আলতা রাঙা পদ যুগল! - Shajgoj

আলতা রাঙা পদ যুগল!

19955937_1266058533520017_5323644056295587734_o

হুমায়ূন আহমেদের বিখ্যাত চলচ্চিত্র ‘শ্রাবণ মেঘের দিন’। শেষ দৃশ্যে মরণাপন্ন নায়িকা কুসুমকে নৌকায় নিয়ে যাওয়া হচ্ছে দূরের হাসপাতালে। নৌকার পাটাতন ছুঁয়ে ক্রমাগত ঢেউ ভিজিয়ে দিচ্ছে কুসুমের পা। সেই পা থেকে চুইয়ে পড়ছে আলতা। একটু করে মুছে যাচ্ছে অভিমানী স্বপ্ন। এই দৃশ্যপট আবহমান বাংলার চিরাচরিত রূপের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। আলতা নিয়ে বাঙালি নারিদের শখ স্মৃতি আলহাদের শেষ নেই যেন। বাঙালি নারীর সাজগোজের অন্যতম অনুসঙ্গ হিসেবে ব্যবহৃত হত আলতা। গায়ের বধূরা আলতা রাঙা পায়ে পালকি চড়ে নতুন সংসারে পা রাখতো। সেই আলতার সাবস্টিটিউট আসেনি এখনো। আলতা মাখা ভালবাসার সংস্কৃতি আধুনিক মেয়েদের মনেও জায়গা করে নিয়েছে সহজে। বাঙালী সাজে, পূজা পার্বণ, পহেলা বৈশাখ, নবান্ন, পৌষ পাবন, বিশ্ববিদ্যালয়ের কোন অনুষ্ঠান এমনকি নাচের অনুষ্ঠানগুলোতে আলতার কদর আজও অমলিন। বাঙালি নারির সাজের সাথে যুগ যুগ ধরে আলতার বন্ধন। তাইতো কবি আনমনে লিখেছেন-

‘মেঘ-আলতা পা’য়

Sale • Foot Care, Foot Scrub, Hands & Feet

    যখন এসে দাঁড়ালে তুমি

    আবার আমার আঙিনায়……

    তখন আমি কুয়াশা হয়ে

    করেছি শীতের সাথে সন্ধি;

    কিন্তু এই আলতা লাগাতে গেলে অনেকেই ছোটখাট কিছু ভুল করে বসেন। যাতে মোহনীয় ভাবটা ঠিক মতো আসে না। অযত্নে অবহেলায় তাড়াহুড়ো করে না লাগিয়ে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে আলতা লাগান। এতে রঙ খুব সুন্দর হয়ে ফুটে উঠবে। পা জোড়াও লাগবে আকর্ষণীয়। আলতা লাগানোর ধাপগুলো দেখে নেই চলুন।

    (১) প্রথমেই পা জোড়াকে একটু কুসুম গরম পানি আর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। ফুট স্ক্রাবার নিয়ে একটু ম্যাসাজ করুন। এতে সহজে আলতার রঙ বসবে। বেশ ভালো করে পা শুকিয়ে নিন। ভালো হয় পা ধোয়ার ২০ মিনিট পর আলতা লাগাতে বসলে।

    (২) আলতার রঙ যেহেতু অনেক কড়া, তাই কাপড়ে লেগে যাওয়ার ভয় থাকে। ফ্লোরে পুরনো পেপার বিছিয়ে নিয়ে আলতার বোতল রাখুন, সেখানে বসুন। এখন বাজারে বোতলের মুখে তুলি/ব্রাশ লাগানো থাকে সেটা নিয়ে সহজেই লাগানো যায়। তবে তুলি না থাকলে কটন বাড ভিজিয়ে ভিজিয়ে লাগাতে পারেন।

    [picture]

    (৩) আগেই নিজের মন মতো ডিজাইন ঠিক করে নিন। পায়ের কিনারে লাগানোর সময় গড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। একদম কিনারের দিকে চিকন স্কচটেপ লাগিয়ে নিতে পারেন। অথবা ডিজাইনের বাইরের অংশে ভ্যাসলিন লাগিয়ে নিন। এতে ডিজাইন বাইরে ছড়াবে না।

    (৪) দ্রুত ও হালকা টানে এঁকে নিন আপনার ডিজাইন। প্রথমেই গাঢ় করে লাগাতে যাবেন না। প্রথম দফা আলতা লাগানোর পর দ্বিতীয় দফা লাগান। খুব বেশি সময় নেবেন না, বেশি চেপে লাগাবেন না। তাতে আলতা ছড়িয়ে যাবে। কয়েক কোট আলতা লাগালে গাঢ় লাল রঙটা ফুটে উঠবে।

    (৫) কোনদিকে ছড়িয়ে গেলে ভিজে তুলোর প্যাড দিয়ে দ্রুত মুছে ফেলুন। নয়তো আলতার ছোপ থেকে যাবে। কাছে রাখুন প্রচুর পরিমাণ টিস্যু আর সুতি কাপড়। পায়ের মাঝখানে আলতা লাগানোর সময় গড়িয়ে পড়ে যায়, সেক্ষেত্রে বিশেষ খেয়াল রাখুন।

    (৬) আলতা একদম শুকোনোর পর নড়াচড়া করুন। আর যথাসম্ভব পানি থেকে দূরে থাকুন। খুব গরমে আলতা ব্যবহার না করাই ভাল।

    (৭) বাইরে বের হওয়ার আগে পায়ের গহনা, যেমন খাড়ু , নূপুর, পায়েল, টো রিং ইচ্ছে মতো পড়ে নিন।

    কীভাবে আলতা উঠাবেন?

    আলতায় নিজের মন রাঙিয়ে , প্রজাপতির মতো উড়ে ঘুরে বেড়িয়ে ঘরে ফেরার পর মাথায় দুশ্চিন্তা আসে, কীভাবে এই টুকটুকে আলতা উঠানো যায়। আলতার একটাই সমস্যা, অনেকখানি সহজেই ধুয়ে যায় সাধারণ পানিতে। কিন্তু একটি লালচে আভা থেকে যায়। যা দেখতে খুবই খারাপ লাগে। তাই দরকার বিশেষ ব্যবস্থা।

    (১) প্রথমেই সাধারণ ঢালাও পানি দিয়ে পা ধুয়ে নিন। স্রোতের মতো আলতা উঠে যাবে প্রাথমিক পর্যায়ে। পরে হালকা কুসুম গরম পানিতে শ্যাম্পু দিয়ে পা ভিজিয়ে রাখুন ১০ থেকে ১৫ মিনিট।

    (২) নরম কাপড় বা স্ক্রাবার টাইপ কিছু দিয়ে আলতোভাবে পা ঘষুন। দেখবেন ধীরে ধীরে উঠে যাচ্ছে।

    (৩) তারপর সামান্য লেবুর রসের সাথে নারকেল তেল মিশিয়ে নিয়ে পায়ে ম্যাসাজ করুন। ছোট তোয়ালে কুসুম গরম পানিত ভিজিয়ে নিয়ে, সেই ভেজা তোয়ালে দিয়ে পা মুছে ফেলুন।

    এভাবে খুব সহজেই মুছে ফেলতে পারবেন আলতা। সবশেষে ভালো একটি ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। সপ্তাহে অন্তত একবার ফুটবাথ নিন। এতে আপনার সুন্দর পা থাকবে আরো সুন্দর। আর অবশ্যই আলতা কেনার সময় তার গুণগত মান যাচাই করে কিনবেন। আলতায় এলার্জি আছে কিনা তা পরীক্ষা করতেও ভুলবেন না কিন্তু!

    ছবি – নুসরাত আলম

    লিখেছেন – নাজমুন নাহার তুলি

    3 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort