নিজেই তৈরি করুন ফোন হোল্ডার - Shajgoj

নিজেই তৈরি করুন ফোন হোল্ডার

BeFunky Collage

ফোনের হোল্ডার কিনতে আমরা অনেক টাকা খরচ করি।কিন্তু চাইলে আমরা নিজেরাই ঘরে তৈরি করে নিতে পারি নিজের পছন্দ অনুযায়ী ফোন হোল্ডার।তাহলে হোল্ডার বানাতে কি করতে হবে শিখে নেয়া যাক।

 [picture]

Sale • Deodorants/Roll Ons, Anti-Stretch Mark Creams, Talcum Powder

    হোল্ডার বানাতে যা লাগবে

    • খালি টিস্যু রোল
    • কাঁচি
    • মার্কার পেন
    • পুস পিন
    • ডিজাইন টেপ

     

     phone holder 1

    পদ্ধতি:

     phone holder 2

    ১.প্রথমে খালি টিস্যু রোল এ ফোনের মাপ অনুযায়ী মার্কার পেন দিয়ে দাগ দিতে হবে।

     phone holder 3

    ২.মাপ অনুযায়ী কাঁচি দিয়ে কেটে নিতে হবে।

     phone holder 4

    ৩.টিস্যু রোলটি ডিজাইন টেপ দিয়ে সাজিয়ে নিন।

     phone holder 5

    ৪.এবার মার্কার পেন দিয়ে আগের কেটে রাখা জায়গাটি মার্ক করে নিন এবং ডিজাইন টেপটি কেটে নিন।

     phone holder 6

    ৫.কাটার পরে টিস্যু রোলের দুই পাশে অন্য ডিজাইন টেপ দিয়ে সাজিয়ে নেই।

     phone holder 7

    ৬.এবার টিস্যু রোলে ৪ টি পুস পিন দূরত্ব বজায় রেখে নিচের অংশে দেই ঠিক যেন পায়ের মত লাগে।

     phone holder 8

     এভাবে নিজেই তৈরি করুন ফোন হোল্ডার।

    ছবি – পিন্টারিস্ট.কম

    লিখেছেন – মুমতাহিনা তাবাসসুম

    7 I like it
    2 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort