ত্বকের যত্নে আলু | ব্ল্যাক হেডস, ব্রণ, বলিরেখা সহ ৫টি প্রবলেম দূর হবে সহজে!

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

আলু দিয়ে ত্বকের যত্নে উজ্জ্বল স্কিন - shajgoj

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু আপনি জানেন কি ত্বকের যত্নে আলু কতটা কার্যকর? প্রচুর পরিমাণের  প্রোট্রিন, ভিটামিন এবং মিনারেল থাকায় নারীদের ত্বকের যত্নে আলু হতে পারে অপরিহার্য উপাদান। ত্বকের ব্রণ থেকে শুরু করে ব্ল্যাক হেডস পর্যন্ত সবকিছু দূর হবে এই আলু দিয়ে।

ত্বকের সমস্যায় আলু - shajgoj.com

ভিটামিন সি, ভিটামিন বি-এর অন্যতম উৎস হলো আলু। ভিটামিন সি ত্বকের কোলাজেন বৃদ্ধি করে যা তাপ, সূর্যের আলোর কারণে সৃষ্টি হওয়া কালো দাগ দূর করে দেয়। ভিটামিন বি ত্বকের কোষ ট্রান্সফরমেশন করে ত্বকের কালো দাগ এবং পিম্পলের দাগ দূর করে থাকে।

এখন চলুন, ত্বকের যত্নে আলু  কিভাবে ব্যবহার করা যায় তা এক নজরে দেখে নেওয়া যাক!

১) ব্রণ এবং ব্রণের দাগ দূর করতে

আলুতে দূর হবে মুখের ব্রণ এবং ব্রণের দাগ - shajgoj.com

ব্রণের সমস্যায় কমবেশি সবারই ভোগার অভিজ্ঞতা আছে। আর একটা আলু করে দিতে পারে এই তিক্ত ভোগান্তির অবসান।

যা যা লাগবে

  • ১টি আলু
  • ১টি পাতলা কাপড়

যেভাবে ব্যবহার করবেন

(১) আলু পানি ধুয়ে পরিষ্কার করে  চামড়া ছিলে নিন।

(২) একটি পাত্রে আলু কুচি করুন। কুচি করা আলু একটি পাতলা কাপড়ে নিয়ে চিপড়িয়ে আলুর রস বের করুন।

(৩) এবার এই আলুর রসটি ১০-১৫ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন।

ব্রণের দাগ দূর করতে আলুর প্যাক - shajgoj.com

(৪) একটি তুলোর বল আলুর রসে ভিজিয়ে নিন। এটি ত্বকের যে স্থানগুলোতে ব্রণ বা ব্রণের দাগ রয়েছে সেই স্থানগুলোতে ম্যাসাজ করুন।

(৫) এরপর ঠাণ্ডা বা নরমাল পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এটি আপনি প্রতিদিন অথবা দিনে দুইবার ব্যবহার করতে পারেন। দুই সপ্তাহের মধ্যে ব্রণ এবং ব্রণের দাগ দূর হয়ে যাবে।

২) ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করতে

ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর হবে আলুর প্যাক-এ - shajgoj.com

ব্ল্যাক হেডস নারীদের ত্বকের অন্যতম সমস্যা। এই ব্ল্যাক হেডস গায়েব করে দিবে এক টুকরা আলু।

যা যা লাগবে

  • ১টি আলু
  • ১ টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার
  • পর্যাপ্ত পরিমাণ পানি

যেভাবে ব্যবহার করবেন

(১) একটি আলু ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর আলুর চামড়া ছিলে টুকরো করে কাটুন।

(২) এবার আলুর টুকরোগুলো এবং অ্যাপেল সাইডার ভিনেগার একটি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন।

(৩) আলু এবং অ্যাপেল সাইডার ভিনেগারে ঘন পেস্টটি পাতলা করার জন্য কিছু পরিমাণ পানি মিশিয়ে আবার ব্লেন্ড করুন।

আলু, পানি ও অ্যাপেল সাইডার ভিনেগার এর প্যাক - shajgoj.com

(৪) এবার এই মিশ্রণটি একটি আইস ট্রেতে ঢেলে ফ্রিজে রেখে দিন ৩-৪ ঘণ্টার জন্য।

(৫) আপনার ত্বক পরিষ্কার করে নিন। তারপর একটি আলুর রসের বরফের টুকরো নিয়ে ত্বকে ম্যাসাজ করুন। সম্পূর্ণ মুখে, বিশেষ করে ব্ল্যাক হেডস এবং ওয়াইট হেডসের স্থানগুলো ম্যাসাজ করুন।

(৬) এটি দিনে দুই বা তিনবার ব্যবহার করতে পারবেন।

এটি ত্বককে পুনরুজ্জীবিত করবে এবং ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস ১০-১২ দিনের মধ্যে দূর করে দিবে।

৩) ত্বকের কালো দাগ দূর করতে

ত্বকের যেকোনো দাগ নিয়ে চিন্তার শেষ নেই, তা ব্রণের কালো দাগ হোক কিংবা রোদেপোড়া কালো দাগ। এই কালো দাগ দূর করতে সাহায্য করবে আলু।

যা যা লাগবে

একটি আলু

যেভাবে করবেন

(১) একটি আলু খোসাসহ ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করুন।

(২) আলুটি পাতলা পাতলা করে কেটে নিন।

(৩) এবার একটি করে আলুর টুকরো নিন এবং তা ত্বকে ম্যাসাজ করতে থাকুন। ত্বকের যেসব স্থানে কালো দাগ রয়েছে সেই স্থানগুলোতে আলু ম্যাসাজ করুন। এবার ১৫ থেকে ২০ মিনিট শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

(৪) তারপর ঠাণ্ডা বা নরমাল পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

(৫) দিনে ২ থেকে ৩ বার এটি ব্যবহার করুন। এক সপ্তাহের মধ্যে দেখতে পাবেন ত্বকের কালো দাগ সব ভ্যানিশ হয়ে গেছে।

৪) ত্বকের বলিরেখা দূর করতে

বয়সের সাথে সাথে ত্বকে রিংকেল দেখা যাওয়া। এই  রিংকেলের হাত থেকে আপনাকে রক্ষা করবে আলু।

যা যা লাগবে

একটি আলু

যেভাবে করবেন

(১) একটি আলু ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন।

(২) তারপর আলু কুচি করে রস বের করুন।

(৩) আলুর রস ত্বকে ম্যাসাজ করে লাগিয়ে নিন। ২০মিনিট পর শুকিয়ে গেলে ঠান্ডা পানি বা নরমাল পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

আলুতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন সি যা ত্বকের বলিরেখা ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসে।

৫) ত্বকের শুষ্কতা দূর

শুষ্ক ত্বকের অধিকারীদের ত্বকের ড্রাইনেস নিয়ে অনেক বিপাকে পড়তে হয়। এই বিপদের হাত থেকে রক্ষা করবে আলু।

যা যা লাগবে

  • একটি আলু
  • টকদই

যেভাবে করবেন

(১) একটি আলু ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন।

(২) আলুর কুচির সাথে টকদই মেশান।

ত্বকের শুষ্কতা দূর করতে আলু ও টক দইয়ের প্যাক - shajgoj.com

(৩) আলু এবং টকদই একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই প্যাকটি ত্বকে ব্যবহার করুন। ২০ মিনিট পর প্যাকটি শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

(৪) তারপর একটি ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

ত্বকের শুষ্কতা এবং ড্রাইনেসের জন্য ত্বক ফেটে যাওয়া দূর করবে আলুর এই প্যাকটি।

শুধু খাবার হিসেবে আর নয়, এবার ত্বকের যত্নে আলু হোক নিত্য সঙ্গী। তবে আপনি যদি রেগ্যুলার ত্বকের যত্নে অথেনটিক প্রোডাক্ট খুঁজে থাকেন, তবে সাজগোজ হতে পারে আপনার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। সাজগোজের দু’টি ফিজিক্যাল শপ রয়েছে যা যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ারে অবস্থিত। আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম এ অর্ডার করতে পারেন।

SHOP AT SHAJGOJ

    ছবি- সংগৃহীত: ইমেজেসবাজার.কম; সাজগোজ

    88 I like it
    10 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort