ত্বকের যত্নে ৫ টি হোয়াইটেনিং ফেইস প্যাক

ত্বকের যত্নে ৫ টি হোয়াইটেনিং ফেইস প্যাক

facepack

সারাদিন অফিস, বাজার, দৌড়াদৌড়ি ইত্যাদি করে ফলাফল দাঁড়ায়- রোদে ঝলসে যাওয়া মুখ। এই অজুহাতে অনেকেই ছুটেন পার্লারে, ফেয়ার পলিশ বা ব্লিচ করাতে। কেউ হয়তো বাসাতেই করবেন। এগুলো আপনাকে উজ্জ্বলতা দেবে ঠিকই, কিন্তু এর সাইড ইফেক্ট থেকে বাঁচবেন কি করে?

ত্বকের যত্নটা বরং বাড়িতে বসেই করুন। ত্বক তো সুরক্ষিত থাকবেই, সাথে টাকাও বাঁচবে। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট দেখে নেই কি কি ফেস প্যাক ব্যবহার করে আপনি ফিরে পেতে পারেন আগের স্বাভাবিক ঔজ্জ্বল্য।

Sale • Day & Night Cream, Day Cream, Face Wash

    [picture]

     

    ১) উপকরণ-

    • পাকা পেঁপে টুকরো করা- আধা কাপ
    • মধু- ১ টেবিল চামচ

    পাকা পেঁপে আর মধু খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে একটা স্মুদ পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে রাখুন বিশ মিনিট। প্রথমে হালকা গরম পানি দিয়ে ধুয়ে সাথে সাথে ঠাণ্ডা পানির ঝাঁপটা দিন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই প্যাকটি লাগাবেন। এটি মূলত অয়েলি ও স্বাভাবিক ত্বকের জন্যে। পেঁপেতে এলারজি থাকলে ব্যবহার করবেন না।

    ২) উপকরণ-

    • চালের গুঁড়ো- দুই থেকে তিন চা চামচ
    • দুধ- পরিমাণমত

    চালের গুঁড়োর সাথে এমন পরিমাণে দুধ মেশান যাতে একটা ঘন পেস্ট তৈরি হয়। মুখে লাগিয়ে রাখুন বিশ মিনিট। হালকা উষ্ণ পানিতে ধুয়ে নিন। সপ্তাহে তিন বার করতে পারেন এটি । সব ধরনের ত্বকের জন্যই এটা সুইটেবল।

    ৩) উপকরণ-

    • চন্দনের গুঁড়ো- ১ টেবিল চামচ
    • কাঠবাদাম – ১ টি কমপক্ষে কয়েক ঘণ্টা আগে দুধে ভিজিয়ে রাখতে হবে

    কাঠবাদাম বেটে নিয়ে তাতে চন্দনের গুঁড়ো মেশাবেন, আর যে দুধে বাদাম ভিজিয়ে রেখেছিলেন সেই দুধ টা দিয়েই একটা ঘন প্যাক বানাবেন। একারণে বাদাম ভেজানোর সময় পরিমাণটা বুঝে ভেজাবেন। এই প্যাক-টা লাগিয়ে রাখবেন প্রায় বিশ মিনিট। তারপরে ধুয়ে নেবেন। মুখ ধোয়ার পরে যদি ড্রাই লাগে তাহলে আপনার স্কিন অনুযায়ী ময়েশ্চারাইজার লাগাতে পারেন।

    ৪) উপকরণ-

    • বেসন- ১ টেবিল চামচ
    • গোলাপ জল – পরিমাণমত ( অয়েলি এবং স্বাভাবিক ত্বকের জন্য)
    • টক দই – ২ চা চামচ ( শুষ্ক ত্বকের জন্য)

    বেসনের সাথে গোলাপ জল বা টক দই মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন বিশ মিনিট। এরপরে হালকা হাতে ঘসে তুলে ফেলুন। ঠাণ্ডা পানির ঝাঁপটা দিন মুখে। সপ্তাহে তিন থেকে চার দিন ঘুমানোর আগে এই প্যাকটি লাগান। সব ধরনের ত্বকের জন্যই এটা প্রযোজ্য।

    ৫) উপকরণ-

    • দুধ- ১ টেবিল চামচ
    • লেবুর রস- ১টেবিল চামচ
    • মধু- ১ টেবিল চামচ
    • চন্দন- ১ চা চামচ

    এসব উপাদান একসাথে মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে মুখ লাগিয়ে রাখুন বিশ মিনিট। এরপরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। লেবুর রসে কারো এলারজি থাকলে সেটা বাদ দিতে পারে। একদিন পর পর এক প্যাকটি লাগাবেন রাতে ঘুমানোর আগে।

    এইতো গেলো ফেস প্যাকের আলোচনা! তাহলে আর দেরি কেন? আজ থেকেই পছন্দানুযায়ী প্যাক-টি ব্যবহার করা শুরু করে দিন। তবে সাবধান! কোনোটা যদি সুট না করে, তবে অবশ্যই ব্যবহার করবেন না! কারণ সবার ত্বক কিন্তু এক রকম নয়। তাই ত্বকের যত্নের ডেইলি রুটিন-এ ফেস প্যাক-গুলো বুঝে, চেখে তারপর রাখুন।

    ভালো থাকুন আপনি, সুন্দর থাকুক আপনার ত্বক।

     

    লিখেছেন- মাহবুবা মিমি

    ছবিঃ সাটারস্টক

     

    38 I like it
    2 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort