৪টি স্কিন টাইটেনিং মাস্ক ঝুলে পড়া ত্বককে করবে টানটান!

৪টি স্কিন টাইটেনিং মাস্ক ঝুলে পড়া ত্বককে করবে টানটান!

স্কিন টাইটেনিং মাস্ক ব্যবহার - shajgoj.com

ওজন হারানো, গর্ভাবস্থা বা বয়সজনিত কারণে আমাদের মুখের চামড়ার স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে তা ঝুলে পড়তে পারে। তবে বেশির ভাগের ক্ষেত্রে দেখা যায় বয়স বেড়ে যাওয়ার কারণেই ত্বক ঝুলে পড়ছে। ত্বকের ইলাস্টিসিটি লস হওয়া প্রকৃতির স্বাভাবিক নিয়ম। এটি এজিং এর সাইন। একে ইলাসটোসিস বলা হয়। এর থেকে স্থায়ী ভাবে পরিত্রাণের উপায় নেই। কিন্তু ত্বকের নিয়মিত যত্ন নিয়ে ত্বকের ভাঁজ পড়ার প্রক্রিয়াটিকে একটু দেরি করানো যায়। এই কাজটি করতেই আজ আপনাদের ৪টি স্কিন টাইটেনিং মাস্ক নিয়ে জানাবো। তার পূর্বে কিছু কারণ আছে যার কারণে স্কিন তার ইলাস্টিসিটি লুজ করে সেগুলো জেনে নেই…

  • স্ট্রেস

অনেক বেশি স্ট্রেসের কারণে হরমোনাল ইমব্যালেন্স দেখা দেয়, যার প্রভাব ত্বক এবং শরীরের ওপর পড়ে। হরমোনাল ইমব্যালেন্সের কারণে প্রোটিন রিডাকশন হতে থাকে, আর এটিই ত্বকের ইলাস্টিসিটির জন্য দায়ী।

  •  U.V রেডিয়েশন

এই ক্ষতিকারক রেডিয়েশন ত্বকের অনেক সমস্যার জন্য দায়ী। যেমন ট্যানিং, রিঙ্কেল , ইলাস্টিসিটি লুজ।

  •  ডায়েট

অনেক বেশি চিনি খেলে মুখের ত্বক ঝুলে পড়ে। অস্বাস্থ্যকর খাবার ত্বকের অনেক অসুস্থতার কারণ। তার মধ্যে ইলাস্টিসিটি হারানো একটি।

অনেকেই পার্লারে স্কিন টাইটেনিং ফেসিয়ালের নাম শুনেছেন কিন্তু হয়ত বুঝে পান না কী এমন জাদু দিয়ে তারা আপনার ঝুলে পড়া ত্বককে টানটান করে তুলছে। চলুন তাহলে দেখে আসি সেই জাদুর ছোঁয়া।

পূর্ববর্তী ফেসিয়ালের সম্পর্কিত সবগুলো আর্টিকেলে হয়ত লক্ষ্য করেছেন ফেসিয়ালের সাধারণত ৩টি ধাপ থাকে ক্লিঞ্জিং, স্ক্রাবিং এবং সবশেষে মাস্ক লাগানো। তাই প্রথমে একটি কটন বল দুধে ডুবিয়ে পুরো মুখে বুলিয়ে নেবেন এতে আপনার মুখের সব ময়লা চলে আসবে কটন বলে। তবে যতক্ষণ না একটি ময়লা মুক্ত তুলার পিণ্ড পাচ্ছেন ততক্ষণ এই প্রক্রিয়া চালাতে থাকুন। এরপর আমরা সবাই জানি স্ক্রাবিং এর ফলে আমাদের ত্বকের মরা কোষ ঝরে যায়। এর সাথে যদি ত্বক ঝুলে পড়া থেকে রক্ষা পাওয়ার জন্য কোন উপাদান মেলানো যায় তাহলে তো সোনায় সোহাগা। এক টেবিল চামচ অলিভ অয়েল, ১/৩ চা চামচ কফি, ১ চা চামচ মধু এক সাথে মিশিয়ে একটি স্ক্রাব তৈরি করে সার্কুলার মুভমেন্টে মুখ ম্যাসেজ করুন ৫ মিনিট। তারপর পানির ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন। এখন আমি কয়েক ধরনের মাস্কের কথা বলবো কেননা সব উপাদান সবার মুখে স্যুট করে না উপরন্তু সব উপাদান সব সময় হাতের কাছে পাওয়া যায় না।

৪টি স্কিন টাইটেনিং মাস্ক

১. জেলাটিন মাস্ক

এটি সব ধরনের ত্বকের জন্য উপযোগী। এক প্যাকেট জেলাটিনের সঙ্গে ৩ চামচ কমলার রস ও লেবুর রস মিশিয়ে চুলায় জ্বাল দিন জেলাটিন গলে যাওয়া পর্যন্ত। একটু ঠাণ্ডা হতে দিন মিশ্রণটিকে তারপর মুখে অ্যাপ্লাই করুন। জেলাটিন ত্বককে যেমন নরম করে তেমনি শুকিয়ে যাওয়ার পর টানটানে ভাব বজায় রাখে।

SHOP AT SHAJGOJ

    ২. বাঁধাকপি ও চালের গুঁড়ার মাস্ক

    ২-৩টি বাঁধাকপির পাতা ভালো করে বেটে নিন এর সাথে ২ টেবিল চামচ চালের গুঁড়া ও কয়েক ফোঁটা বাদাম /অলিভ অয়েল মিশিয়ে নিন। তারপর মুখে, গলায় লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। যদি আপনার অয়েলি ত্বক হয়ে থাকে তবে তেলের বদলে ডিমের সাদা অংশ মিশিয়ে নিন।

    ৩. অরেঞ্জ মাস্ক

    আপনার যদি তৈলাক্ত অথবা কম্বিনেশন ত্বক হয়ে থাকে তবে আপনি ক্লিনজিং এবং এক্সফলিয়েসনের পর এই মাস্কটি ব্যবহার করতে পারেন। ১ চামচ কমলার খোসা চূর্ণের সাথে ১ চামচ বেসন, এক চিমটি হলুদ, এক চামচ গুঁড়ো দুধ, এক চামচ গোলাপ জল সব একসাথে মিশিয়ে স্মুদ পেস্ট তৈরি করুন। তারপর এটি মুখে গলায় লাগিয়ে রাখুন ২০-৩০ মিনিট। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই মাস্কটি আপনার ত্বককে টাইট করবে, ফেস হোয়াইটিং এর কাজও করবে।

    ৪. এগ মাস্ক

    একটি ডিমের কুসুম ভালো করে ফেটিয়ে নিন। এর সাথে দুই টেবিল চামচ ওট মিল, এক চা চামচ বাদামের তেল, এক চা চামচ কমলার রস মিশান। পরিষ্কার মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি হল ন্যাচারাল উপায়ে ত্বক টানটান রাখার আরেকটি রেমিডি।

    ৪টি স্কিন টাইটেনিং মাস্ক নিয়ে তো জানলেন। এবার চলুন জেনে নেওয়া যাক ঝুলে পড়া ত্বককে টানটান করতে কিছু কার্যকর টিপস।

    ঝুলে পড়া ত্বককে টানটান করতে ৮টি টিপস

    ০১. ভিটামিন ই এবং সি যুক্ত খাবার বেশি করে খাবেন। এগুলো ত্বক টাইটেনিং এর জন্য উপকারী। যেমন কমলা, মিষ্টি আলু, গাজর, জাম্বুরা ইত্যাদি।

    ০২. বাইরে যাবার আগে অবশ্যই সানস্ক্রিন লাগাবেন।

    ০৩. প্রচুর পরিমাণে পানি খাবেন। পানি ত্বকের সেলে আর্দ্রতা যোগায় আর ইলাস্টিসিটি ইমপ্রুভ করে।

    ০৪. প্রোটিন গ্রহণ করবেন নিয়মিত। এটি আমাদের ত্বকের কোলাজেন আর টাইটেনিং এর জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। প্রতিদিন আপনার খাদ্য তালিকায় মাছ ও বাদাম রাখুন।

    ০৫. প্রতিদিন ৩০ মিনিটের ব্যায়াম আপনার ত্বকের ঝুলে যাওয়া রোধ করে আর এটি তো আর বলার অপেক্ষা রাখে না যে ব্যায়াম আমাদের শরীরের সব organ এর সুস্থতার জন্য উপকারী।

    ০৬. খুব প্রয়োজন না হলে গরম পানি দিয়ে গোসল করবেন না। কেননা গরম পানি চামড়া শুষ্ক করে দেয়।

    ০৭. প্রমাণিত হয়েছে পালং শাক, ডিমের কুসুম, অ্যান্টি –অক্সিডেন্ট যুক্ত খাবার ত্বকের ইলাস্টিসিটির সমস্যা ২০ ভাগ পর্যন্ত কমিয়ে দেয়।

    ০৮. মাছের তেল যুক্ত ক্যাপসুল যদি প্রতিদিন গ্রহণ করা যায় তবে আপনার হার্ট তো ভালো থাকবেই সেই সঙ্গে টানটানে ত্বক রক্ষার জন্য অনেক উপকারী হবে।

    সব শেষে কথা দিয়ে গেলাম যদি বয়স বেড়ে যাওয়ার কারণে ত্বকের টানটান ভাব হারিয়ে ফেলেন তাহলে উপরের ফেসিয়ালটি করে দেখুন অবশ্যই উপকার পাবেন। এর সঙ্গে আমি আরেকটি কথা যোগ করতে চাইব যে যদি অতিরিক্ত ওজন কমার কারণে বা বয়সজনিত সমস্যা ছাড়া অন্য কোন কারণে ত্বক ঝুলে পড়ে তবে চেষ্টা করুন ফেসিয়াল নয় বরং ব্যায়াম এবং খাদ্যাভ্যাসের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে। এই তো গেলো ত্বককে টানটান করবে তার ঘরোয়া কিছু সমাধান ও টিপস। এবার চলুন শপ সাজগোজ এর ৪টি স্কিন উপকারী প্রডাক্টস দেখে নেই…

    SHOP AT SHAJGOJ

      ছবি – সংগৃহীতঃ ইমেজেসবাজার.কম

      2 I like it
      0 I don't like it
      পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

      escort bayan adapazarı Eskişehir bayan escort