স্পেশাল মুহূর্তগুলোকে আরো স্পেশাল করে তুলতে আমরা সবসময় পছন্দ করি। নানা ধরণের আয়োজনে স্পেশাল দিনটিকে আরো স্পেশাল করার জন্য আমাদের থাকে নানা প্রয়াস। এতসব আয়োজনে আমরা খুব সহজেই দিনটিকে স্বরনীয় করে রাখতে দিতে পারি গিফট কার্ড, আর তা যদি হয় নিজের বানানো তাহলেতো কথাই নেই। এই ধরণের একটি সুন্দর কার্ড হলো স্যুট গ্রিটিং কার্ড, যা আপনি খুব সহজেই হাতের নাগালেই পাওয়া যায় এমন সব জিনিস দিয়ে বানিয়ে ফেলতে পারেন।
যা লাগবে
- পেপার
- রুলার
- কাঁচি
- সুই
- সুতা
- আইকা
- প্রয়োজনীয় অরনামেন্টস – বাটন, রিবন ইত্যাদি।
১. প্রথমে দুই টুকরা কার্ড পেপার নিয়ে এভাবে ভাজ করে নিতে হবে।
২. এরপর সাদা পেপারটি দেখানো ভাবে ভাজ করে নিয়ে নীল পেপারের ভিতরে দিয়ে দিতে হবে।
৩. টাই দিতে চাইলে পছন্দের কালারের রিবন পরিমাপমত কেটে যেভাবে দেখানো হয়েছে সেভাবে আইকা দিয়ে আটকে দিতে হবে।
[picture]
৪. রিবন দিয়ে এবার নিজের ইচ্ছামত ডিজাইন করে নিন।
হয়ে গেল আপনার শুভেচ্ছা কার্ডটি, এখানে আপনি নিজের পছন্দমত কালার ও অরনামেন্টস দিয়ে সাজিয়ে নিতে পারেন কার্ডটি।
ছবি আইসিপ্যান্ডাহল.কম
লিখেছেন – সারাহ