বর্তমান সময়ে মেকআপ ব্যবহারে ব্রোঞ্জার শব্দটি অতি পরিচিত। মেকআপ লাভারদের কাছে এই মেকআপ প্রোডাক্টটি অনেক বেশী জনপ্রিয়। এটি সাধারণত দিনের বেলা ন্যাচারাল মেকআপের জন্যে করা হয়। এতে হালকা শিমার থাকে যা আমাদের ফেইসে একটা সান-কিসড লুক দেয় এবং ফেইসে হালকা কন্ট্যুরের ভাব আনে। যা দেখতে অনেক আকর্ষনীয় লাগে। যারা দিনের বেলা কন্ট্যুরিং পছন্দ করেন না, চোখ বন্ধ করে ব্রোঞ্জার ব্যবহার করেই সুন্দর এবং ন্যাচারাল লুক পেতে পারেন। চলুন তবে দেখে নেই ৯টি টিপস!
ব্রোঞ্জার ব্যবহার করতে টিপসসমূহ
(১) স্কিন টোন মিলিয়ে কিনতে হবে
ব্রোঞ্জার কেনার সময় সবসময় স্কিন কালার, টোন বুঝে কিনতে হবে। স্কিনের থেকে ১-২ শেড ডার্ক কালার ব্রোঞ্জার কিনতে হবে। বেশি লাইট শেইডের হলে তা ফেইসে ভালোভাবে বোঝা যাবে না এবং বেশি ডার্ক কালারের ব্যবহারে ফেইস দেখতে বাজে লাগবে।
(২) স্কিন টাইপ বুঝে কিনতে হবে
ব্রোঞ্জার ব্যবহারে স্কিন টাইপের কথা মাথায় রাখতে হবে। আপনার যদি নরমাল অথবা অয়েলি স্কিন হয়, তাহলে ব্যবহার করুন পাউডার ব্রোঞ্জার। ড্রাই স্কিন হলে ক্রিম বেইজ ব্রোঞ্জার ইউজ করুন।
(৩) পাউডার-এর পর ব্যবহার করুন
সবসময় ফাউন্ডেশন ব্যবহারের পর, তা পাউডার দিয়ে সেট করে তারপর ব্রোঞ্জার অ্যাপ্লাই করুন। এটি আপনার ব্রোঞ্জার পাউডার ভালোভাবে ব্লেন্ড হতে সাহায্য করবে। ফাউন্ডেশনের পর পাউডার ব্যবহার না করে ব্রোঞ্জার ইউজ করলে তা ব্লেন্ড করতে অনেক বেশি কষ্ট হবে।
(৪) ব্রোঞ্জার ব্রাশ ব্যবহার করুন
সবসময় ব্রোঞ্জার ব্যবহারের সময় ব্রাশের দিকে খেয়াল রাখুন। অনেক বড় অথবা অনেক ছোট ধরণের ব্রাশ দিয়ে ব্যবহারের চেষ্টা করবেন না। ব্যবহার করুন ব্রোঞ্জার ব্রাশ/অ্যাঙ্গেল ব্রাশ। এগুলো ব্যবহারের জন্য তৈরি হয়, যা আপনার ব্রোঞ্জারকে ফেইসে পারফেক্টভাবে ব্যবহারে সাহায্য করে।
(৫) অতিরিক্ত শিমার যেন না থাকে
ব্রোঞ্জার কেনার আগে খেয়াল রাখবেন, সেটি যেন অতিরিক্ত শিমারি না হয়। অতিরিক্ত শিমার ফেইসে ব্যবহার করলে তা দেখতে মোটেও ভালো লাগবে না।
(৬) কন্ট্যুরিং এরিয়াতে ব্যবহার করতে হবে
ফেইসের যে সব স্থানে আমরা কন্ট্যুরিং করে থাকি, বিশেষ করে ওই সব স্থানেই ব্যবহার করতে হয়। ব্রোঞ্জার পাউডার ব্রাশে নিয়ে আমাদের চিক বোনের নিচের দিকে, কপালে হেয়ার লাইনের দিকে, থুতনির নিচে ব্রোঞ্জার লাগাতে হবে এবং ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। খেয়ার রাখতে হবে যাতে চারদিকে অতিরিক্ত ছড়িয়ে না যায়।
(৭) অতিরিক্ত ব্যবহার করা যাবে না
অনেকে ফেইসে অতিরিক্ত ব্যবহার করে ফেলে। যা দেখতে খুব একটা ভালো লাগে না। সবসময় পরিমাণ মতো ব্যবহার করলেই তা দেখতে ভালো লাগে।
(৮) ভালোভাবে ব্লেন্ড করতে হবে
পারফেক্ট ন্যাচারাল মেকআপের মূল শর্ত ব্লেন্ডিং। ব্যবহারের পর তা অবশ্যই ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড না করলে তা দেখতে হাস্যকর লাগবে।
(৯) গলাতেও ব্রোঞ্জার দিন
ব্রোঞ্জার শুধুমাত্র ফেইসে অ্যাপ্লাই না করে হালকাভাবে গলার দুই পাশেও ব্যবহার করতে হবে। তাতে ফেইস এবং গলার মেকআপে মিল থাকবে।
এই তো ছিল ব্রোঞ্জার ব্যবহারের কিছু টিপস। আশা করি, টিপসগুলো আপনাদের মেকআপে ব্রোঞ্জার ব্যবহারের ক্ষেত্রে হেল্পফুল হবে।
ছবি- সংগৃহীত: সাজগোজ