বাঙালি মেয়েদের চোখ এমনিতেই মায়াকাড়া। একটু কাজল ছোঁয়ানো চোখ দিয়ে হাজার বছর ধরে এই অঞ্চলের মেয়েরা দুনিয়া জয় করেছে। চোখের সাজের ধরণ ধারণ সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে বৈকি, কিন্তু সেই কাজলের প্রয়োজনীয়তা কোনকালেই এড়াবার নয়। তবে সময়ের সাথে সাথে চোখের সাজেও এসেছে নানান বৈচিত্র, আই মেকাপ এখন মেক-ওভারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আই মেকাপ বা চোখের সাজের খুঁটিনাটি সব কিছু নিয়ে কথা হবে এই আর্টিক্যালে।
চোখের মেকাপের কথা বলতে গেলে প্রথমেই যেই বিষয়টা আসে তাহলো আই-শ্যাডো। কিন্তু আপনি যদি সাজগোজের সরঞ্জামের খোঁজ খবর নিয়মিত রাখেন তবে অবশ্যই কখনো না কখনো শুনে থাকবেন আই-প্রাইমার বা আই-শ্যাডো বেইজের কথা। আইশ্যাডো দেয়ার আগে চোখের পাতায় আই-প্রাইমার লাগিয়ে নিলে রঙ যেমন ফুটে উঠবে তেমনি আই-মেকাপটিও থাকবে পরিপাটি দীর্ঘ সময় ধরে। দেশের দোকানগুলোতে এখনো সেভাবে আই-প্রাইমার পাওয়া না গেলেও ফেইসবুকের অনলাইন পেইজগুলোতে ঢু মারলে সহজেই পেয়ে যাবেন আই-প্রাইমার। ২০০ টাকা থেকে শুরু করে ৪৫০ টাকার মধ্যে ELF বা MUA র আই-প্রাইমার পাওয়া যাবে।
ELF এর আই-প্রাইমার
আই প্রাইমার ব্যবহার করার সবচেয়ে বড় সুবিধা হলো নন-ব্র্যান্ড মোটামুটি কোয়ালিটির শ্যাডো ব্যবহার করেও অনেক সুন্দর আই-লুক তৈরি করতে পারবেন। জাস্ট গোল্ডসহ আরো যেসব আই-শ্যাডো প্যালেট দেশে পাওয়া যায়, সেগুলোর বড় অসুবিধা হল কিছু কিচু রঙ একদমই expected রঙ দেয় না, বোঝাই যায় না কালার চোখে লাগালে। কিন্তু আই-প্রাইমার লাগালে দেখবেন এইসব কালার ই অনেক সুন্দর ফুটে উঠবে। আইশ্যাডোরও আছে নানা রকমের। চাইলে কিনে নিতে পারেন সিঙ্গেল পট শ্যাডো, পছন্দমত রঙ দেখে, যেকোন দোকানেই পাবেন, ম্যাট বা shimmery, দাম মাত্র ২০ থেকে ৩০ টাকা।
গাউসিয়া থেকে শুরু করে সব দোকানেই পাওয়া যাবে এই সিঙ্গেল পট আইশ্যাডো
আবার যদি চান যে একসাথে অনেক রঙের শ্যাডো ওয়ালা প্যালেট কিনে নেবেন তাহলে কিনে নিতে পারেন সিভানা আইশ্যাডো প্যালেট যা পাওয়া যাবে প্রিয় বা আলমাস সহ অন্য যেকোন মেকাপের দোকানে, দাম ৬০০ টাকা। চাইলে জাস্ট গোল্ডের বা ম্যাক্স টাচের ও কিনতে পারেন, দাম পড়বে ১০০০ টাকার মধ্যে। আর কেউ যদি অনলাইনে শপিং করতে অভ্যস্থ হন তাহলে MUA , Sleek , Wet n Wild ব্র্যান্ডেরগুলো কিনতে পারেন, দাম যেমন সাধ্যের মধ্যে তেমনি এগুলোর কোয়ালিটিও অনেক ভালো হয়।
অনেকেই আমরা ফোম এপ্লিকেটর ব্যবহার করি আইশ্যডো লাগাতে, এই এপ্লিকেটর গুলো গাউসিয়া থেকে ১২টার প্যাকেটে কিনে রাখতে পারেন বা খুচরাও কিনতে পারেন, প্রতিটা ১৫ থেকে ২০ টাকা, তবে একসাথে প্যাকেট ধরে কিনলে দাম বেশ কম পড়ে। এছাড়াও নানা ধরণের ব্রাশ আছে শ্যাডো দেওয়ার জন্য, কোনটার নাম ব্লেন্ডিং ব্রাশ, কোনটা ডিফাইনার ব্রাশ, আবার স্মোকি আই করার জন্য বিশেষ ধরণের স্মাজ ব্রাশ ও রয়েছে। ২০০ টাকায় যেই ব্রাশ সেটগুলো আজকাল পাওয়া যায় তার মিডিয়াম আর ছোট ব্রাশ দুইটি চাইলে ব্লেন্ডিং আর ডিফাইনার ব্রাশ হিসাবে ব্যবহার করা যায়। আমি আজকাল যেই ব্রাশটি ব্যবহার করে থাকি সেটার একপাশে এপ্লিকেটর আরেক পাশে Angle ব্রাশ। আপনি Wet n Wild প্যালেট কিনলে এইরকম একটি ব্রাশ পাবেন সাথে।
উপরের ছবিতে দেখছেন USA ব্রান্ড Urban Decay এর ব্লেন্ডিং ব্রাশ
আই-শ্যাডো দেওয়া হয়ে গেলে চোখের উপরে লাগিয়ে নিন লিকুইড আই লাইনার, আর নিচের পাতায় পরিপাটি করে দিয়ে নিন কাজল। লিকুইড আইলাইনার আছে বিভিন্ন দামের। Ms n Mrs এর ডিপ লাইনার পাবেন ১৮০ টাকায়, লা ফেমে আছে ১৫০ টাকায়, Revlon এর colorstay লিকুইড আইলাইনার পাবেন ৬০০ টাকায়। কাজলেও আছে রকমফের, waterproof বা Smudge হয় না এমন কাজল বেছে নেয়াই ভালো, তাতে কাজল ছড়িয়ে যায় না। কাজলের বেলায়ও Ms n Mrs এর কাজলটি বেশ, দাম ১২০ থেকে ১৫০ টাকা। প্রেস্টিজের কাজলগুলোও কিনে নিতে পারেন ২৫০ টাকায়। এছাড়া আরেকটু দামী চাইলে Maybelline Colassal বা Revlon Colorstay ও কিনতে পারেন। আবার চাইলে কালো ছাড়াও অন্যান্য হরেক কালারের কাজলও কিনে নিতে পারেন, চোখের নিচের পাতায় অন্য রঙের কাজল দিলে চোখ আরো সুন্দরভাবে ফুটে উঠবে।
সব শেষে মাসকারা লাগিয়ে নিন পাপড়িতে (Lash এ)। লা ফেমে মাসকারা পাবেন ২৫০ টাকায়। অনলাইনে কেনার অভ্যেস থাকলে কিনে নিতে পারেন বেনেফিটের They’r real মাসকারা, ১০০০ টাকার মত দাম পড়বে।
আজকাল অনেকেই পড়ছেন False Lash। এটি ব্যবহার করতে চাইলে শ্যাডো লাগানোর পর আই-লাইনিং না করে প্রথমে লাগিয়ে নিতে হবে False Lash. লাগানোর জন্য গ্লু কিনতে পাবেন কসমেটিক্সের দোকানে। False Lash পরা হলে আইল্যাশ কার্লার দিয়ে সেট করে নিতে হবে, তারপর আইলাইনিং, কাজল দিয়ে মাস্কারা লাগিয়ে নিতে হবে নিচের ল্যাশে। আইল্যাশ কার্লারের দাম ২০০ টাকা, আইল্যাশ আর গ্লু এর সেট কিনতে পাবেন ৩০০টাকার মধ্যে।
এই ছিলো প্রয়োজনীয় জিনিস-পত্রের ফর্দ। টুকি টাকি প্রোগ্রাম থেকে শুরু করে পার্টি সাজে নিজেকে টিপ টপ ও আকর্ষনীয় করে রাখতে হলে নিজের মেকাপটা নিজেই করতে শিখে ফেলাটা জরুরি। এই উপকরণগুলো একবার কিনে ফেললে তারপর নিজেই করে ফেলতে পারবেন নিজের পছন্দমত আই-মেকাপ। দিনের বেলায় একটু হাল্কা রঙ আর রাতের মেকাপে স্মোকি বা গ্লিটারি আই-মেকাপ আপনাকে করে তুলবে সবার মধ্যে একজন- অনন্যা।
আমার করা একটি আই-মেকাপের ছবি দিয়ে আজকে শেষ করছি। শুভকামনা।
যা যা ব্যবহার করা হয়েছেঃ আইশ্যাডো- ELF, Wet n Wild, আইলাইনার- Wet n Wild Megaliner, মাসকারা- Urban Decay
প্রসাধনীগুলো যমুনা ফিউচার পার্কের Sapphire এ পাওয়া যাবে।
লিখেছেনঃ তাসিয়া
মডেলঃ তাশফিয়া রহমান এলিন