অনেক গরমের পরে একটু একটু করে বৃষ্টির ছোঁয়া পাওয়া যাচ্ছে এই কম কিসের। আর কিছুদিন পরেই দেখা যাবে ছোট্ট ছোট্ট ছেলেমেয়ে গুলো একরাশ কদম হাতে দাঁড়িয়ে আছে ট্রাফিক সিগনালের মোড়ে মোড়ে। আমাদের ঢাকা শহরের চিত্র এইই। এর মধ্যে যদি নখেও থাকে কদম ফুলের গুচ্ছ তাহলে তো কদম প্রেমীদের আনন্দ হয়ে যাবে দ্বিগুণ আর নেইল আর্টের মাঝ দিয়ে চোখের আরামটাও হয়ে যাবে। তাহলে শুরু করা যাক কিভাবে করা যায় কদম ফুলের নেইল আর্টঃ
• যা যা লাগবেঃ
• হালকা বাদামি শেডের নেইল পলিশ
• চিকণ তুলি
• সবুজ, খয়েরি,সাদা, কমলা রঙের আক্রেলিক কালার
• টপ কোট
প্রথম ধাপঃ
বাদামি শেডের নেইল পলিশ লাগিয়ে ভালো ভাবে শুকিয়ে নিতে হবে।
২য় ধাপঃ
চিকণ তুলি দিয়ে খয়েরি আক্রেলিক কালার দিয়ে গাছের ডাল আঁকতে হবে।
৩য় ধাপঃ
সবুজ আক্রেলিক কালার দিয়ে পাতা আর কিছু কমলা দিয়ে কদমের মাথা মানে ফুলের শেইপ এ গোল করে এঁকে নিতে হবে।
৪র্থ ধাপঃ
সাদা রঙ দিয়ে গোলের চারপাশে একটু লম্বাটে ডট এঁকে নিতে হবে ছবির মতো করে।
৫ম ধাপঃ
এরপরে গোলের মাঝে ছোট্ট বিন্দু দিয়ে ভরিয়ে দেয়া।
৬ষ্ঠ ধাপঃ
টপ কোট দিয়ে নেইল আর্টটা সিল করে দিতে হবে যাতে পানি লেগে নষ্ট না হয়ে যায়। ব্যস হয়ে গেলো নখের উপর কদম ফুল।
লিখেছেনঃফোয়ারা ফেরদৌস
ছবিঃনেইলপেইন্টার বিডি