দিনের বেলায় স্মোকি সাজ! - Shajgoj

দিনের বেলায় স্মোকি সাজ!

best-eyeshadow-for-brown-eyes-1

চোখে বিশেষ করে পার্টিতে স্মোকি সাজ নিতে আমরা অনেকেই বেশ পছন্দ করি । এতে করে প্রায় সবাইকেই দেখতে বেশ গর্জিয়াস দেখা যায় । তবে এ ব্যাপারে আমাদের অনেকেরই একটি ভুল ধারণা আছে যে, শুধু রাতের পার্টিতেই স্মোকি সাজ নেয়া যায় । না, দিনের বেলাতেও স্মোকি সাজ সমান মানানসই । চলুন দেখে নেয়া যাক, কেমন করে দিনের বেলায় স্মোকি সাজ নিতে হবে।

  • প্রথমেই কন্সিলার ও কম্প্যাক্ট পাউডার দিয়ে চোখের নিচের কালো দাগ ঢেকে দিতে হবে ।
  • এরপর পুরো চোখের পাতাটাকে কালো ম্যাট শ্যাডো দিয়ে এঁকে নিন । মনে রাখবেন এই শেডটি দিয়ে কিন্তু আপনার আইব্রুর নিচের অংশ, ব্রু-বোউন যেটাকে বলে, সেটি আঁকাবেন না ।
  • এরপর ব্লেন্ডিং ব্রাশে একটু লালচে কমলা ম্যাট আই শ্যাডো নিয়ে ব্রু-বোউনের উপরে আঁকুন । ব্লেন্ড করবেন না ।
  • এখন ব্লেন্ডিং ব্রাশে একটু ম্যাট ন্যুড শেড নিয়ে কালো ও কমলা শেডের ম্যাচিং লাইনে ব্লেন্ড করে দিন । ন্যুড শেডটাকে উপর-নিচে সমানভাবে হাত ঘুরিয়ে ব্লেন্ড করুন ।
  • এবারে নিচের চোখে কাজল লাগান এবং একটি স্মাজিং ব্রাশ দিয়ে ঘষে কাজলের রেখাটি ঠিক করুন । এরপর চোখের পাতায় আইলাইনার টেনে দিন সুন্দর করে । চোখের আকৃতি বুঝে আইলাইনিং মোটা-চিকন হতে পারে ।
  • সব শেষে চোখে আলগা পাপড়ি লাগিয়ে স্মোকি সাজ শেষ করুন । সাথে মাশকারা লাগাতে ভুলবেন না যেন !

ও হ্যাঁ, ভাল কথা ! আপনার আইব্রুটাকে একটি ব্রাউন পেন্সিল দিয়ে সুন্দর করে এঁকে নেবেন । চোখদুটোকে তাহলে আরও মোহনীয় মনে হবে । এবার ঠোঁটে হালকা শেডের কোন ম্যাট লিপ্সটিক লাগিয়ে নিলেই স্মোকি চোখের সাথে একদম মানানসই ! জর্ডানা ৩৮ শেডটি লাগিয়ে দেখতে পারেন, হতাশ হবেন না । এবার চুলটাকে একটু কার্ল করে নিলেই চলবে, আর সামনে ব্যাংস থাকলেতো কোন কথাই নেই । দিনের পার্টির জন্য আপনি একেবারে পারফেক্ট !

Sale • Sun Protection, Day/Night Cream, Eye Brush

    লিখেছেনঃ নুজহাত

    1 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort