মেক-আপের পাঁচটি বড় ভুল - Shajgoj

মেক-আপের পাঁচটি বড় ভুল

jordana9.us

নিজের ন্যাচারাল লুককেই আর একটু সুন্দরভাবে উপস্থাপন করাটাই হচ্ছে মেক-আপের সবচেয়ে বড় সার্থকতা। এখন চলছে ন্যাচারাল মেক-আপের যুগ। Foundation ছেড়ে সবাই এখন হাত বাড়াচ্ছেন বিবি ক্রিম বা সিসি ক্রিমের দিকে। এখনকার সময়টা নিজের সৌন্দর্যকে মেকাপ দিয়ে ঢেকে ফেলার সময় নয়, বরং নিজের সৌন্দর্য নিয়ে গর্বিত হবার সময়। কিন্তু আপনি কি এখনও প্যানকেক আর Smokey  eyes এর সময় সাপেক্ষ মায়াজাল থেকে বেরিয়ে আসতে পারেননি ? তবে আজকের লেখাটি আপনারই জন্য।

এখানে আজ মেকাপের এমন কিছু ভুল নিয়ে কথা বলব যেগুলো আমাদের দেশের নারীরা প্রায়ই করে থাকেন। বিশেষত যখন পার্টি মেকাপে কেউ বিগিনার হন। বিখ্যাত মেকাপ আর্টিস্টদের এই টিপস গুলো তাদেরই জন্য। এখানে আমি ছবির মাধ্যমে এই ভুল গুলো এবং এর সাথে সাথে সঠিক পদ্ধতি বোঝাবার চেষ্টা করেছি। পার্টি মেকাপ যদি নিজে করেন তবে তো এগুলো মনে রাখবেনই, পার্লারে মেকাপ নেবার সময়ও খেয়াল রাখুন আপনার অজান্তেই মেকাপের এই বেহাল দশা হচ্ছে নাতো ?

Sale • Eye Makeup Remover, Skin cafe, Foundation

    [picture]

    (১)  Foundation স্কিনটোনের সাথে ম্যাচ না করা:

    এটা আমাদের দেশের নারীদের সবচেয়ে বড় ভুল। আপনার foundation  যদি ত্বকের সাথে ম্যাচ না করে তবে আপনার মুখ, হাত পা বা গলার ত্বকের সাথে মিলবে না। এমনটা যেন না হয়ে সেজন্য foundation ন্যাচারাল লাইটে স্কিনের সাথে মিলিয়ে কিনুন। হাতের ত্বকে নয়, মুখের ত্বকের সাথে মিলান এবং foundation oxidize হচ্ছে কিনা সেদিকে নজর রাখুন।

    pic1

    (২) আন্ডার আই কনসিলার বেশি হালকা হয়ে যাওয়া:

    অনেকে এমন শেডের কনসিলার ব্যবহার করেন যাতে চোখের নিচের ডার্ক সার্কেল ঢেকে যাবার বদলে আরও বেশি খারাপভাবে বোঝা যায়। ছবি দেখে বুঝে নিন আমি কেন এমনটা বলছি। এটা ঠিক যে কনসিলার সব সময় এক শেড হালকা হতে হয়, কিন্তু সাবধান থাকুন যেন এমন টা না হয়। সব সময় কনসিলার মুখের অন্য অংশের সাথে মিলিয়ে ব্যবহার করুন। মেকাপের মাধ্যমে ত্বকের ছোট ক্ষুত গুলো ঢাকার বদলে যদি মেকাপের আধিক্যই আরও বেশি বোঝা যায়ে তাহলে কী লাভ বলুন?

    pic 2

    (৩) Foundation মুখের নিচে, গলায় ও কলার বোনে না মেশানো:

    মুখের মেকাপ শেষ করেই আপনি খুশি। গলায় তো আর দাগ ছোপ নেই ওখানে মেকাপ করব কেন? এই ছোট ভুলটার জন্য আপনার কষ্টের মেকাপ দেখাতে পারে নিচের ছবিটির মত। মুখ ও গলা, ঘাড়ের স্কিন টোন আলাদা হয় যা মেকাপে আরও বেশি বোঝা যায়। সুতরাং গলা ও exposed কলারবোন কখনোই ignore করবেন না। বরং ঘাড়ে বা গলায় যদি কোন দাগ বা ব্রণ থা্কে সেখানেও কন্সিলার ব্যবহার করতে ভুলবেন না।

    pic3

    (৪) হালের সব trend একসাথে ফলো করার চেষ্টা:

    মেকাপের গোল্ডেন রুল মনে রাখুন, যদি চোখের মেকাপ ভারী হয়, ঠোঁট হালকা এবং ঠোঁটের মেকাপ উজ্জ্বল হলে চোখের মেকাপ হালকা হবে। আপনি কি একই সাথে চোখে স্মোকি আই মেকাপ ও ঠোঁটে হালের ফ্যাশন উজ্জ্বল লিপস্টিক ব্যবহার করেছেন? আপনার পুরো লুক কে জবরজং করে তোলার জন্য এটুকুই যথেষ্ট। আপনার পছন্দের ও আপনাকে মানায় এমন যেকোনো একটি বোল্ড trend ফলো করুন। সব একত্রে নয়। colored contact lens পরেছেন? চোখের মেকাপ টা একটু জমকালো করবেন ভাবছেন? তাহলে উজ্জ্বল lipstick টা তুলে রাখুন।

    pic4

    (৫) Contouring এর পর Bronzer এবং Blush ঠিকভাবে ব্লেন্ড না করা:

    ন্যাচারাল মেকাপের এই যুগে হেভি contouring অচল। এখন চলছে শেডিং এর যুগ। bronzer ব্যবহার করে হালকাভাবে মেকাপের সাথে মিলিয়ে দিন। যাতে contouring অস্বাভাবিক মনে না হয়। আপনার মনে হতে পারে যে বেশি contouring করলে আপনাকে হয়ত আরও glamorous দেখাবে আর চিকবোন আরও ভালোভাবে ফুটে উঠবে। একারণেই glamorous মেকাপে এই ভুলটি অনেকেই করেন। মেকাপের মাধ্যমে অন্য কেউ হবার চেষ্টা করবেন না। হেভি contouring আর শেডিং এর ব্যাবধান নিজেই দেখে নিন। কোনটা ভালো লাগছে?

    pic5

    ছবি- জর্ডানানাইন.ইউএস

    লিখেছেন –  তাবাসসুম মুশতারী মীম

    9 I like it
    1 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort