অদ্ভুত যত বিউটি হ্যাক - Shajgoj

অদ্ভুত যত বিউটি হ্যাক

maxresdefault-31

হেয়ার হ্যাক, মেকাপ হ্যাক, কুকিং হ্যাক, বিউটি হ্যাক, লাইফ হ্যাক, ফোন হ্যাক ইত্যাদি টার্ম গুলো এখন আর আমাদের কাছে অপরিচিত না। ইন্টারনেটের কল্যাণে আজকাল আমরা সবাই কমবেশি জেনে গেছি এই হ্যাক আসলে কম্পিউটার বা ওয়েবসাইট হ্যাক করা না, বরং এমন কিছু কৌশল যা আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলো সহজ করে তোলে। তবে কার্যকরী হ্যাকগুলো ছাড়াও প্রত্যেক মুদ্রার অপর পিঠের মতো এমন কিছু বিদঘুটে হ্যাক আছে যেগুলো দেখে সকলের চোখ কপালে উঠবে। তাহলে আসুন জেনে নেয়া যাক, ইন্টারনেটে ঘুরে বেড়ানো কিছু অদ্ভুত বিউটি হ্যাক।

মোজা যখন বিউটি ব্লেন্ডার!

Sale • Lip Brush, Liquid Lipsticks, Lip Gloss

    হাতের কাছে সাধের বিউটি ব্লেন্ডারটি খুঁজে পাচ্ছেন না? কয়েকজন বিউটি গুরু আপনার এই সমস্যার সহজ একটি সমাধান দিয়েছেন, তা হলো পায়ের মোজা দিয়ে আপনার মেকাপ ব্লেন্ড করা। তবে সত্যিকার অর্থে এই হ্যাক ব্যবহার করে আপনি কতটুকু প্রোডাক্ট নিজের মুখে রাখতে পারছেন আর কতটুকু আপনার ব্লেন্ডাররূপী মোজা শুষে নিচ্ছে, সেটাই দেখার বিষয়।

    [picture]

     ক্লাব সোডা ফেসওয়াশ!

    কোরিয়ান এবং জাপানিজ কয়েকজন বিউটি ব্লগারদের মতে কার্বোনেটেড ওয়াটার বা ক্লাব সোডা আপনার মুখের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যার ফলে আপনার ত্বক হয়ে ওঠে উজ্জ্বল এবং মসৃণ। এর জন্যে একটি বাটিতে ক্লাব সোডা নিন ও নিঃশ্বাস বন্ধ করে সেখানে ১০-১৫ সেকেন্ডের জন্যে মুখ ডুবিয়ে রাখুন, অবশ্যই আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার কথা মাথায় রেখে। এই অদ্ভুত হ্যাকটি যতটা কষ্টকর ঠিক ততটা কাজের কিনা, এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

    মধুর অপর নাম লিপ গ্লস!

    যেকোন জমকালো সাজের সাথে লিপগ্লস আপনাকে আরো গর্জিয়াস করে তুলবে নিমিষেই। কয়েকজন মেকাপ গুরু বলেবলেন, মধুও এই একই কাজ করবে। গ্লসের মতো করে ঠোঁটে মধু লাগান আর উপভোগ করুন চকমকে ঠোঁট। তবে এই হ্যাক ব্যবহার করার আগে দেখে নেবেন আপনার আশেপাশে কোন মৌচাক আছে নাকি, বলা তো যায় না মধুর লোভে মৌমাছির দল না জানি আপনার ঠোঁটই আক্রমণ করে বসে !

    ডিওডেরেন্টের ব্যবহার যখন টি-জোনে!

    ঘামের দুর্গন্ধ দূর করতে আমরা ডিওডেরেন্ট ব্যবহার করি। এই ডিওডেরেন্ট কপালে, নাকে ও ঠোঁটের নিচে ব্যবহার করলে মুখের তেলতেলে ভাব কমে এমন একটা মিথ প্রচলিত আছে। তবে রাসায়নিক উপাদানসমৃদ্ধ ডিওডেরেন্ট ত্বকের জন্যে যে ভীষণ ক্ষতিকর হবে তা বলাই বাহুল্য।

    বেলুনের বিউটি ব্লেন্ডার!

    হাতের কাছে বিউটি ব্লেন্ডার নেই? খুঁজে দেখুন আশেপাশে বেলুন আছে নাকি। না, মেকাপ করা বাদ দিয়ে আপনাকে বেলুন দিয়ে খেলতে বলছি না। বরং বেলুনটি ফুলিয়ে নিয়ে তা বিউটি ব্লেন্ডারের বিকল্প হিসেবে ব্যবহার করার কথা বলেছেন জনাকয়েক বিউটিব্লগার। কিন্তু বেলুনের অস্থায়ী রং এবং রাসায়নিক উপাদান আপনার প্রোডাক্টের সাথে বিক্রিয়া করে তা বিষাক্ত করে তোলার সম্ভাবনা অনেক বেশি।

    হেয়ার স্প্রে যখন মেকাপ স্প্রে!

    চুলের বিভিন্ন স্টাইলিংয়ে হেয়ারস্প্রে ব্যবহার করা হয়। পিন্টারেস্টসহ আরো কিছু সোশ্যাল মিডিয়ায় এই হেয়ারস্প্রে মেকাপ স্প্রে হিসেবে ব্যবহৃত হতেও দেখা গেছে। কিন্তু বেশিরভাগ বিউটিগুরুর মতে এটা শুধু ত্বকের জন্যেই ক্ষতিকর নয়, ভুলক্রমে চোখে গেলে তা চোখের জন্যে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

    ওরিও মাশকারা!

    না, জনপ্রিয় বিস্কুটের ব্র‍্যান্ড ওরিও কোন নতুন মেকাপ লাইন পাবলিশ করেনি। বরং এই মাশকারাটি তৈরি করা হয় সত্যিকারের ওরিও বিস্কুট দিয়েই। একটি বাটিতে ওরিও বিস্কুটের গুঁড়া নিয়ে তাতে মেকাপ প্রাইমার যোগ করুন ও মাশকারা ব্রাশ দিয়ে চোখের পাপড়িতে ব্যবহার করুন। তবে ওরিও বিস্কুটের সাহায্যে বিভিন্ন মজাদার ডেজার্ট তৈরি করা গেলেও মাশকারা তৈরির এই রেসিপি মেকাপপ্রেমীদের কাছে সুস্বাদু মনে হয়নি, আর কারণটা সহজেই অনুমেয়।

    ছবি – পিন্টারেস্ট ডট কম

    লিখেছেন – আনুশা মেহরিন

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort