টিস্যু পেপারে দেওয়াল রঙ্গিন - Shajgoj

টিস্যু পেপারে দেওয়াল রঙ্গিন

wallpaper

ঘরের দেওয়াল নানা রঙ্গে, নানা ভঙ্গিতে সাজিয়ে তোলা এখন বেশ জনপ্রিয়। প্রত্যেকেই চান নিজের বসার ঘর কিংবা শোবার ঘরের দেওয়ালটিকে পছন্দের পেইন্টিং কিংবা ওয়ালপেপার দিয়ে সাজিয়ে তুলতে। অনেকেই আবার সাধ ও সাধ্যের সমন্বয় করতে যেয়ে পেইন্টিং কিংবা ওয়ালপেপার লাগানোর কথা ভাবতেই পারেন না। কিন্তু বিভিন্ন রঙের টিস্যুপেপার দিয়ে খুব সহজেই নিজের ঘরটিকে আপনি করে তুলতে পারেন সুন্দর ও সকলের চাইতে ভিন্ন। কী করে? সেই পদ্ধতি দেখে নিন সাজগোজের আয়োজনেঃ

যা যা প্রয়োজনঃ

Sale • Talcum Powder, Lotions & Creams, Body

    ১। টিস্যু পেপার (বিভিন্ন রঙের)

    ২। ক্যানভাস বোর্ড

    ৩। আঠা,

    ৪। পেইন্ট ব্রাশ,

    ৫। কালো সাইনপেন।

    001

    এই অল্প ক’টি উপাদান নিয়ে পাঁচ ধাপে বানিয়ে ফেলতে পারেন আপনার দেওয়ালের পছন্দের ওয়ালপেপার।

    বানানোর উপায়ঃ

    ১। একটি ছোট পাত্রে এক চা-চামচ আঠা নিন এবং ১/৩ চা-চামচ পানি মিশিয়ে ভালোভাবে নেড়ে নিন।

    002

    ২। বিভিন্ন রঙের টিস্যুপেপার ছিড়ে নিন।  সাইজ,শেপ হবে আপনার পছন্দমতো।

    009

    ৩। একটি ব্রাশের সাহায্যে আঠা ও পানির মিশ্রণ দিয়ে ছেঁড়া টিস্যুগুলো ক্যানভাস বোর্ডে পুরো অংশে ছড়িয়ে লাগিয়ে নিন। এটি কয়েক ধাপে করতে পারেন।

    10

    ৪। ক্যানভাস বোর্ডটি ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ক্যানভাস বোর্ডের বাইরে লেগে থাকা অতিরিক্ত টিস্যুপেপারের অংশ ছিঁড়ে ফেলুন।

    12

    ৫। প্রতেকটি টিস্যুপেপারের টুকরোগুলো কালো সাইনপেন কিংবা কলম দিয়ে আউটলাইন করে নিন।

    7

    ৬। তৈরি হয়ে  গেল আপনার সাধারণ টিস্যুপেপার দিয়ে তৈরি ওয়ালপেপার যা আপনার দেওয়ালকে করে তুলতে পারে অসাধারণ।

    6

    নিজের ঘরের দেওয়ালের সাথে মিল রেখে ভিন্ন রঙের কিংবা আপনার পছন্দমতো এক রঙের টিস্যু দিয়েও কয়েকটি ওয়ালপেপার  পছন্দতো বানিয়ে নিয়ে ঘরে সাজাতে পারেন সহজেই।

    5

    লেখাঃ জান্নাতুল ইসলাম শিখা।

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort