গরমের প্রসাধনীতে সিংহ ভাগ জুড়েই থাকে পাউডার। মেক-আপ এর পরে বা এমনিতেও অনেকে আছেন খালি পাউডার পাফ করেই বেড়িয়ে পড়েন; শুধু তাই নয় সারাদিনের ফ্রেশনেস ধরে রাখতেও অনেকে টাচ আপ এর সময়েও শুধু পাউডারেই কাজ চালিয়ে নেন । কালের পরিক্রমায় বাজারে এসছে হরেক রকম পাউডার। চিরাচরিত ট্যালকম পাউডার তো আছেই এছাড়াও আরো কী কী পাউডার আপনি পেতে পারেন-চলুন আজ তাই জেনে নিই।
ফেস পাউডারঃ
পাউডারের এই রকমটিই হচ্ছে সবচেয়ে পরিচিত ও সর্বাধিক ব্যবহৃত। অনেকেই আছেন যারা মেক-আপের আধিক্যে অভ্যস্ত নন, তারা শুধু মাত্র ফেস পাউডারেই আরাম বোধ করে থাকেন। এতে যেমন ত্বকের তৈলাক্ততা কমে তেমনি সারাদিনের সতেজতাও ধরে রাখে। তাছাড়া বহনেও রয়েছে সুবিধা।
প্রচলিত ফেস পাউডার গুলো হচ্ছে – ল্যাকমে, জর্ডানা, জ্যাকলিন, মেবিলিন, প্রেস্টিজ, এলিক্স এইভেন, লরিয়েল ইত্যাদি।
দামঃ ৩০০-১৩০০ টাকা পর্যন্ত।
প্রেসড পাউডারঃ
প্রেসড পাউডার ফেস পাউডারেরই আরেক রূপ। পার্থক্য হচ্ছে এর স্থায়ীত্ব সাধারণ ফেস পাউডারের চেয়ে বেশি আর এটি বেশি ম্যাট লুক দিতে পারে ।
রেভলন , লরিয়েল জর্ডানা, মেবিলিন, প্রেস্টিজ এর অনেক প্রেসড পাউডার রয়েছে। একই ব্র্যান্ডের মধ্যেও রয়েছে ভিন্নতা । এদের দাম ৪০০-১২০০ টাকার ভেতরেই।
কম্পেক্ট পাউডারঃ
এটি আসলে ক্রিমী একটা পাউডার। ক্রীমের মত দেখতে হলেও পাউডারি ফিনিশ দেয় এবং ভেজা স্পঞ্জের সাহায্যে ব্যবহারের মাধ্যমে গাঢ় কভারেজ দেয় ও মেক-আপ কে দীর্ঘস্থায়ী করে। এটি আসলে একটি পরিপূর্ণ প্রোডাক্ট; একাধারে ফাউন্ডেশন ও পাউডার উভয়ের কাজ করে থাকে।
লরিয়েল, ল্যাকমে, গোল্ডেন রোজ ও এল এ গার্ল এর কম্পেক্ট বেশ সহজলভ্য এবং দাম ও নাগালের মধ্যে; ৫০০-৮০০ টাকা পর্যন্ত।
লুজ পাউডার বা ট্রান্সলুসেন্ট পাউডারঃ
লুজ পাউডার বা ট্রান্সলুসেন্ট পাউডার হচ্ছে নরমাল সেটিং পাউডার। এর বেশি একটা স্থায়ীত্ব থাকে না তবে লিকুইড বা ক্রিমী মেক-আপ কে সুন্দরমত বসিয়ে দিতে পারে সহজেই। তাছাড়া আই মেক-আপ এর সময় চোখের নীচে এর ব্যবহারে বাড়তি আই শ্যাডোর কারণে মেক-আপ নষ্ট হওয়া থেকে বেঁচে যায়।
আমাদের দেশে পাওয়া যাবে জ্যাকলিন, কাভার গার্ল , এল এ গার্ল, লা ফেমের লুজ পাউডার। আর অনলাইন পেজ গুলো থে্কে কিনতে পাবেন মুয়া ব্র্যন্ডের ট্রান্সলুসেন্ট পাউডার । দামও খুব বেশি না, ২০০-৯০০ টাকার মধ্যে ।
মিনারেল পাউডারঃ
মিনারেল পাউডার হচ্ছে সলিড ফাউন্ডেশন। দেখতে পাউডারি হলেও কাজ ফাউন্ডেশনের মত। যাদের ত্বক তৈলাক্ত এবং অতিরিক্ত তেলের কারণে মেক-আপ বসাতে সমস্যা হয়, তাদের জন্যই মূলত মিনারেল পাউডার। মিনারেল পাউডার খুব সুন্দরভাবে ত্বকের সাথে মিশে গিয়ে আপনার লুক পরিপূর্ণ করে দেয়।
দেশে প্রচলিত মিনারেল ফাউন্ডেশনের মধ্যে রেভলন, গোল্ডেন রোজ, লা স্পল্যাশ অন্যতম। এদের দাম ৩৫০-৬০০ টাকার মত।
আর বিদেশী মিনারেল পাউডারের মধ্যে আছে ক্লিনিক, মেবিলিন, বেয়ার মিনারেলস ইত্যাদি। এগুলোর দাম ৯০০-২০০০ টাকার মধ্যে।
এইচ ডি পাউডারঃ
এইচ ডি পাউডার বা হাই ডেফিনেশন পাউডার হচ্ছে আধুনিক আবিষ্কার। আজকাল এর বহুল ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। এর ব্যবহারে চেহারার ছোট ছোট খুঁত গুলো ঢেকে ফেলা যায়।
আমাদের দেশে এইচ ডি পাউডার এখনো পাওয়া যায় না, তবে আপনি চাইলে অনলাইনে কিনতে পারেন। ইএলেফ, কোস্টাল সেন্টস, মেক-আপ ফরএভার ইত্যাদি ব্র্যান্ড ভালো এইচ ডি পাউডার তৈরী করে থাকে। দাম ৫০০-২৫০০ টাকা পর্যন্ত।
বেবী পাউডারঃ
বেবী পাউডার সাধারণত মাইল্ড হয়ে থাকে। বাচ্চাদের ত্বক বড়দের তুলনায় অনেক বেশি নাজুক ও স্পর্শকাতর হয়ে থাকে, তাই বড়দের প্রসাধনী বাচ্চাদের জন্য ব্যবহার করা ঠিক নয়। এ কথা চিন্তা করেই বাজারে এসেছে এবং আসছে নানা ব্র্যান্ডের বেবী পাউডার। শুধু বাচ্চারাই নয়, বরং বড়রাও এ পাউডার ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখা যায় যাদের ত্বক স্পর্শকাতর, ডাক্তাররা তাদের বেবী পাউডার ব্যবহার করতে পরামর্শ দিয়ে থাকেন।
আমাদের দেশে জনসন, মেরিল, কডোমো, শেরামি প্রভৃতি ব্র্যন্ডের বেবী পাউডার সবখানেই পাওয়া যায়। উৎপাদনের দেশ ও আকারের ভিন্নতা অনুসারে এদের দাম ১০০-৫০০ টাকা পর্যন্ত।
ট্যালকম পাউডারঃ
এবার আসা যাক পাউডারের চিরাচরিত রূপ ট্যালকম পাউডারে। প্রায় সর্বস্তরের মানুষই এই পাউডার ব্যবহার করে থাকেন। এ পাউডারের মূল উপাদান হচ্ছে ট্যালক, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবুও যুগ যুগ ধরে আমাদের দেশে ট্যালকম পাউডারের ব্যবহার লক্ষণীয়।
বাজারে প্রচলিত ট্যালকম পাউডারের মধ্যে রয়েছে মেরিল, তিব্বত, ইয়ার্ডলী, কিউট, পন্ডস ইত্যাদি। এগুলোর দাম আকার ভেদে ৭০-২৫০ টাকার মধ্যে।
যে কোন মার্কেট / সুপার মার্কেট /বড় কসমেটিকস এর দোকান বা সুপার শপে কিনতে পাবেন আপনার পছন্দের পাউডার টি। যমুনা ফিউচার পার্কে খোলা নতুন কস্মেটিক্স স্টোর Sapphire পাবেন । তাছাড়া আরও পাবেন বিভিন্ন ব্র্যান্ড এর ইউ এস এ থেকে আমদানি করা কস্মেটিক্স। । । তবে আর দেরি কেন আজই বেড়িয়ে পড়ুন আপনার জন্য উপযোগী পাউডার প্রসধনীটি নিজের সংগ্রহে যোগ করার জন্য। সবার জন্য অনেকে অনেক শুভ কামনা।
লিখেছেনঃ রোজা স্বর্ণা
ছবিঃ ফ্রিলসএন্ডথ্রিলস.ব্লগস্পট.কম