রুপচর্চায় চন্দন কাঠের ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে। শুধুমাত্র এই উপমহাদেশেই নয় এমনকি পুরো বিশ্বে এটি ব্যবহার করা হয় ত্বকের যে কোন সমস্যা সমাধানে। মিশরীয়রা চন্দন ব্যবহার করত নানা রকম মেডিসিন তৈরি করতে এবং মিশরীয় নারীরা চন্দনকে তাদের প্রাত্যহিক রুপচর্চার অংশ মনে করতো। সারা বিশ্বে চন্দন, সাবান ও বিভিন্ন সুগন্ধি জাতীয় পন্য তৈরিতে ব্যবহৃত হয় বলে এর কদর অনেক। তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম চন্দনের তৈরি ৫ টি প্যাক। এই প্যাক-গুলো সব ধরনের ত্বকের জন্য উপযোগী এবং ত্বকের জেল্লা বাড়াতে খুব কার্যকরী। তাহলে চলুন প্যাক-গুলো দেখে নেয়া যাক।
[picture]
১. চন্দন এবং দুধের ফেইস প্যাক
প্যাক-টি তৈরিতে যা যা লাগবে-
- চন্দনের তেল
- ১ টেবিল চামচ পাউডার দুধ
- গোলাপ জল
যেভাবে তৈরি এবং ব্যবহার করবেন-
একটি বোলে পাউডার দুধ নিয়ে তাতে কয়েক ফোঁটা চন্দনের তেল যোগ করুন। তারপর এতে পরিমাণমত গোলাপ জল মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। এবারে প্যাক-টি মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে রাখুন ২০-২৫ মিনিট। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ও ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
এটি শুষ্ক ত্বকের জন্য উপকারী। এটি ত্বকের Ph ব্যালেন্স ঠিক রাখে। সর্বোত্তম ফলাফল পেতে সপ্তাহে তিন বার ব্যবহার করুন।
২. চন্দন, নারকেল এবং বাদাম তেলের ফেইস প্যাক
প্যাক-টি তৈরিতে যা যা লাগবে-
- ১ চা চামচ চন্দন গুঁড়া
- ১/৪ চা চামচ নারকেল তেল
- ১/৪ চা চামচ বাদাম তেল
- গোলাপ জল
যেভাবে তৈরি এবং ব্যবহার করবেন-
চন্দনের গুঁড়ার সাথে কয়েক ফোঁটা করে নারকেল ও বাদাম তেল যোগ করুন। এবার মসৃণ পেস্ট তৈরি করার জন এর সাথে গোলাপ জল মিশিয়ে নিন। পেস্ট তৈরি হয়ে গেলে এটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিটের জন্য অপেক্ষা করুন। ভালোভাবে শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এই প্যাক-টি তৈলাক্ত ত্বকের জন্য খুব উপকারী কারণ এটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়। ভালো রেজাল্ট পেতে সপ্তাহে ২ বার ইউজ করুন।
৩. চন্দন, টমেটোর রস এবং মুলতানি মাটির ফেইস প্যাক
প্যাক-টি তৈরিতে যা যা লাগবে-
- ১/২ চা চামচ চন্দন পাউডার
- ১/২ চা চামচ টমেটোর রস
- ১/২ চা চামচ মুলতানি মাটি
- গোলাপ জল
প্যাক-টি যেভাবে তৈরি এবং ব্যবহার করবেন-
চন্দন পাউডারের সাথে টমেটোর রস এবং মুলতানি মাটি ভালো ভাবে মিশিয়ে নিন। তারপর এর সাথে অল্প অল্প করে গোলাপ জল যোগ করে পেস্ট বানিয়ে নিন। এবারে এই প্যাকটি আপনার মুখে লাগিয়ে রাখুন প্রায় ৩০ মিনিট। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এই প্যাক-টি ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয় এবং ভেতর থেকে ত্বকের ময়লা দূর করে ত্বককে খুব অল্প সময়ে উজ্জ্বল করে তোলে। তৈলাক্ত ত্বকের জন্য এই প্যাক-টি বিশেষ উপকারী।
৪. চন্দন ও কমলার খোসার ফেইস প্যাক
প্যাকটি তৈরিতে যা যা লাগবে-
- ১ চা চামচ চন্দন পাউডার
- ১ চা চামচ কমলার খোসার পাউডার
- ১.৫ চা চামচ গোলাপ জল
প্যাক-টি যেভাবে তৈরি ও ব্যবহার করবেন-
চন্দন পাউডার, কমলার খোসার পাউডার ও গোলাপ জল একসাথে একটি পেয়ালায় নিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করে নিন। এবার এই প্যাকটি আপনার মুখে লাগিয়ে ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। তারপর ভালোভাবে শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন এবং ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
এই প্যাক-টি ত্বকের এক্সেস তেল দূর করে এবং ত্বককে মসৃণ করে তোলে অল্প কয়েকদিনেই।
৫. চন্দন, লেবু এবং মুলতানি মাটির ফেইস প্যাক
প্যাকটি তৈরি করতে যা যা লাগবে-
- ২ চা চামচ মুলতানি মাটি
- ২ চা চামচ চন্দন পাউডার
- ১ চা চামচ লেবুর রস
- ১ চা চামচ গোলাপ জল
প্যাকটি যেভাবে তৈরি ও ব্যবহার করবেন-
প্রথমে মুলতানি মাটি এবং চন্দন পাউডার মিশিয়ে নিন। এবার এর সাথে যোগ করুন লেবুর রস ও গোলাপ জল তারপর সবকিছু ভালো করে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এবার এটি আপনার মুখে ও গলায় লাগিয়ে রাখুন ২০-৩০ মিনিট। ভালোমতো শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
এই প্যাক-টি ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে এবং ত্বককে আরো যৌবনদীপ্ত করে তোলে। ভালো ফলাফল পেতে প্যাক-টি প্রতিদিন ব্যবহার করুন। এটি সব ধরনের ত্বকের জন্য উপযোগী।
চন্দন হলো এমন একটি সৌন্দর্য উপাদান যা সব ধরনের ত্বকের জন্য উপযোগী। এটি ত্বকের যে কোন সমস্যা খুব সহজেই সারিয়ে তুলতে পারে খুব কম সময়েই। আপনার ত্বকের সাথে মানিয়ে উপরের প্যাক-গুলোর যে কোন একটি ব্যবহার করা শুরু করুন আজে থেকেই আর খুব দ্রুতই ত্বকের জেল্লা বাড়িয়ে তুলুন।
ছবি- সাটারস্টক, ইন্ডিয়ামার্ট.কম, পিন্টারেস্ট.কম