একনে প্রন স্কিনের যত্নে বাজেট ও কনসার্ন অনুযায়ী সেরা ৫টি ফেইস ওয়াশ

একনে প্রন স্কিনের যত্নে বাজেট ও কনসার্ন অনুযায়ী সেরা ৫টি ফেইস ওয়াশ

4

অয়েলি স্কিন মানেই তেল চিটচিটে ফেইস আর একনে প্রবলেম! যতই ফেইস ক্লিন করা হোক না কেন, ততই যেন সিবাম প্রোডাকশন বাড়তে থাকে। এমন ধরনের স্কিনে কোন ফেইস ওয়াশ ইউজ করা যাবে সেটা নিয়েও ক্রিয়েট হয় কনফিউশন। একনে প্রন স্কিনের যত্নে আজকে আপনাদের ৫টি ফেইস ওয়াশ সম্পর্কে জানাবো, যেগুলো থেকে বাজেট ও কনসার্ন অনুযায়ী আপনি আপনারটি বেছে নিতে পারবেন। চলুন তাহলে জেনে নেই ফেইস ওয়াশগুলো সম্পর্কে।

একনে প্রন স্কিনের যত্নে সেরা ৫টি ফেইস ওয়াশ

Rajkonna Activated Charcoal Facial Wash

অয়েলি স্কিনে এক্সেস সিবাম প্রোডাকশন হয় বলে কিছুক্ষণ পর পর ত্বক তেলতেলে হয়ে যায়। সেই সাথে বেড়ে যায় একনে বা পিম্পল হওয়ার আশঙ্কা! এসব প্রবলেমের সল্যুশনের জন্য বেস্ট ফেইস ওয়াশটাই সবাই খুঁজলেও বাজেটের কারণে শেষ পর্যন্ত আর কেনা হয়ে ওঠে না। একনে প্রবলেম সল্যুশনের জন্য যারা বাজেট ফ্রেন্ডলি ফেইস ওয়াশ খুঁজছেন তাদের জন্য Rajkonna Activated Charcoal Facial Washটি খুব ভালো একটি অপশন হতে পারে। এই ফেইস ওয়াশের মেইন দুটি ইনগ্রেডিয়েন্ট হচ্ছে অ্যাকটিভেটেড চারকোল ও হানি। একনে প্রন স্কিনের সল্যুশনে ফেইস ওয়াশটি যে যে বেনিফিট দিবে-

  • স্কিনের ইমপিওরিটিস, পল্যুশন, মেকআপ পার্টিকেলস দূর করে
  • পোরস আনক্লগ করে এবং ডিপ লেয়ার থেকে স্কিনকে ডিটক্সিফাই ও পিউরিফাই করে
  • স্কিনের এক্সেস সিবাম কন্ট্রোল করে
  • স্কিন হাইড্রেটেড ও ময়েশ্চারাইজড রাখে

একনে প্রন স্কিনের সল্যুশনে রাজকন্যা ফেইস ওয়াশ

এই ফেইস ওয়াশ ইউজে অয়েলি স্কিনের সিবাম প্রোডাকশন কন্ট্রোল তো হবেই, সেই সাথে স্কিন হবে ব্রাইট। ক্রিমি টেক্সচারের এই ফেইস ওয়াশের ফ্রেগ্রেন্স একদম মাইল্ড। প্রতিবার ব্যবহারে রিফ্রেশিং ফিল দিবে। ১০০ মি.লি. টিউবে ফেইস ওয়াশটি পাওয়া যাচ্ছে। চারকোলের সাথে মিলিয়ে এর ব্ল্যাক কালারের প্যাকেজিংটি বেশ আই ক্যাচি। লাইট ওয়েট হওয়াতে ব্যাগে ইজিলি ক্যারি করা যাবে। অয়েলি টু কম্বিনেশন ও একনে প্রন স্কিনের জন্য স্যুইটেবল। টিনেজ থেকে শুরু করে সব বয়সীরাই ইউজ করতে পারবেন। বাজেট ফ্রেন্ডলি হওয়ায় স্টুডেন্টরাও কিনতে পারবেন।

Panam Care Daily Face Wash Apple Cider Vinegar

একে তো অয়েলি স্কিন, তার উপর পিম্পল বা র‍্যাশ কোনোভাবেই কমছে না? এমন স্কিন যাদের তারা ইউজ করতে পারেন Panam Care Daily Face Wash Apple Cider Vinegar ফেইস ওয়াশটি। এই ফেইস ওয়াশের মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার। এতে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রোপার্টিজ, যা একনে বা পিম্পলস প্রিভেন্ট করে। চলুন তাহলে ফেইস ওয়াশটির আরও কয়েকটি বেনিফিটস জেনে নেই-

  • স্কিনের অতিরিক্ত অয়েলিভাব দূর করে এবং সিবাম প্রোডাকশন কন্ট্রোল করে
  • স্কিনের পিএইচ লেভেল ব্যালেন্স ও রিস্টোর করে
  • মাইল্ডলি স্কিন এক্সফোলিয়েট করে
  • ক্লগড পোরস আনক্লগ করে
  • স্কিনের ডার্ট, ইমপিওরিটিস ও পল্যুশন দূর করে স্কিনকে ডিপলি ক্লিন করে

একনে প্রন স্কিনের সল্যুশনে পানাম ডেইলি ফেইস ওয়াশ

জেল টেক্সচারের এই ফেইস ওয়াশটির ফ্রেগ্রেন্সও বেশ মাইল্ড ও রিফ্রেশিং। গ্রিন অ্যাপেল কালারের প্যাকেজিংটি বেশ আইক্যাচি। লিক প্রুফ ওভাল শেইপের ক্যাপ থাকায় ব্যাগে ক্যারি করা যায় ইজিলি। এটি কিন্তু ১০০% অ্যালকোহল ও প্যারাবেন ফ্রি। এর ব্যবহারে স্কিনে কোনো ইরিটেশনও হয় না। বাজেট ফ্রেন্ডলি এই ফেইস ওয়াশটি ১৩ বছর বয়সের পর থেকে সব বয়সীরাই ইউজ করতে পারবেন।

LILAC Brightening Face Wash Oily And Combination Skin

তৈলাক্ত স্কিনে এমনিতেই অনেক সমস্যা থাকে, এর উপর যদি স্কিন হয় সেনসিটিভ তাহলে তো কথাই নেই! স্কিন কেয়ার রুটিন ফলো করতে গিয়েও কোন প্রোডাক্ট ইউজ করা যাবে আর কোনটি নয় তা নিয়ে কনফিউশন ক্রিয়েট হয়। এমন কনফিউশনে যারা আছেন তাদের জন্য বেস্ট একটি সল্যুশন হতে পারে LILAC Brightening Face Wash Oily And Combination Skin ফেইস ওয়াশটি। এই ফেইস ওয়াশের মেইন ইনগ্রেডিয়েন্ট অ্যাকটিভেটেড চারকোল পাউডার। এই উপাদানটি ইফেক্টিভ ক্লেনজিং এর সাথে সাথে মাইল্ড এক্সফোলিয়েশন ও স্কিন ডিটক্সিফাইয়িং এরও কাজ করবে। ফেইস ওয়াশটি ইউজ করলে আরও যে যে বেনিফিট পাওয়া যাবে-

  • ব্যাম্বু চারকোল ম্যাগনেটের মতো অ্যাট্রাক্ট করে স্কিনের ভেতর থেকে ডার্ট ও এক্সেস অয়েল বের করে নিয়ে আসে
  • স্কিনকে ডিপলি ক্লিন করে
  • স্কিন ডিটক্সিফাই করে
  • ইফেক্টিভলি স্কিনকে এক্সফোলিয়েট করার পাশাপাশি ময়েশ্চারাইজডও রাখে

LILAC Brightening Face Wash Oily And Combination Skin

১২০ মি.লি. এর এই ফেইস ওয়াশটির অ্যাশ কালারের প্যাকেজিংটি বেশ আইক্যাচি। টিউব সিস্টেম থাকায় নির্দিষ্ট পরিমাণে বের করা সহজ। ফ্লিপটপ ক্যাপ-টাও বেশ স্ট্রং তাই লিক হওয়ার চান্স নেই। ক্রিমি টেক্সচারে সহজেই ফোম তৈরি হয় বলে পরিমাণে বেশি লাগে না। এটি সম্পূর্ণ প্যারাবেন ও ক্রুয়েলটি ফ্রি। রিজনেবল প্রাইসে পাওয়া যায় বলে স্টুডেন্টরাও কিনতে পারবেন। টিনেজ থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষ এটি ইউজ করতে পারবেন।

Neutrogena Clear & Defend Facial Wash

একনে প্রন স্কিন ও একনে স্পট নিয়ে চিন্তা কিন্তু কমবেশি আমাদের সবারই। বিশেষ করে যাদের স্কিনে সব সময় একনে হয় তারা এই প্রবলেমের সল্যুশন খুঁজে খুঁজে হয়রান হয়ে যান। অয়েল ফ্রি স্কিন পেতে এবং স্কিনের স্পট রিমুভ করার জন্য বেস্ট একটি সল্যুশন হতে পারে Neutrogena Clear & Defend Facial Wash। এতে স্যালিসাইলিক অ্যাসিড আছে, যা একনে প্রন স্কিনের জন্য খুবই হেল্পফুল। এই ফেইস ওয়াশে যে যে বেনিফিট পাওয়া যাবে-

  • একনে স্পট রিমুভ করে
  • ফিউচার ব্রেকআউট প্রিভেন্ট করে
  • স্কিনের পিএইচ ব্যালেন্স মেনটেইন করে
  • স্কিন প্রোপারলি ক্লিন করে

Neutrogena Clear & Defend Facial Wash

এই ফেইস ওয়াশটি ডার্মাটোলজিক্যালি টেস্টেড। নিয়মিত ব্যবহারে মাত্র ২/৩ সপ্তাহের ভেতর পরিবর্তন বোঝা যাবে। সেনসিটিভ স্কিনেও ব্যবহার করা যাবে। এর প্যাকেজিংটি মোটেও ফ্যান্সি নয়। বরং সব ইনফরমেশন ফ্রন্টে দেয়া থাকে বলে সহজেই এর সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যায়। স্পট রিমুভ করার যে ক্লেইম এই ফেইস ওয়াশটি করে সেটি একদম ঠিক। এই ফেইস ওয়াশের টেক্সচার জেল টাইপের। ২০০ মি.লি. এর এই ফেইস ওয়াশটি হাই এন্ড রেঞ্জের। যারা Neutrogena ব্র্যান্ড এর প্রোডাক্ট আগে ইউজ করেছেন এবং হাই এন্ড রেঞ্জের প্রোডাক্ট প্রিফার করছেন তাদের জন্য এটি বেস্ট চয়েস হতে পারে।

Cosrx Salicylic Acid Daily Gentle Cleanser

অনেকের স্কিন গরমকালে অনেক বেশি অয়েলি, আবার শীতকালে কিছু জায়গায় ড্রাই আবার কিছু জায়গায় অয়েলি হয়ে থাকে। সেই সাথে ব্রণের সমস্যা তো থাকেই। এমন সমস্যা যারা ফেইস করছেন তারা Cosrx Salicylic Acid Daily Gentle Cleanser টি ইউজ করতে পারেন। এতে থাকা ০.৫% স্যালিসাইলিক অ্যাসিড স্কিনকে ক্লিন করার পাশাপাশি স্কিনে একটি ফ্রেশ ও গ্লোয়িং ভাব এনে দেয়। চলুন এই ক্লেনজারের কয়েকটি বেনিফিটস জেনে নেই-

  • স্কিনের ব্রেকআউটস কমায়
  • স্কিনকে প্রোপারলি ক্লিন করে
  • ত্বককে শুষ্ক হতে দেয় না
  • পোরস আনক্লগ করে এবং ইমপিওরিটিস দূর করে
  • সিবাম প্রোডাকশন কন্ট্রোল করে এবং পোরস থেকে ডার্ট ক্লিন করে
  • এক্সফোলিয়েশনের মাধ্যমে ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডসের প্রবলেম প্রিভেন্ট করে
  • স্কিনকে সফট ও স্মুথ করে তোলে

Cosrx Salicylic Acid Daily Gentle Cleanser

যাদের স্কিনে একনে বা ব্লেমিশের প্রবলেম আছে তারা নির্দ্বিধায় এটি ব্যবহার করতে পারবেন। সাদা ও লালের কম্বিনেশনে তৈরি করা এর প্যাকেজিংটি বেশ আইক্যাচি। ১৫০ মি.লি. এর এই ক্লেনজারটিও হাই এন্ড রেঞ্জের। যাদের স্কিন বেশ সেনসিটিভ এবং একনে প্রন হওয়ায় কোন প্রোডাক্ট ইউজ করবেন বুঝতে পারছেন না, আবার একইসাথে হাই এন্ড রেঞ্জের প্রোডাক্ট প্রিফার করছেন তাদের জন্য এটা মাস্ট হ্যাভ একটি প্রোডাক্ট হতে পারে।

এই তো জানিয়ে দিলাম, একনে প্রন স্কিনের যত্নে সেরা ৫টি ফেইস ওয়াশ সম্পর্কে। এই সবগুলো প্রোডাক্ট সাজগোজে পেয়ে যাবেন। এছাড়া অথেনটিক স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ও মেকআপ রিলেটেড যে কোনো প্রোডাক্ট কিনতে পারেন সাজগোজ থেকে। সাজগোজের চারটি ফিজিক্যাল শপ রয়েছে। শপগুলো যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার এবং উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) এ অবস্থিত। এই শপগুলোতে ঘুরে নিজের পছন্দমতো অথবা অনলাইনে  শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন আপনার দরকারি প্রোডাক্টগুলো।

SHOP AT SHAJGOJ
    SHOP AT SHAJGOJ

       

      ছবিঃ সাজগোজ

       

      23 I like it
      6 I don't like it
      পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

      escort bayan adapazarı Eskişehir bayan escort