সুন্দরভাবে আই মেকআপ করার জন্য আইশ্যাডো প্যালেট একটি ম্যান্ডেটরি প্রোডাক্ট। কম বেশি সবার কালেকশনেই বিভিন্ন কালার ও ফর্মুলার আইশ্যাডো প্যালেট থাকে। তবে এই প্রোডাক্টটি কিন্তু চোখ সাজানো ছাড়াও মেকআপের আরো অনেক কাজেই ইউজ করা যায়। কি অবাক লাগছে শুনে? আজ আপনাদের জানাবো কীভাবে মাত্র ১টি আইশ্যাডো প্যালেট দিয়ে মেকআপের ৫টি স্টেপস কমপ্লিট করতে পারেন সে সম্পর্কে বিস্তারিত।
আইশ্যাডো প্যালেট সিলেকশন
সাধারণত একটি আইশ্যাডো প্যালেটে ম্যাট, শিমারি ও গ্লিটারি এই তিন ধরনের ফর্মুলার বিভিন্ন শেইডসের আইশ্যাডো থাকে। আইশ্যাডো প্যালেট কেনার সময় সবাই সাধারণত নিজের পছন্দের কালার রয়েছে এমন প্যালেটগুলোই বেছে নেন। তবে যদি আপনারা ১টি প্যালেটকেই মাল্টিপারপাসে ইউজ করতে চান, সেক্ষেত্রে অন্তত এমন একটি আইশ্যাডো প্যালেট নিজের কালেকশনে রাখুন, যেটিতে ম্যাট ফর্মুলার ডার্ক ব্রাউন, ব্ল্যাক, ব্রাউন, পিংক বা পিচ এবং শিমারি টাইপের গোল্ডেন বা সিলভার আইশ্যাডো রয়েছে। সাধারণত যে আইশ্যাডো প্যালেটগুলো ব্রাউন, রোজ গোল্ড বা রেড টোন বেইজড, সে প্যালেটগুলোতেই আপনারা এই ফর্মুলা ও কালারের আইশ্যাডোগুলো পেয়ে যাবেন।
১টি আইশ্যাডো প্যালেট দিয়ে মেকআপ লুক
চলুন তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক মাত্র ১টি আইশ্যাডো প্যালেট কীভাবে আপনারা মেকআপের অনেকগুলো স্টেপে ইউজ করতে পারবেন সে সম্পর্কে।
১) ডার্ক ব্রাউন আইশ্যাডো ব্যবহার করে আইব্রো ডিফাইন করুন
মেকআপ করার সময় আমাদের চোখ দু’টো আরেকটু সুন্দর দেখাতে আমরা আইব্রোর ফাঁকা অংশগুলো ফিল ইন করি। এই কাজটি করার জন্য আইব্রো পেন্সিল বা পমেডের পাশাপাশি বেছে নিতে পারেন আপনার আইশ্যাডো প্যালেটে থাকা ম্যাট ফর্মুলার ডার্ক ব্রাউন কালারের শ্যাডো। আইব্রো ব্রাশে ডার্ক ব্রাউন শ্যাডো নিয়ে খুব কেয়ারফুলি নিজের আইব্রোর ফাঁকা অংশটুকু ভরাট করে নিন। এতে আপনার আইব্রো ন্যাচারালি ডিফাইনড হবে।
২) কাজলের অল্টারনেটিভ হিসেবে ব্ল্যাক আইশ্যাডো ইউজ করুন
চোখে কাজল দিতে অনেকেই ভালোবাসেন। তবে অনেক সময় হাতের কাছে কাজল থাকে না! কাজলের অল্টারনেটিভ অপশন হিসেবে ইজিলি ম্যাট ব্ল্যাক আইশ্যাডো ইউজ করতে পারেন। একদম চিকন একটি পেন্সিল ব্রাশ নিন। প্রথমে একটু সেটিং স্প্রে দিয়ে ব্রাশটি ভিজিয়ে নিন। তারপর ব্রাশে ব্ল্যাক আইশ্যাডো নিয়ে চোখের নিচে কাজল দেওয়ার মতো চিকন করে লাইন করে নিন। চাইলে এভাবে আইলাইনার হিসেবে চোখের উপরেও ব্ল্যাক আইশ্যাডো অ্যাপ্লাই করতে পারেন।
৩) ব্রাউন আইশ্যাডো দিয়ে কনট্যুর করুন
নিজের ফেইস আপলিফটেড ও ডিফাইনড দেখাতে তো আমরা সবাই চাই। এই কাজটি করতে আইশ্যাডো প্যালেটের ম্যাট ব্রাউন কালারটি বেছে নিতে পারেন। তাই শুরুতে একটি কনট্যুর ব্রাশে ব্রাউন কালারের শ্যাডো নিয়ে তারপর এক্সট্রা প্রোডাক্টটুকু ঝেড়ে ফেলুন। তারপর হালকা হাতে আপনার চিকবোন, নাক ও জ’ লাইন কনট্যুর করে নিন। আইশ্যাডো দিয়ে ফেইস কনট্যুর করলে ব্লেন্ড করতে যেমন প্রবলেম হয় না, তেমনি দেখতেও খুব ন্যাচারাল লাগে। তাই এবার হাতের কাছে কনট্যুর প্যালেট না থাকলে আইশ্যাডো দিয়ে কাজ চালিয়ে নিতে পারেন।
৪) ব্লাশ হিসেবে পিংক আইশ্যাডো ইউজ করুন
যেকোনো মেকআপ লুক ক্রিয়েট করার সময় একটু ব্লাশ অ্যাপ্লাই করতে আমরা কেউই ভুলি না। আইশ্যাডো প্যালেটে থাকা ম্যাট পিংক কালারটি কিন্তু ব্লাশ হিসেবে দারুণ কাজ করে। তাই চাইলে একবার ব্লাশ হিসেবে পিংক আইশ্যাডো ইউজ করে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না! পিচ, অরেঞ্জিশ শেইডগুলো ট্রাই করতে পারেন।
৫) হাইলাইটার হিসেবে গোল্ডেন বা সিলভার আইশ্যাডো বেছে নিন
ফেইসে গ্লোয়ি ইফেক্ট আনার জন্য হাইলাইটারের চেয়ে পারফেক্ট মেকআপ প্রোডাক্ট আর একটিও নেই। ফেইস হাইলাইট করার জন্য আইশ্যাডো প্যালেটের গোল্ডেন বা সিলভার কালারের শিমারি ফর্মুলার আইশ্যাডো পারফেক্টলি কাজ করে। তবে এক্ষেত্রে খুব বেশি হেভি হ্যান্ডেড না হওয়াই ভালো। বরং একটি ফ্যান ব্রাশে আইশ্যাডো নিয়ে খুবই হালকা হাতে আপনার ফেইসের হাই পয়েন্টগুলো হাইলাইট করে নিন। তাহলে দেখলেন তো, হাতের কাছে হাইলাইটার না থাকলেও আইশ্যাডো প্যালেট দিয়ে কিন্তু কাজ চালিয়ে নিতে পারছেন।
আশা করি, আপনারা বুঝতে পেরেছেন ১টি আইশ্যাডো প্যালেট দিয়েই কীভাবে ফুল ফেইস গ্ল্যাম লুক ক্রিয়েট করা যায়। দারুণ ব্যাপার, তাই না? মেকআপের ক্ষেত্রে আপনি নিজের পছন্দমতো এক্সপেরিমেন্ট করতেই পারেন।
অনলাইনে অথেনটিক মেকআপ প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, মিরপুরের কিংশুক টাওয়ার, ওয়ারীর র্যাংকিন স্ট্রিট, ইস্টার্ন মল্লিকা, বসুন্ধরা সিটি, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), সীমান্ত সম্ভার, চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।
ছবি- সাজগোজ