টিউব টপ কটন ব্রা | স্টাইলিশ ও কমফোর্টেবল ইনার ওয়্যার কিনুন অনলাইনে

টিউব টপ কটন ব্রা | স্টাইলিশ ও কমফোর্টেবল ইনার ওয়্যার কিনুন অনলাইনে

1-2-1 (1)

ইনার ওয়্যার কেনার জন্য এখন অনেকেই অনলাইন প্ল্যাটফর্ম বেছে নিচ্ছেন। মার্কেট ঘুরে আন্ডার গার্মেন্টস বা ব্রা-পেন্টি কেনা একটু হ্যাসেলই লাগে, তাই না? একে তো অস্বস্তি লাগে, তার উপর ভোগান্তি! তাই অনলাইন প্ল্যাটফর্মই ভরসা। রেগুলার ব্রা এর সাথে সাথে আমাদের কালেকশনে টিউব টপ ব্রা তো থাকেই। বিগেইনার ব্রা হিসাবে টিনেজ মেয়েরাও এটাই বেছে নেই। কেমন হয় যদি অনলাইনেই প্রিমিয়াম কোয়ালিটির টিউব টপ কটন ব্রা পাওয়া যায়? চলুন আজ এই ব্যাপারে আমরা বিস্তারিত জানবো।

নরমাল ব্রা এর থেকে এগুলো কেন আলাদা?

দু’টো ব্রা এর বেসিক ফিচার আলাদা। টিউব টপ ব্রা ট্যাংক টপ বা মিনি টপের মতো। টিউব টপ ব্রা তে কোনো হুক থাকে না, গেঞ্জির মতো স্ট্রেচি (stretchy) ফেব্রিক দিয়ে তৈরি করা হয়। যেকোনো ক্যাজুয়াল ড্রেস বা ওয়েস্টার্ন আউটফিটের সাথে দারুণ মানিয়ে যায়। বিশেষ করে টিনেজার বা যারা ব্রা পরা নতুন শুরু করেছেন, তাদের জন্য একদমই পারফেক্ট। শুধু টিনেজেই না, যেকোনো বয়সের মেয়েরাই পরতে পারেন নিশ্চিন্তে।

ট্যাংক টপ

অনলাইনেই কিনুন টিউব টপ কটন ব্রা 

অনলাইনে লঞ্জেরি পারচেজ করার সময় কিছু বিষয় নিয়ে আমাদের কনফিউশন হয়। যেমন-

  • সাইজ ঠিকঠাক হবে তো
  • ওয়াশ করার পর কালার ফেইড হয়ে যাবে না তো
  • দাম অনুযায়ী প্রোডাক্টের কোয়ালিটি ঠিক থাকবে তো
  • ম্যাটেরিয়াল বা ফেব্রিক ভালো হবে তো

আর চিন্তা নেই! আজকে এমনই একটি টিউব টপ কটন ব্রা এর ফিচার শেয়ার করবো যা আপনাকে দিবে আল্টিমেট কমফোর্ট। যারা অনলাইন থেকে লঞ্জেরি কিনতে একটু দ্বিধায় থাকেন, তাদের জন্যও বেস্ট অপশন শেয়ার করবো। চলুন তাহলে দেখে নেই এখনই।

টিউব টপ কটন ব্রা

SHOP AT SHAJGOJ

     

    Armela Tube Top Cotton Bra

    • এই স্লিম ফিটিং টিউব টপ ব্রা তে আছে অ্যাডজাস্টেবল স্ট্র্যাপস
    • ৯৫% কটন ম্যাটেরিয়াল হওয়াতে এটি সুপার কমফোর্টেবল
    • লাইট প্যাডেড হওয়াতে ব্রেস্ট শেইপ ঠিক রাখে
    • টিনেজার থেকে শুরু করে সব বয়সের মেয়েরাই পরতে পারবেন
    • S, M, L, XL, XXL এই সাইজগুলো অ্যাভেইলেবল
    • ফুল কভারেজ, ব্রেস্ট ও ব্যাক এরিয়াতে ফুললি সাপোর্ট দেয়
    • হুক থাকে না, হ্যান্ডেল করা ইজি
    • ক্যাজুয়াল ও ট্রেন্ডি স্টাইলের জন্য পারফেক্ট (জিন্স, স্কার্ট, শর্টসের সাথেও ক্যারি করতে পারেন)

    কোথায় পাবো?

    বেস্ট কোয়ালিটির লঞ্জেরি এখন পেয়ে যাচ্ছেন শপ.সাজগোজ.কম এ। ওয়েবসাইট বা অ্যাপ থেকে লঞ্জেরি ক্যাটাগরি একবার ভিজিট করেই দেখুন, নিরাশ হবেন না আশা করি। এই টিউব টপ ব্রা এর সাথে সাথে মিনিমাইজার ব্রা, ম্যাটারনিটি ব্রা, পুশ আপ ব্রা, রেগুলার কটন ব্রা সহ বিভিন্ন ধরনের লঞ্জেরি কালেকশন এখন পেয়ে যাচ্ছেন একটি প্ল্যাটফর্মে। ফেব্রিক থেকে শুরু করে ওভারঅল কোয়ালিটি খুবই ভালো, যারা ইতিমধ্যে ইউজ করেছেন তারা তো জানেনই!

    সাইজ বুঝবো কীভাবে?

    S, M, L, XL, XXL কোন সাইজের টিউব টপ ব্রা নিবেন, সেটা এই চার্ট থেকে দেখে নিতে পারেন।

    ব্রা এর সাইজ মেজারমেন্ট

    এবার আসি ব্রা এর সাইজ মেজারমেন্ট প্রসেসে-

    ১) ব্যান্ড সাইজ বা ঘের নির্ধারণ করতে একটি ফিতা নিয়ে ব্রেস্টের ঠিক নীচ বরাবর শরীরের চারপাশে ঘুরিয়ে ইঞ্চিতে মাপ নিন। ফিতা যেন সমান্তরাল থাকে অর্থাৎ নীচে যেন না ঝুলে যায় বা উপরে উঠে না যায়, তা খেয়াল রাখতে হবে।

    ২) আপনার আন্ডার বাস্ট সাইজ (under bust size) যদি জোড় সংখ্যা হয় তাহলে আপনি এর সাথে যোগ করবেন ৪, আপনার আন্ডার বাস্ট সাইজ যদি বিজোড় সংখ্যা হয় তাহলে আপনি এর সাথে যোগ করবেন ৫। ধরুন আপনার আন্ডার বাস্ট সাইজ ২৯, তাহলে এর সাথে আপনি যোগ করবেন ৫। তাহলে আপনার ব্যান্ড সাইজ (band size) হচ্ছে ২৯+৫=৩৪। আবার, যদি মাপ ৩০ হয় তাহলে এর সাথে আপনি যোগ করবেন ৪। তাহলে আপনার ব্যান্ড সাইজ হলো ৩০+৪=৩৪।

    ৩) কাপ সাইজ জানতে হলে ব্রেস্টের স্ফিত অংশের মাপ নিয়ে নিন। সেইমভাবে মেজারমেন্ট টেপ নিয়ে আপনার আপার বাস্ট (upper bust) মেপে বের করুন। এবার এই সাইজ থেকে ব্যান্ড সাইজ বাদ দিন। অর্থাৎ বাস্ট সাইজ ৩৫ ইঞ্চি আর ব্যান্ড সাইজ ৩২ ইঞ্চি। মানে ব্রা সাইজ হবে ৩২সি (৩৫-৩২)। ( বিয়োগফল ১ অর্থে এ, ২ অর্থে বি, ৩ অর্থে সি, ৪ অর্থে ডি, ৫ অর্থে ই ইত্যাদি)। অর্থাৎ ডিফারেন্স ১ হলে কাপ সাইজ A, ২ হলে B এভাবে কাউন্ট করতে হবে।

    ৪) ব্রা সাইজের ক্ষেত্রে ৩০AA, ৩২AA, ৩৪AA দেখা যায়, AA হচ্ছে সবচেয়ে ছোট কাপ সাইজ। যদি বাস্ট সাইজ ও ব্যান্ড সাইজের ডিফারেন্স ১ ইঞ্চির কম হয়, তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে AA কাপ সাইজ।

    টিউব টপ কটন ব্রা

    কিছু সতর্কতা 

    • এই ধরনের ব্রা কখনোই ব্লিচ বা আয়রন করবেন না
    • শুধুমাত্র হ্যান্ড ওয়াশ করবেন
    • একবার পরার পর ভালোভাবে ধুয়ে ও শুকিয়ে পুনরায় ইউজ করুন
    • ৩/৪ মাস পর পর ইনার ওয়্যার চেঞ্জ করুন

    টিউব টপ কটন ব্রা সম্পর্কে আজ অনেক ইনফরমেনশন জানলাম। যারা অনলাইনে লঞ্জেরি আইটেম পারচেজ করতে কনফিউজড থাকেন, তাদের জন্য আজকের ফিচারটি হেল্পফুল ছিল আশা করি। কখন কোন ব্রা পরতে হবে বা বয়ঃসন্ধিকালের শুরুতে কী ধরনের ব্রা পরা উচিত, এই বিষয়গুলো এখনও অনেকের কাছেই ট্যাবু। দিন বদলাচ্ছে, এই সামাজিক ট্যাবু থেকে বেরিয়ে আসতে হবে সবাইকে। আজ তাহলে এই পর্যন্তই। শুভ কামনা সবার জন্য।

    SHOP AT SHAJGOJ

       

      ছবি- সাজগোজ

      4 I like it
      1 I don't like it
      পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

      escort bayan adapazarı Eskişehir bayan escort