পার্ল ফেসিয়াল | ঘরে বসেই ৬টি ধাপে করে ফেলুন ত্বকের যত্ন

পার্ল ফেসিয়াল | ঘরে বসেই ৬টি ধাপে করে ফেলুন ত্বকের যত্ন

পার্ল ফেসিয়াল

পার্ল ফেসিয়াল বর্তমানে বহুল আলোচিত। সব মেয়ের মুখেই শোনা যায় এই ফেসিয়াল-এর কথা। এই ফেসিয়াল এখন গোল্ড ফেসিয়াল বা ফ্রুট ফেসিয়াল-এর মতই জনপ্রিয়। পার্ল ফেসিয়াল করতে হলে সব সময় যে পার্লার-এ যেতে হবে তা নয়। ঘরে বসেই আপনি করতে পারেন এই পার্ল ফেসিয়াল আর আনতে পারেন আপনার চেহারায় এক অপরূপ লাবণ্য।

পার্ল ফেসিয়াল-এর কিছু উপকারিতা ও ফেসিয়াল করার নিয়ম

উপকারিতা

১) এটি ত্বক করে তোলে উজ্জ্বল ও প্রাণবন্ত

Sale • Day Cream, Face Wash, Day & Night Cream

    ২)  বয়সের ছাপ দূর করে

    ৩)  ত্বক করে তোলে কোমল ও স্নিগ্ধ

    প্রয়োজনীয় উপকরণ

    ১. পার্ল ক্রিম

    ২. পার্ল পাউডার

    ৩. ফ্রেশ ক্রিম

    ৪.  ক্লিনজার

    ৫.  দুধ

    ৬. পানি / গোলাপজল

    ৭.  তেল (শুষ্ক ত্বকের জন্য অলিভ ওয়েল ভালো)

    ৮.  মধু

    ৯.  ডিম

    ১০.  লেবুর রস

    ১১.  টোনার

    পার্ল ফেসিয়াল করার পদ্ধতি

    ১) পার্ল পাউডার ও পার্ল ক্রিম সংগ্রহ 

    পার্ল ফেসিয়াল করতে হলে প্রথমেই আপনাকে যেটা করতে হবে তা হল খুব ভালো ও উন্নতমানের পার্ল পাউডার ও পার্ল ক্রিম কেনা। এই দুটি প্রসাধনী আপনি মার্কেট থেকে কিনে নেবেন।

    ২)  মুখ পরিষ্কার করুন

    এখন আপনার মুখমণ্ডল ক্লিনজার দ্বারা ভালোমতো পরিষ্কার করুন। আপনি একটি তুলা দুধের মধ্যে ডুবিয়ে তা দিয়ে মুখমণ্ডল পরিষ্কার করতে পারেন। বেসন ও দুধের মিশ্রণও একটি ভালো ক্লিঞ্জার হিসেবে কাজ করে।

    ৩) পার্ল পাউডার-এর পেস্ট

    এবার পার্ল পাউডার-এর একটি পেস্ট প্রস্তুত করুন। এর জন্য পার্ল পাউডার পানি অথবা গোলাপজলের সাথে মিশিয়ে নিন। যদি আপনার ত্বক শুষ্ক হয় তবে কয়েক ফোঁটা অলিভ অয়েল মেশান।

    ৪) ম্যাসাজ করুন

    এবার পেস্টটি আপনার মুখমণ্ডলে ৫ মিনিটের মত ম্যাসাজ করুন এবং আরো ৫ মিনিট মুখে রাখুন। এবার পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

    ৫) পার্ল ক্রিম লাগান

    এবার মুখ মুছে পার্ল ক্রিম লাগান। আলতোভাবে লাগাবেন। খুব বেশি জোরে ঘষবেন না। এতে মুখ লাল হয়ে যেতে পারে। ক্রিম দিয়ে মুখ প্রায় ৫ মিনিট আলতো ভাবে ম্যাসাজ করুন।

    ৬) মাস্ক অ্যাপ্লাই করুন

    এ পর্যায়ে মাস্ক প্রস্তুত করুন। যদি আপনি বয়সের ছাপ থেকে মুক্তি পেতে চান তবে ডিম ও মধু মেশান এবং তার সাথে লেবুর রস ও এক চামচ পার্ল পাউডার মেশান। এই মাস্ক-টি ধীরে ধীরে মুখে লাগান। দাগ থেকে মুক্তি পেতে চাইলে ফ্রেশ ক্রিম-এর সাথে ১ চামচ পার্ল পাউডার মেশান। মিশ্রণটি শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

    ফ্রেশ ক্রিম প্রস্তুত

    ফ্রেশ ক্রিম প্রস্তুত করা কোন কঠিন কাজ নয়। ফ্রেশ ক্রিম পেতে হলে দুধ জ্বাল দিন ঘন করে এবং তার থেকে সর নিয়ে ফ্রিজে রেখে দিন। এভাবে প্রায় ১ দিন ফ্রিজে রাখলে আপনি ফ্রেশ ক্রিম পাবেন। তবে সর অল্প পরিমাণ হলে ১ দিন রাখার দরকার নেই। কয়েক ঘণ্টাতেই হয়ে যাবে। সবশেষে টোনার লাগিয়ে নিতে ভুলবেন না। জেনে নিলেন কিভাবে পার্ল ফেসিয়াল করতে হয়। তবে আর দেরী কেন? এখন-ই করুন ঘরে বসে পার্ল ফেসিয়াল আর আপনার ত্বকে নিয়ে আনুন মাধুর্য।

    তো এবার ঘরেই করে নিন পার্ল ফেসিয়াল। তবে যাদের সেনসিটিভ ত্বক তাদের জন্য এই ফেসিয়াল তেমন উপযোগী নয়।

    ছবি- সংগৃহীত: সাটারস্টক

    28 I like it
    8 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort