আউটফিট ও বয়স অনুযায়ী ডিফারেন্ট ব্রা | কোন ইনার ওয়্যার কখন পরবেন?

আউটফিট ও বয়স অনুযায়ী ডিফারেন্ট ব্রা | কোন ইনার ওয়্যার কখন পরবেন?

1

আমরা যখন অফিসে বা ভার্সিটিতে যায়, তখন যে ধরনের ড্রেস বা আউটফিট পরি; পার্টি বা স্পেশাল কোনো অকেশনে তো সেইম ড্রেস পরে যাই না! ড্রেসের মতো আমাদের ইনার ওয়্যারেও কিন্তু ভ্যারিয়েশন আসে। যেমন সকালে ঘুম থেকে উঠে ওয়ার্ক আউট করছি, এরপর কাজে বের হচ্ছি, সন্ধ্যায় হয়তো পার্টি অ্যাটেন্ড করছি। আবার সারাদিন হয়তো বাসাতেই কাটিয়ে দিচ্ছি। সব সময় কি আমরা সেইম ব্রা পরি? না তো! আউটফিট ও বয়স অনুযায়ী ডিফারেন্ট ব্রা যে আছে, সেটা কি আমরা জানি? বয়স ও অ্যাকটিভিটি অনুযায়ী মানানসই ব্রা সিলেক্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ। কোন সময় কোন ব্রা পরতে হবে, সেটা জানাবো আজকের ফিচারে।

ব্রা এর রকমভেদ

ব্রা সিলেকশনের ক্ষেত্রে বয়স, অ্যাকটিভিটি ও পোশাক সবই খেয়াল রাখা উচিত। একজন টিনেজার যে ধরনের ইনার ওয়্যার পরবে, সেইম জিনিসটা তো একজন মধ্য বয়সী নারীর জন্য পারফেক্ট হবে না। খুবই স্বাভাবিক বিষয়! আবার যে নতুন মা হয়েছে, অথবা যে রেগুলার এক্সারসাইজ করছে বা জিমে যাচ্ছে তাদের জন্যও তো ব্রা হবে আলাদা আলাদা ধরনের, তাই না? রেগুলার ব্রা এর সাথে নিজের কালেকশনে আর কোন কোন ধরনের ব্রা রাখা উচিত, সেটা কিন্তু অনেকেই বুঝতে পারে না। চলুন আজ বিস্তারিত জেনে নেই।

আউটফিট ও বয়স অনুযায়ী ডিফারেন্ট ব্রা

বিগেইনার বেসিক ব্রা  

যারা প্রথমবারের মতো আন্ডার গার্মেন্টস পরতে যাচ্ছে, তাদের জন্য এমন ব্রা সিলেক্ট করতে হবে যেটা ব্রেস্ট এরিয়াকে প্রোপারলি কভার করে কমফোর্টেবল ফিল দিবে। Armela Tin Tin Pre Teen Bra, Armela Princess of Sixteen Teenage Bra এগুলো বিগেইনার ব্রা হিসেবে একদম পারফেক্ট। চলুন এক নজরে এগুলোর ফিচার দেখে নেই।

আউটফিট ও বয়স অনুযায়ী ডিফারেন্ট ব্রা

Armela Tin Tin Pre Teen Bra 
  • নন প্যাডেড উইথ ফুল কভারেজ বিগেইনার ব্রা
  • সুপার সফট ও ব্রিথেবল ফেব্রিক দিয়ে তৈরি
  • ৯৫% কটন ম্যাটেরিয়াল হওয়াতে খুবই আরামদায়ক
  • ব্রেস্ট ও চেস্ট এরিয়াকে প্রোপারলি সাপোর্ট দেয়
  • ব্রেস্টের শেইপ ঠিক রাখে
  • ফ্রি সাইজের হয়ে থাকে (২৪-৩০)
Armela Princess of Sixteen Teenage Bra
  • ব্রেস্টকে প্রোপারলি কভার করে এবং সুন্দর শেইপ দেয়
  • মোল্ডেড ওয়্যার ফ্রি (wire free) কাপ থাকায় ব্রেস্টকে পারফেক্টলি সাপোর্ট দেয়
  • রিমুভেবল কাপ থাকায় হ্যান্ডেল করা ইজি
  • এলিগেন্ট ডিজাইন এবং ডিফারেন্ট কালার অপশনস আছে
  • ফ্রি সাইজের হয়ে থাকে (২৮-৩২)

বিগেইনার বেসিক ব্রা  

রেগুলার ইউজের জন্য কমফোর্টেবল ব্রা

অফিস বা ভার্সিটিতে কেমন ইনার ওয়্যার পরা যায়, সেটা নিয়ে কনফিউজড? রেগুলার ইউজের জন্য এমন ব্রা বেছে নিন যা আপনাকে দিবে প্রোপার সাপোর্ট ও আল্টিমেট কমফোর্ট। Armela Cozy Classy Bra, Valene Rising Butterfly Full Coverage Wired Bra রেগুলার ইউজের জন্য এগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। চলুন এক নজরে এগুলোর ফিচার দেখে নেই।

Armela Cozy Classy Bra
  • এলিগেন্ট ডিজাইনের বেসিক ব্রা যা দেয় কমপ্লিট কভারেজ
  • ১৮ থেকে ৪০, সব বয়সের নারীরাই স্বাচ্ছন্দ্যে পরতে পারবেন
  • ব্রিথেবল থিন কাপ দেওয়া আছে যা ব্রেস্টের শেইপ ঠিক রাখে
  • সুপার কমফোর্টেবল তাই সারাদিন পরে থাকলেও অস্বস্তি হয় না
  • ৩২ থেকে ৪০ পর্যন্ত সাইজ অ্যাভেইলেবল

আউটফিট ও বয়স অনুযায়ী ডিফারেন্ট ব্রা

SHOP AT SHAJGOJ

     

    Valene Rising Butterfly Full Coverage Wired Bra
    • ফুল কভারেজ ব্রা যা স্যাগি ব্রেস্টকে প্রোপারলি সাপোর্ট দেয়
    • খুবই আরামদায়ক যা রেগুলার ইউজের জন্য পারফেক্ট
    • ব্যাকসাইড বেশ চওড়া এবং হুক দেওয়া আছে
    • নন প্যাডেড, ওয়াইড ও অ্যাডজাস্টেবল স্ট্র্যাপস আছে
    • ৩৬D থেকে ৫২F সাইজ পর্যন্ত পাওয়া যায়, তাই প্লাস সাইজ হলেও আপনি নিশ্চিন্তে ক্যারি করতে পারেন

    কমফোর্টেবল ব্রা

    এক্সারসাইজের সময় স্পোর্টস ব্রা

    ধরুন, আপনি জিমে যাচ্ছেন বা পার্কে হাঁটাহাটি করছেন বা ব্যায়াম করছেন। তখন কোন ব্রা পরছেন? যেকোনো নরমাল ব্রা? নরমাল ব্রা তো জাম্পিং বা এক্সারসাইজের সময় ব্রেস্টকে প্রোপারলি সাপোর্ট দিবে না, তাই বেছে নিন স্পোর্টস ব্রা। ব্যায়ামের সময় অস্বস্তিকর অবস্থায় আর পড়তে হবে না! Armela High Impact Sports Bra রিসেন্টলি আমি ইউজ করেছি। চলুন দেখে নেই এর ফিচার।

    Armela High Impact Sports Bra
    • সোয়েট অ্যাবসর্বিং ও হাই কোয়ালিটির ফেব্রিক দিয়ে তৈরি হয়েছে
    • ফুল কভারেজ ব্রা তাই ব্রেস্টকে প্রোপারলি হোল্ড করে
    • সামনের দিকে চেইন থাকায় খুব সহজে খোলা ও পরা যায়
    • সফট ও কমফোর্টেবল ম্যাটেরিয়াল হওয়াতে ওয়ার্ক আউটের সময়ও অস্বস্তি লাগে না
    • চেস্ট ও ব্রেস্ট পেইন প্রিভেন্ট করে

    স্পোর্টস ব্রা

    নতুন মায়েদের জন্য ম্যাটারনিটি ব্রা

    নতুন মায়েরা যারা বেবিকে ব্রেস্টফিডিং করান, তাদের জন্য স্পেশাল ম্যাটারনিটি নার্সিং ব্রা প্রয়োজন। আর এমনিতেই এই সময় ব্রেস্ট শেইপে চেঞ্জ আসে। আরামদায়ক হবে, বেবিকে ফিড করানোর জন্য সামনে হুক সিস্টেম থাকবে, ব্রা সাইজ বড় করা যাবে, এই ধরনের ব্রা নতুন মায়েদের জন্য স্যুইটেবল। Valene Sweet Mom Maternity Nursing Bra এমনই একটি ব্রা। চলুন দেখে নেই এর ফিচার।

    Valene Sweet Mom Maternity Nursing Bra
    • কাপের ফ্রন্টে বাটন থাকায় ব্রেস্ট ফিডিং করানো যায় সহজেই
    • ব্যাক ব্যান্ড বেশ ওয়াইড বলে ফুললি সাপোর্ট পাওয়া যায়
    • সফট ও কমফোর্টেবল কটন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি
    • এক্সট্রা হুক দেওয়া থাকে, তাই সাইজ দরকার হলে বাড়িয়ে নিতে পারবেন
    • ৩৬ থেকে ৪২ সাইজে অ্যাভেইলেবল

    ম্যাটারনিটি ব্রা

    পার্টি ওয়্যারের সাথে পুশ-আপ ব্রা

    গাউন, শাড়ি বা পার্টি ওয়্যারের সাথে পুশ-আপ ব্রা পরলে বডি অ্যাপেয়ারেন্স পারফেক্ট থাকে। এগুলো প্যাডেড বা ডাবল প্যাডেড হতে পারে। পুশ-আপ ব্রা ব্রেস্ট টিস্যুকে প্রোপারলি লিফটিং করে, তাই ব্রেস্ট রাউন্ড ও ফার্মড দেখায়। এই ধরনের ব্রা ব্রেস্ট শেইপে ব্যালেন্স আনে, তাই দেখতেও ভালো লাগে। Armela Classic Uplift Push Up Bra বেশ ভালো অপশন। দেখে নিন এর ফিচার।

    Armela Classic Uplift Push Up Bra
    • প্যাডেড কাপ দেওয়া থাকে যা ব্রেস্ট শেইপকে এনহ্যান্স করে
    • কমফোর্টেবল ম্যাটেরিয়াল যা লং টাইম ইউজের জন্য পারফেক্ট
    • অলমোস্ট ফুল কভারেজ দেয়
    • অ্যাডজাস্টেবল স্ট্র্যাপস আছে
    • ৩০-৩৮ সাইজ পর্যন্ত পাওয়া যায়

    পুশ-আপ ব্রা

    ইনভেস্ট করুন ভালোমানের লঞ্জেরিতে

    ফেমাস ফ্যাশন হাউজ বা ব্র্যান্ডের ড্রেস কিনতে আমরা হাজার টাকা খরচ করি। হয়তো সেই জামাটা মাত্র দুই তিন বার পরা হয়! কিন্তু ব্রা বা আন্ডার গার্মেন্টস যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা কেনার জন্য আমরা টাকা খরচ করতে চাই না। ব্যাপারটা একটু ভেবে দেখুন তো। একটা ব্রা আমরা অনেকগুলো আউটফিটের সাথে পরি এবং লং টাইম ধরেই কিন্তু এটি পরে থাকতে হয়! আবার ব্রা এর সাইজ ঠিকঠাক না হলে বা আরামদায়ক না হলে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করাও যায় না। তাই ব্রা বা লঞ্জেরির পেছনে ইনভেস্ট করাটা বেশ ভালো ডিসিশন।

    আউটফিট ও বয়স অনুযায়ী ডিফারেন্ট ব্রা নিয়ে তো জানা হলো। কীভাবে সিলেক্ট করবেন পারফেক্ট ইনার ওয়্যার সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। প্রিমিয়াম কোয়ালিটির ব্রা ও পেন্টি কিনতে আপনার ভরসার জায়গা হতে পারে শপ.সাজগোজ.কম। তাহলে অনলাইনে হ্যাসেল ফ্রি শপিং এর জন্য ভিজিট করুন সাজগোজ অ্যাপ কিংবা ওয়েবসাইট। সাইজ বা মেজারমেন্ট সংক্রান্ত যেকোনো ইস্যুতে সাজগোজের ফেইসবুক পেইজের ইনবক্সে নক করুন, সেখানে আছেন ফিমেল কনসালট্যান্ট যারা এই ব্যাপারে আপনাকে হেল্প করবে। আজ এই পর্যন্তই, ভালো থাকুন।

    SHOP AT SHAJGOJ

       

      ছবি- সাজগোজ

      25 I like it
      3 I don't like it
      পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

      escort bayan adapazarı Eskişehir bayan escort