মসৃণ ও দ্যুতিময় ত্বক কে না চায়! তবে সবার কি এমন সুন্দর ত্বক থাকে বলুন? উঁহু, এমন সুন্দর ত্বক আপনারও হতে পারে। তার জন্য চাই নিয়মিত যত্ন। খুব সহজে কিভাবে মসৃণ ও দ্যুতিময় ত্বক পাবেন তার ৯টি টিপস আসুন দেখে নেই!
মসৃণ ও দ্যুতিময় ত্বক পেতে কিছু টিপস
১. বেসন,লেবু ও কাজু বাদামের পেস্ট
বেসন, লেবুর রস ও কাঠবাদাম একসাথে পেস্ট করে ১০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ পরিষ্কার করে ফেলুন। বেসন ও লেবুর রস মুখের মৃত কোষ, কালো দাগ দূর করতে সহায়তা করে। কাজু বাদাম ত্বকের আর্দ্রতা ধরে রাখে।
২. মসৃণ ও দ্যুতিময় ত্বক পেতে কলা ও দুধ
কলা ও দুধ একত্রে পেস্ট করে মুখে ও ঘাড়ে ১৫ মিনিট রেখেদিন। তারপরে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বক মসৃণ করতে কলার কোন জুড়ি নেই।
৩. দই,মধু ও লেবুর প্যাক
মধুর ঔষধি গুনের কথা কে না জানে। ত্বক উজ্জ্বল ও মসৃণ করতেও মধু খুব কার্যকর। দই, মধু ও লেবুর রস একসাথে মিশিয়ে ২০ মিনিট ধরে মুখে লাগিয়ে রাখুন। এতকিছু হাতের কাছে না থাকলে শুধু মধুই ২০ মিনিট মুখে লাগিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত করলে কিছুদিন পরেই দেখতে পাবেন আপনার ত্বক আগের থেকে অনেক বেশী উজ্জ্বল হয়ে গেছে।
৪. আলু-টমেটো পেস্ট
আলু বা টমেটো শুধু ভাল সবজিই নয় বরং এক একটা রং ফর্সাকারী এজেন্টও। আলু এবং টমেটো পেস্ট প্রতিদিন ব্যবহার করলে আপনি পাবেন দ্যুতিময় ত্বক।
৫. মসুর ডালের প্যাক
মসুরের ডাল, দুধ, লেবুর রস এবং চালের গুড়া একসাথে পেস্ট করলেই হয়ে যাবে সুন্দর ও কার্যকরী স্ক্রাব। সপ্তাহে তিন দিন ব্যবহার করুন। আপনার ত্বক হবে আরো পরিষ্কার!
৬. মসৃণ ও দ্যুতিময় ত্বক পেতে ডিমের ও মধুর মিশ্রণ
ডিমের সাদা অংশ ও মধু একসাথে মিশিয়ে ২০ মিনিট মুখে মেখে রাখুন। তার পরে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল ও টান টান ভাব আনতে সাহায্য করবে এই ফর্মুলা।
৭. চিনির স্ক্রাব
এক চামচ চিনির সাথে দুই চামচ লেবুর রস মিশিয়ে আলতো ভাবে মুখে ডলতে থাকুন যতক্ষণ পর্যন্ত চিনি পুরোপুরি গলে না যায়। এমনকি পুরো শরীরেও লাগাতে পারেন। এটি খুব ভালো এক্সফলিয়েট-এর কাজ করে।
৮. মসৃণ ও দ্যুতিময় ত্বক পেতে বেবী অয়েল-সুগার স্ক্রাব
শিশুদের মত কোমল ও মসৃণ ত্বক পেতে দুই চা চামচ চিনির মধ্যে তিন চা চামচ বেবী অয়েল দিয়ে পেস্ট বানিয়ে মুখে নিয়মিত ব্যবহার করুন।
৯. মসৃণ ও দ্যুতিময় ত্বক পেতে কর্নফ্লাওয়ার প্যাক
মুখে ব্রনের দাগ থাকলে কর্নফ্লাওয়ার এবং শসার মিশ্রণ তৈরী করে প্রতিদিন মাখতে থাকুন। দ্রুত ভালো ফল পাবেন। আর ত্বকের ভেতর থেকে উজ্জ্বলতা পেতে বেশি বেশি পানি, সবুজ শাক-সবজি, ফলের রস, মাছ, ডিম রক্ত পরিষ্কার করে থাকে। তাই এইগুলো পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। আর দিনের বেলায় বাইরে যাবার আগে সানস্ক্রীন (SPF-30) না লাগালে উপরে বর্ণিত সবগুলো উপায়ই ব্যর্থ হতে পারে। এমনকি বাসায়ও সানস্ক্রীন (SPF-15) ব্যবহার করতে হবে বিশেষ করে যারা রান্না করে থাকেন।
আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি!
বিঃদ্রঃ উপরে উল্লিখিত উপকরণগুলোর সব কিন্তু আবার অনেকেরই ত্বকে স্যুট করে না। তাই স্কিন টাইপ বুঝে ব্যবহার করবেন। মুখে ব্যবহারের আগে হাতে একটু অল্প জায়গায় লাগিয়ে প্যাচ টেস্ট করে নিবেন। যদি স্কিন-এ র্যাশ টাইপ কিছু বা অ্যালার্জি উঠে, তাহলে তা ব্যবহার থেকে বিরত থাকুন।
ছবি- রাহাত আমিন চৌধুরী (ArchQuad Photography); সংগৃহীত: সাজগোজ