ত্বকের যত্নে ফুলের তৈরি ৫ টি প্যাক - Shajgoj

ত্বকের যত্নে ফুলের তৈরি ৫ টি প্যাক

ff

আমরা রূপচর্চায় বিভিন্ন ফলের ব্যবহার করে থাকি। এছাড়াও ফ্রুট ফেসিয়াল-টা তো খুবই পরিচিত আমাদের কাছে। ফল দিয়ে রূপচর্চাতো অনেক হলো এবার রূপচর্চায় ফুলের ব্যবহার করলে কেমন হয়? আপনি কি জানেন অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট ফুল দিয়ে তৈরি হয়? এর কারণ হলো, ফুলে আছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট, খনিজ এবং ভিটামিন। আর এগুলো আপনার ত্বকের জন্য খুবই উপকারী। তাহলে চলুন বিভিন্ন ফুলের তৈরি ৫ টি প্যাক দেখে নেই।

১. রোজ পাউডার এবং ময়দার প্যাক

এই প্যাকটি আপনার ত্বকের আদ্রতা বজায় রাখার পাশাপাশি ত্বককে নরম করবে এবং ত্বকে এনে দেবে গোলাপি আভা।

Sale • Day/Night Cream, Face Wash, Day Cream

    প্যাক-টি তৈরির জন্য যা যা লাগবে-

    • ২ টেবিল চামচ গোলাপের পাপড়ি গুঁড়ো ( গোলাপ শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে)
    • ১ টেবিল চামচ ময়দা এবং
    • ২ টেবিল চামচ কাচা দুধ

    সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ১-২ বার ব্যবহার করতে পারেন।

    ২. জবা ফুল ও মুলতানি মাটির প্যাক

    জবা সব ধরনের ত্বকের জন্য উপকারী। এটি ত্বকের তারুণ্য ধরে রাখে এবং ত্বকের যে কোন ক্ষতি সারিয়ে তোলে।

    প্যাক-টি তৈরিতে যা যা লাগবে-

    • একটি জবা ফুলের পাপড়ি ( বেটে পেস্ট করে নিতে হবে)
    • ২ টেবিল চামচ মুলতানি মাটি এবং
    • ১ টেবিল চামচ টকদই

    সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন শুকিয়ে যাওয়া পর্যন্ত। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ বার ব্যবহারে দারুণ উপকার পাবেন।

    ৩. গাঁদা ফুল ও লেবুর প্যাক

    গাঁদা ফুল ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ও ত্বকের লাবণ্যতা বাড়িয়ে তোলে। আর লেবুর রসের কথাতো আমরা সবাই জানি যে এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কতটা উপকারী এবং ত্বকের বার্ধক্য দূর করতে এর জুড়ি নেই।

    প্যাক-টি তৈরিতে যা যা লাগবে-

    • একটি বড় গাঁদা ফুলের পাপড়ি ( বেটে পেস্ট করে নিতে হবে)
    • ৩ টেবিল চামচ কাঁচা দুধ
    • ১ টেবিল চামচ মধু
    • ২ টেবিল চামচ লেবুর রস

    সবকিছু ভালভাবে মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন, তারপর শুকিয়ে গেলে আলতো ভাবে ধুয়ে ফেলুন। ভালো ফলাফল এর জন্য সপ্তাহে ১/২ বার ব্যবহার করুন।

    ৪. লোটাস  ও কাঁচা দুধের প্যাক

    পদ্মফুল আপনার ত্বকে ভিটামিন এবং খনিজ পদার্থের জোগান দেয় তাই এটি সংবেদনশীল ত্বকের জন্য চমৎকার। ত্বককে রিপেয়ার করতে এবং ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পদ্মফুল অসাধারণ কাজ করে।

    প্যাক টি তৈরি করতে যা যা লাগবে-

    • একটি  লোটাসের ৫- ৬ টি পাপড়ি ( পেস্ট করে নেয়া)
    • ৫ টেবিল চামচ কাঁচা দুধ
    • বাদাম তেলের কয়েক ড্রপ

    সবকিছু মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। তারপর শুকিয়ে গেলে ভালোভাবে ধুয়ে ফেলুন।

    ৫. গোলাপ ও চন্দনের প্যাক

    গোলাপ এবং চন্দন দুটোই রুক্ষ এবং ডাল স্কিনের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সমানভাবে সুপরিচিত। এই প্যাক টি অয়েলি স্কিন এর জন্য বেশি কার্যকরী তবে মোটামুটি সব ধরনের ত্বকেই ব্যবহার উপযোগী।

    প্যাক-টি তৈরিতে যা যা লাগবে-

    • ২ টেবিল চামচ চন্দনের গুঁড়ো
    • ১ টেবিল চামচ মধু
    • একটি গোলাপের পাপড়ি ( পানিতে সিদ্ধ করে নিতে হবে)

    এই সবকিছু ভালোভাবে মিশিয়ে পেস্ট করে নিতে হবে। ত্বকে এপ্লাই করে ২০-২৫ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। গোলাপি আভা পাওয়ার জন্য সপ্তাহে কমপক্ষে ২ বার ব্যবহার করুন

    উপরের প্যাকগুলোর সবগুলোই যে আপনার ব্যবহার করতে হবে এমনটা নয়। আপনি এখান থেকে যে কোন একটি বেছে নিতে পারেন। তাহলে আজই ট্রাই করে দেখুন যে কোন একটি প্যাক, ফলাফল আপনি নিজেই টের পাবেন।

    লিখেছেন- নাইমা আক্তার

    ছবিঃ সাটারস্টক

    12 I like it
    1 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort