নিজেই করুন খুব সহজ লো রোলড বান - Shajgoj

নিজেই করুন খুব সহজ লো রোলড বান

hair bun

কোনো অনুষ্ঠান কিংবা পার্টিতে যাওয়ার সময় আমরা মুখের সাজের প্রতি এতটাই সময় দেই যে, চুলের সাজের জন্য প্রায়ই হাতে সময় থাকে না। তখন এমন কোনো হেয়ার স্টাইল দরকার, যা খুব কম সময়ে সহজেই সেরে ফেলা যায় এবং দেখতেও বেশ ভালো লাগে।

[picture]

Sale • Straight, Hair styling, Hair Spray

    এরকমই একটা হেয়ার স্টাইল হল লো রোলড বান। আসুন জেনে নিই, কীভাবে করতে হবে এই আকর্ষনীয় বানটি।

    (১) প্রথমে ভালোভাবে চুল আচঁড়িয়ে পেছনে নিয়ে নিচু করে পনিটেইল বেঁধে নিন।

    low rolled bun 1

    (২) তারপর হাত দিয়ে ছবির মত করে চুলে সামান্য ফাঁকা করে নিন।

    low rolled bun 2

    (৩) ভাগ করা অংশের মধ্য দিয়ে পুরো চুল ঢুকিয়ে দিন।

    low rolled bun 3

    চুল ঢুকানোর পরে ৪ নম্বর ছবির মতো দেখাবে।

    low rolled bun 4

    (৪) তারপর চুল দু’ভাগ করে নিয়ে টিজ করে নিন।

    low rolled bun 5low rolled bun 6

    (৫) তারপর চুল গুলোকে ছবিতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে ভেতরে ঢুকিয়ে দিন। ববিপিন দিয়ে ভালোভাবে আঁটকে দিন।

     low rolled bun 7low rolled bun 8

    ব্যাস হয়ে গেল আপনার লো রোলড বান। চাইলে বানের উপরে আপনার পছন্দনুযায়ী পাথরের ক্লিপ অথবা ব্যান্ড লাগিয়ে নিতে পারেন। সবশেষে বানটিকে এমনটা দেখাবে।

     low rolled bun 9

    তাহলে আজই বাসায় ট্রাই করে দেখুন, লো রোলড বানে আপনাকে কেমন মানায়।

    ছবি – সিএওয়েবপেজেস ডট কম, সাটারস্টক

    লিখেছেন – নীল

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort