চুল পড়া কমাতে ইভিনিং প্রিমরোজ অয়েল এর ৩ টি ব্যবহার!

চুল পড়া কমাতে ইভিনিং প্রিমরোজ অয়েল এর ৩ টি ব্যবহার!

ইভিনিং প্রিমরোজ অয়েল ব্যবহারে চুল পড়া কমে - shajgoj

আমাদের সবারই কম-বেশি চুল পড়ার অভিজ্ঞতা রয়েছে। অনেক ক্ষেত্রে চুল পড়ে যাওয়ার ব্যাপারটি ক্ষণস্থায়ী হলেও কিছু ক্ষেত্রে সেটা পার্মানেন্ট হয়ে দাঁড়ায়। অনেক সময় অনেক প্রসাধনী সামগ্রী ব্যবহার করেও এ থেকে মুক্তি পাওয়া যায় না। কিন্তু ইভিনিং প্রিমরোজ অয়েল-এ আছে এমন সব উপকারী উপাদান যার সাহায্যে চুল পড়া কমে যাওয়ার পাশাপাশি চুল হয়ে উঠে স্বাস্থ্যজ্জল, কোমল ঘন ও মজবুত। এতে রয়েছে  গামা-লিনোলোনিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং প্রচুর অ্যান্টি-অক্সিডেন্টস। এটি চুলের যে কোন ক্ষতি সারিয়ে তুলতে সক্ষম অল্প কয়েকদিনেই। তাহলে চলুন, চুলের যত্নে ইভিনিং প্রিমরোজ অয়েল এর ৩ টি ব্যবহার দেখে নেয়া যাক।

SHOP AT SHAJGOJ

    ১.কোকোনাট অয়েল এবং ইভিনিং প্রিমরোজ অয়েল

    আপনার প্রয়োজন হবে-

    • ২ চা চামচ নারকেল তেল
    • ২ টেবিল চামচ ইভিনিং প্রিমরোজ অয়েল

    পদ্ধতি-

    একটি বাটিতে দুটি তেল একসাথে মিশিয়ে নিন। এবার ৩০ সেকেন্ড এর মত তেলটি তাপ দিয়ে হালকা গরম করে নিন। তারপর ১৫ মিনিট যাবত মাথার স্ক্যাল্প-এ এবং সম্পূর্ণ চুলে ম্যাসাজ করতে থাকুন। ম্যাসেজ করা হয়ে গেলে ৩০ মিনিটের জন্য অপেক্ষা করুন তারপর  সালফেটবিহীন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন এবং কন্ডিশনার লাগিয়ে আবার ভালো করে ধুয়ে নিন। এটি সপ্তাহে ৩-৪ বার ব্যবহারে ভালো ফল পাবেন।

    চুল পড়া কমাতে কোকোনাট অয়েলের সাথে ইভিনিং প্রিমরোজ অয়েল কার্যকর - shajgoj.com

    অর্গানিক কোকোনাট অয়েল সবচেয়ে টেকসই একটি  তেল । এটা ইভনিং প্রিমরোজ অয়েলের সাথে যুক্ত হয়ে এর কার্যকারীতা আরো বহুগুণ বাড়িয়ে দেয়। এছাড়াও এটি অ্যান্টি-অক্সিডেন্টস-এর একটি সমৃদ্ধ উৎস যা চুলের যত্নে খুবই কার্যকর।

    ২. অলিভ অয়েল এবং ইভিনিং প্রিমরোজ অয়েল

    আপনার প্রয়োজন হবে-

    • ১ চা চামচ অলিভ অয়েল
    • ১  টেবিল চামচ ইভিনিং প্রিমরোজ অয়েল

    পদ্ধতি-

    একটি বাটিতে দুটি তেল একসাথে  ভালোভাবে মিশিয়ে নিন। এবার ৩০ সেকেন্ড তেলটি  তাপ দিয়ে হালকা গরম করে নিন। তারপর ১০-১৫ মিনিট যাবত মাথার তালুতে এবং সম্পূর্ণ চুলে ম্যাসাজ করতে থাকুন। ম্যাসাজ করা হয়ে গেলে ৩০ মিনিটের জন্য অপেক্ষা করুন। আপনি চাইলে সারারাত চুলে তেলটি রেখে দিতে পারেন। তারপর  সালফেটবিহীন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন এবং কন্ডিশনার লাগিয়ে আবার ভালো করে ধুয়ে নিন। এটি সপ্তাহে ৩-৪ বার ব্যবহার করুন ভালো ফল পাবার জন্য।

    চুল পড়া কমাতে অলিভ ও ইভিনিং প্রিমরোজ অয়েল - shajgoj.com

    অলিভ অয়েল একটি চমৎকার কন্ডিশনার এবং এটি খুব লাইট হয় যা চুলকে নরম শাইনি করে। এটি চুলের গোড়া শক্ত করে এবং চুল পড়ার হার বহুগুণ কমিয়ে দেয়।

    ৩. ক্যাস্টর অয়েল এবং ইভনিং প্রিমরোজ অয়েল

    আপনার প্রয়োজন হবে-

    পদ্ধতি-

    ক্যাস্টর অয়েল এবং প্রিমরোজ অয়েল একটি বাটিতে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর ৩০-৩৫ সেকেন্ড-এর মত হিট করুন। এবার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত তেল ম্যাসাজ করতে থাকুন প্রায় ১০-১৫ মিনিট যাবত। ম্যাসাজ করা হয়ে গেলে ৪৫-৫০ মিনিটের জন্য রেখে দিন। তারপর মাইল্ড কোন শ্যাম্পু এবং ভালো কন্ডিশনার ব্যবহার করে চুল ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন ।

    চুল পড়া বন্ধে ইভনিং প্রিমরোজ এবং ক্যাস্টর অয়েল - shajgoj.com

    ক্যাস্টর অয়েল বা রেড়ির তেল প্রাকৃতিক প্রোটিন সমৃদ্ধ যা চুলের  কেরাটিন পূরণ করতে সাহায্য করে আপনার চুলের মধ্যে ফাঁক কমিয়ে আনে অর্থাৎ চুল ঘন করে তুলতে সাহায্য করে। এতে আছে  ricinoleic এসিড যা চুলের গ্রোথ বাড়ায় এবং চুল ক্রমবর্ধমান হয়।

    তাহলে দেখলেন তো, একটি মাত্র তেল, কিন্তু তার কত গুণ! এ যেনো একের ভেতর সব! আর ইভিনিং প্রিমরোজ অয়েল-এর সাথে যদি অন্য কোন তেল মিশিয়ে ব্যবহার করা যায় তাহলে সেটা আরো ফলদায়ক হয়। তাই চুলের সব রকম ক্ষতি সারাতে এবং চুল পড়া কমাতে আজ থেকেই ব্যবহার করুন ইভিনিং প্রিমরোজ অয়েল।

     

    ছবি- ইভেনসি.ইউএস

    8 I like it
    2 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort