ফোনের হোল্ডার কিনতে আমরা অনেক টাকা খরচ করি।কিন্তু চাইলে আমরা নিজেরাই ঘরে তৈরি করে নিতে পারি নিজের পছন্দ অনুযায়ী ফোন হোল্ডার।তাহলে হোল্ডার বানাতে কি করতে হবে শিখে নেয়া যাক।
[picture]
হোল্ডার বানাতে যা লাগবে
- খালি টিস্যু রোল
- কাঁচি
- মার্কার পেন
- পুস পিন
- ডিজাইন টেপ
পদ্ধতি:
১.প্রথমে খালি টিস্যু রোল এ ফোনের মাপ অনুযায়ী মার্কার পেন দিয়ে দাগ দিতে হবে।
২.মাপ অনুযায়ী কাঁচি দিয়ে কেটে নিতে হবে।
৩.টিস্যু রোলটি ডিজাইন টেপ দিয়ে সাজিয়ে নিন।
৪.এবার মার্কার পেন দিয়ে আগের কেটে রাখা জায়গাটি মার্ক করে নিন এবং ডিজাইন টেপটি কেটে নিন।
৫.কাটার পরে টিস্যু রোলের দুই পাশে অন্য ডিজাইন টেপ দিয়ে সাজিয়ে নেই।
৬.এবার টিস্যু রোলে ৪ টি পুস পিন দূরত্ব বজায় রেখে নিচের অংশে দেই ঠিক যেন পায়ের মত লাগে।
এভাবে নিজেই তৈরি করুন ফোন হোল্ডার।
ছবি – পিন্টারিস্ট.কম
লিখেছেন – মুমতাহিনা তাবাসসুম