শীতে কীভাবে ঠোঁটের যত্ন নিবেন এবং এই সব সমস্যার সমাধান করবেন। শীতে ঠোঁটের জন্যে অনেক ভালো কাজ করে লিপ স্ক্রাবার। লিপ স্ক্রাবার ঠোটের মরা চামড়া দূর করে, ঠোটকে নরম করে তোলে। চলুন জেনে নিই, লিপ স্ক্রাবার কীভাবে বানাবেন।

যা যা লাগবে:

Sale • LIP BALMS/LIP CARE, Talcum Powder, Day/Night Cream
    • ১ চিনি
    • মধু
    • লেবু

    যেভাবে তৈরি করবেন এবং ব্যবহার করবেন:

    চিনি একটু হালকা ভেংগে গুড়া করে নিবেন। বেশী গুড়ো যেন না হয়। চিনির মধ্যে দানা দানা ভাব যেন থাকে। চিনির মধ্যে মধু মিশিয়ে নিন।  এই মিশ্রণটি ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন ৭ দিন। প্রতিবার ব্যবহারের সময় একটা লেবু মোটা চাক করে কেটে নিবেন এবং লেবুর চাক টি চিনি মধুর স্ক্রাবের মধ্যে ডুবিয়ে নিয়ে ঠোঁটে স্ক্রাব করে নিন। ঠোঁটে লেবুর চাক টি ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রাব করুন। ২-৩ মিনিট স্ক্রাব করে একটি ভেজা টাওয়াল দিয়ে ঠোঁট মুছে নিন। সপ্তাহে ৩-৪ দিন করুন।

    [picture]

    স্ক্রাবের পর আসে ময়েশ্চারাইজিং এর পালা। ময়েশ্চারাইজার ঠোঁটের ময়শ্চার লক করে রাখে এবং ঠোঁটকে নরম রাখে সারাদিন। ঠোঁটের জন্য ময়েশ্চারাইজার তৈরি করতে যা যা লাগবে :

    • নারিকেল তেল ১ চা চামচ
    • ভিটামিন ই ক্যাপস্যুল ১ টি
    • আমন্ড অয়েল হাফ চা চামচ

    কীভাবে বানাবেন এবং ব্যবহার করবেন:

    তিনটি উপকরণ একসাথে মিক্স করে নিন এবং একটি খালি কৌটায় রাখুন। মিশ্রণটি ফ্রিজে রেখে দিন ২ ঘন্টা। ২ ঘন্টা পর দেখবেন মিশ্রণটি জমে লিপবামের মতো হয়ে গেছে।  এই মিশ্রন থেকে একটু খানি  আপনার রিং ফিংগারে নিয়ে ঠোঁটে ম্যাসাজ করে লাগিয়ে নিন। যখনই মনে হবে ঠোট ড্রাই হয়ে যাচ্ছে তখনই ব্যবহার করবেন।

    এবার আসি ঠোঁটের ট্রিটমেন্টে। শীতে আমাদের অনেকেরই ঠোঁটের ন্যাচারাল রঙ হারিয়ে যায়। ঠোঁট কালচে দেখতে লাগে।

    এই সমস্যার সমাধানের জন্য যা যা লাগবে :

    • বিটরুট। (বিটরুট না থাকলে তাজা লাল গোলাপের পাপড়ি ব্যবহার করতে পারবেন।)
    • কাঁচা হলুদ
    • গ্লিসারিন

    যেভাবে তৈরি করবেন এবং ব্যবহার করবেন:

    প্রথমে  বিটরুট এবং কাঁচা হলুদ গ্রেট করে নিন। এবার গ্রেট করা বিটরুট এবং হলুদ ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড হয়ে গেলে একটি ছাঁকনিতে জুসটা ছেঁকে নিন। এবার এই জুস এর মধ্যে ১ টেবিল চামচ গ্লিসারিন ভালোভাবে মিক্স করে নিন। এই মিশ্রণটি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে লাগিয়ে নিন। সকালে ঠোঁট ভেজা কাপড় দিয়ে মুছে নিন। এই মিশ্রনটি ফ্রিজে ৩ দিন ভালো থাকবে। এই ট্রিটমেন্টটি আপনার ঠোঁটের কালচে দাগ দূর করবে, ঠোঁটে একটা সুন্দর কালার নিয়ে আসবে এবং ঠোঁটকে নরম রাখবে। এটি ব্যবহার করে নিজেই নিজের ঠোঁটের তফাৎ বুঝতে পারবেন।

    এই তো ছিল শীতে ঠোঁটের যত্নের কিছু কথা। এই শীতে এভাবেই ঠোটের যত্ন নিয়ে ঠোঁট কে রক্ষা করতে পারবেন শীতের প্রকোপ থেকে।

    ছবি – ব্লগ ডট নেভার ডট কম

    লিখেছেন –  জান্নাতুল  মৌ

    3 I like it
    1 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort