হেয়ার স্টাইলিং | চুলের ক্ষতির কারণ ও চুল মজবুত রাখার উপায়

হেয়ার স্টাইলিং | চুলের ক্ষতির কারণ ও চুল মজবুত রাখার উপায়

3456

চুলকে বলা হয়ে থাকে মানুষের সৌন্দর্যের একটি অপরিহার্য অংশ। এই চুলকে সুন্দর দেখাতে আমরা আজকাল অনেক রকম স্টাইলিং করে থাকি। ব্লো ড্রাই, আয়রন, রিবন্ডিং, চুল কালার… আজকাল স্টাইলিং এর জন্য আমরা কী না করি! কিন্তু ভেবে দেখুন তো! প্রতিনিয়ত হিট, কালার, কেমিক্যাল প্রোডাক্টস, সবই কিন্তু ক্ষণিকের জন্য আমাদের চুলকে সুন্দর দেখালেও দিন দিন চুলকে করে দিচ্ছে নিস্তেজ ও দুর্বল। চুলে থাকে কেরাটিনহাইড্রোজেন বন্ডস। যখন চুলে আমরা হিট অ্যাপ্লাই করি স্টাইলিং-এর জন্য, তা চুলের প্রোটিন ও হাইড্রোজেন বন্ড-গুলোকে ভেঙ্গে ফেলে এবং এটিই মূলত প্রধান কারণ চুলের ন্যাচারাল অয়েল ও প্রোটিন নষ্ট হওয়ার পেছনে। যার পরবর্তী ফল হিসেবে আমরা পাই চুল-পড়া, চুলের আগা ফেটে যাওয়া, ড্রাই হয়ে যাওয়া। কিন্তু তাই বলে আমরা স্টাইলিং টুলস ফেলেতো দিতে পারি না। বিভিন্ন অনুষ্ঠানে, বিয়েতে বা একটু নতুন লুক-এর জন্য স্টাইলিং লাগবেই। কিন্তু চুলের সঠিক যত্ন নিয়ে আমরা চুলকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি। চলুন দেখে নেই কিভাবে বাসায় বানিয়ে ফেলতে পারবেন উপকারী কিছু হেয়ার প্যাকস!

হেয়ার স্টাইলিং ও চুল মজবুত রাখার উপায়

১) হট অয়েল ট্রিটমেন্ট

 

বাসায় নারিকেল তেল সবারই থাকে। তেল গরম করে চুলে ম্যাসাজ করা খুবই উপকারী একটা পদ্ধতি চুলকে কোমল ও মসৃণ করার জন্য। প্যারাসুট অ্যাডভান্সড এনরিচড কোকোনাট হেয়ার অয়েল একটি খুবই ভালো অপশন হতে পারে। এটি পুরোপুরি খাঁটি নারকেল তেল যা চুলে পুষ্টি জুগিয়ে চুলকে করবে মজবুত ও স্বাস্থ্যবান। আপনার চুলের জন্য যতটুক প্রয়োজন ততটুক তেল নিয়ে অল্প গরম করে নিন। এবার পুরো চুলে আঙ্গুলের ডগা দিয়ে ম্যাসাজ করুন। সারারাত রেখে পরের দিন শ্যাম্পু করে ফেলুন।

২) নারকেল তেল ও আমন্ড মিল্কের মাস্ক

 

এই প্যাকটির জন্য ৩টেবিল চামচ প্যারাসুট অ্যাডভান্সড কোকোনাট হেয়ার অয়েল, ৩-৪ টেবিল চামচ আলমন্ড দুধ, একটি ডিমের সাদা অংশ নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর পুরো চুলে লাগিয়ে ১-২ ঘণ্টা রেখে দিন। এবার পছন্দমত শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

৩) হেয়ার স্টাইলিং এর জন্য মেয়নেজ হেয়ার মাস্ক

 

মেয়নেজ চুলকে ঝকঝকে, মসৃণ ও হাইড্রেটেড রাখতে সাহায্য করে। খাবারের পাশাপাশি আমরা এটিকে দারুণ একটি হেয়ার মাস্ক হিসেবে কাজ করতে পারে। একটি বাটিতে ২ টেবিল চামচ পরিমাণ মেয়নেজ নিয়ে তাতে অল্প পরিমাণ প্যারাসুট অ্যাডভান্সড কোকোনাট হেয়ার অয়েল দিয়ে মিক্স করে নিন। তারপর তা পুরো চুলে দিয়ে রেখে দিন ১ ঘণ্টার মত। এরপর শ্যাম্পু করে ফেলুন।

৪) কলা ও মধুর হেয়ার মাস্ক

 

এই হেয়ার মাস্কটি হিট স্টাইলিং টুলস ব্যবহারের ফলে নষ্ট হয়ে যাওয়া চুলের জন্য বেশ উপকারী একটি মাস্ক। কলা চুলের মসৃণতা ও কোমল ভাব ফিরিয়ে আনতে সাহায্য করে। একটি বাটিতে একটি কলা, ২-৩ টেবিল চামচ মধু ও ২ টেবিল চামচ পরিমান প্যারাসুট অ্যাডভান্সড কোকোনাট হেয়ার অয়েল নিয়ে ভালোভাবে চটকে নিন। রেখে দিন ১ ঘণ্টার মত। তারপর বরাবরের মত শ্যাম্পু!

ব্যস! এই কয়েকটি খুবই সহজ ঘরে বানানো হেয়ার মাস্ক আপনার চুলকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারে। নিয়মিত ব্যবহার চুলকে করবে আবারো স্বাস্থ্যজ্জল।

আপনি যদি চুলের যত্নে অথেনটিক প্রোডাক্ট চান, তাহলে তা সংগ্রহ করতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে আর যদি নিজে গিয়ে কিনতে চান তবে সাজগোজের দুটি ফিজিক্যাল শপে গিয়েও কিনতে পারেন যা যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ারে অবস্থিত।

SHOP AT SHAJGOJ

    ছবি- পিন্টারেস্ট.কম

    14 I like it
    1 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort