আপনার চেহারায় ফুটে থাকুক চিরতারুণ্য - Shajgoj

আপনার চেহারায় ফুটে থাকুক চিরতারুণ্য

12295355_426516574205341_7697698113837346871_n

বয়স বাড়ার সাথে সাথে আপনার ত্বকে,  আপনার মুখে তার ছাপ রেখে যাচ্ছে। আপনার কি এই বুড়োটে  হয়ে যাওয়া দেখতে ভাল লাগছে?  বয়সের ছাপ থাকুক কিন্তু সেটা যেন বয়সের চাইতে বেশি না দেখায়। তাই আপনার চির সবুজ মনের সাথে সাথে চেহারায়ও যদি চিরতারুণ্য ধরে রাখা যায় তবে তার চাইতে ভালো আর কি হতে পারে। তারুণ্যদীপ্ত  চেহারার জন্য যা কিছু করা দরকার-

আপনার  পোশাকের দিকে নজর দিন-

Sale • Eye Makeup Remover, Eye Gel, Eye Roller

    আপনার পোশাকের সঠিক নির্বাচন আপনার বয়সকে অনেক খানই কমিয়ে দেবে। বয়স বাড়ছে বলে সব সময় হালকা বা গাম্ভীর্যপূর্ণ পোশাক পরে থাকলে আপনার সত্যিকারের বয়সের চেয়ে আপনাকে বেশি বয়স্ক দেখাবে। সময় ও পরিবেশভেদে কাপড়ের রঙ ঠিক করুন। আপনার পছন্দের রঙের বা ডিজাইনের পোশাক নির্বাচন করুন। আপনার প্রিয় পোশাকে কিন্তু আপনাকে সব সময় তারুণ্যদীপ্ত লাগে কারণ তখন আপনার মনের সজিবতাও আপনার চোখে মুখে ফুটে ওঠে।

    [picture]

    ঠিক রাখুন চোখের ভাষা

    বয়সের সাথে সাথে চশমা তো আপনার লাগতেই পারে। চোখে গ্লাসের ব্যবহারে বয়স অল্প হলেও বেশি দেখায়। তবে চশমা ঠিক করার সময় একটু ফ্যাশানেবল ফ্রেম কিনুন। সব সময় শুধু সাদা কালো ফ্রেম ব্যবহার করবেন না। চশমার ব্যবহার এড়াতে  কন্টাক লেন্স নিতে পারেন। আধুনিক ও হাল ফ্যাশনের সানগ্লাস ব্যবহারও আপনাকে অনেক স্টাইলিশ করে তুলবে যার ফলে বয়সও অনেক কম লাগবে আপনার। চোখের সাজের প্রতিও খেয়াল রাখুন যাতে আপনার বয়স কম লাগে এমন চোখের সাজ আয়ত্ত করুন।

    চুল দিয়ে বয়স কমান

    বয়স বাড়ার সাথে সাথে চুলে এসে ছাপ লাগে। আজকাল আবার অনেক কম বয়সেও অনেকের চুল পেকে গিয়ে চেহারায় বয়স্ক ছাপ ফেলছে। চুল যাতে পেকে না যায় বা গেলেও টেকসই কালার করুন বা কালারের পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে আপনি মেহেদী লাগাতে পারেন। আপনাকে স্টাইলিশও লাগবে আবার পাকা চুলও ঢেকে যাবে। চুলের কাটের প্রতি নজর দিন। আপনার হেয়ার কাট আপনার বয়স্ক ছাপ লুকাতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। তাই আপনার মুখের সাথে মানানসই আধুনিক হেয়ার স্টাইল বেছে নিন।

    ত্বকের পরিপূর্ণ যত্ন নিন

    ত্বককে সজীব আর প্রাণবন্ত রাখতে পারলে আপনার বয়স কমে যাবে অনেকখানি। আর এজন্য আপনাকে যথাযথ যত্ন নিতে হবে। প্রচুর পানি পান করুন। রোদের পোড়া থেকে ত্বককে রক্ষা করুন। নিয়মিত ত্বক উপযোগী ফেসিয়াল করান। ত্বকের ধরণ অনুযায়ী  ময়েশ্চারাইজার করুন। হারবাল পণ্য ব্যবহার করুন। আপনার বিউটিশিয়ানের পরামর্শ নিন। আর সবচেয়ে জরুরী হল আপনার সাজের পরিবর্তন আনুন মাঝে মধ্যে । নতুবা আপনার একঘেয়ে সাজ দেখতে দেখতে কিন্তু আপনাকে বেশি বয়স্ক লাগবে। ত্বকে যুগোপযোগী সাজ নিন।

    শরীর চর্চার বিকল্প নেই

    আপনার কায়িক পরিশ্রম আপনার শরীরকে টানটান আর কর্মক্ষম রাখবে। আপনি যদি নিয়মিত শরীর চর্চা না করেন আপনার শরীর  ঢিলে ঢালা হয়ে যাবে আর আপনাকে বয়স্ক দেখাবে। আপনি যদি চান আপনাকে কমবয়স্ক আর  তারুণ্যদীপ্ত লাগুক তবে আপনার শারীরিক গঠন সুঠাম রাখুন। আর শরীরচর্চা  ব্যতীত এটা সম্ভব নয় । তাই নিয়মিত ব্যায়াম করুন আর শরীরকে কর্মক্ষম রাখুন । নিজেকে বয়স্কতার হাত হতে রক্ষা করুন।

    মডেল –   সানজিদা তন্বী

    লিখেছেন – রোকসানা আকতার

    4 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort