হেয়ার স্ট্রেইটেনার দিয়ে চুলে কার্ল (স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল) - Shajgoj

হেয়ার স্ট্রেইটেনার দিয়ে চুলে কার্ল (স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল)

9

আমাদের যাদের চুল হালকা ওয়েভি অথবা স্ট্রেইট তাদের মোটামুটি সবার কাছেই হেয়ার স্ট্রেইটেনার থাকে। কিন্তু ব্যারেল কার্লার আসলে কেনা হয় না। আমি যেমন মাসে একবার চুলে কার্ল করি, এর জন্য নিশ্চয়ই আবার আলাদা করে কার্লার কিনব না! কার্লি হেয়ার আমরা সবসময় কোন পার্টির আগে পার্লার থেকেই করাই। কিন্তু আপনি নিজেই যদি আপনার পড়ে থাকা হেয়ার স্ট্রেইটেনার দিয়েই চুলে ব্যারেল কার্ল করে ফেলতে পারেন, তাহলে আর কী? আজকের আর্টিকেলে আপনাদের সেটাই দেখাব। এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি চুলে সহজেই কার্লার দিয়ে তৈরি কার্লের মতই সফট কার্ল তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নিই ছবিসহ টিউটোরিয়ালটি।

hair

Sale • Straight, SHOP BY HAIR TYPE, Curly & Wavy

    যা যা লাগবেঃ

    -চিরুনি

    -হেয়ার স্ট্রেইটেনার

    -ক্লিপস, হেয়ার একসেসরিজ

    -Heat protector spray অথবা সিরাম

    স্টেপ এক –

    শুরুতে চুল সোজা করে নিন। অবশ্যই  Heat protector ব্যবহার করতে ভুলবেন না কারণ হিট দিয়ে চুল কার্ল করলে চুলের ড্যামেজ অনেক বেশি হয়। আপনার চুল যদি অলরেডি ড্যামেজড হয় তবে ভালো মানের সেলুন কোয়ালিটির Heat protector ব্যবহার করুন।

    স্ট্রেইটেনার দিয়ে সোজা করে নেয়া চুল

    স্টেপ দুই–

    ছবিতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে চুল ভাগ করে নিন। চুলে লেয়ার থাকলে ছোট চুল গুলি আলাদা করে মাথার উপরে ক্লিপ দিয়ে আটকে নিন। ভালো ভাবে চুল আটকান যাতে পরে বের হয়ে এসে বিরক্ত না করে। আমরা মাথার চুলের নিচের দিক থেকে কার্ল করা শুরু করব।

    step2

    স্টেপ তিন-

    পেছনের চুল থেকে এক ইঞ্চির অংশ আলাদা করে নিন। ওই চুলের জটা ছাড়িয়ে নিন। এরপর চুলের মাঝের অংশে ছবির মত করে হেয়ার স্ট্রেইটেনার সেট করুন।

    step3

    স্টেপ চার-

    এবার চুলের ঐ অংশের শেষটা ধরে স্ট্রেইটেনারের একটি plate এর সাথে ছবির মত করে পেঁচান।

    step4

    স্টেপ পাঁচ-

    আগের ধাপে একবার চুলের অংশটা পেঁচিয়েছেন। এবার চুলের আগা ধরে স্ট্রেইটেনার ভেতরের দিকে ঘুরান ও চুলের আগা ছবির মত করে স্ট্রেইটেনারের মাঝ থেকে বের করে নিন।

    step5

    স্টেপ ছয়-

    এবার চুল এভাবে ধরা অবস্থাতেই আস্তে আস্তে স্ট্রেইটেনার নিচে নামিয়ে আনুন। খুব তাড়াতাড়ি করলে কিন্তু চুলে ঠিক মতো কার্ল হবে না। সফট কার্ল আনার জন্য অন্তত দশ সেকেন্ডের মত সময় নিন।

    step6

    স্টেপ সাত-

    চুলের পুরোটা লেংথ স্ট্রেইটেনার থেকে বের হয়ে এলেই আপনি পাবেন এমনি কিউট আর বাউন্সি কার্ল। এই অংশটা এবার পেছনে সরিয়ে রাখুন যাতে চুলের অন্য অংশে কাজ করার সময় আপনাকে এটা বিরক্ত না করে।

    step7

    স্টেপ আট-

    এবার বাকি চুল থেকে এক ইঞ্চি করে অংশ নিয়ে একই ভাবে কার্ল করে ফেলুন। খেয়াল রাখবেন যেন এক ইঞ্চি সেকশনই হয় নয়ত কার্ল গুলো এবড়ো থেবড়ো দেখাবে। মাথার একদিক হয়ে গেলে অন্য দিকের চুল গুলোও কার্ল করুন। উপরে যে চুলগুলো ক্লিপ দিয়ে আটকে রেখেছিলেন ওগুলো খুলে একই ভাবে কার্ল করে ফেলুন। আপনার এবার চুল যেভাবে স্টাইল করতে ইচ্ছা করে করুন অথবা খোলাই রাখুন। যদি চান কার্ল অনেক্ষণ থাকুক তবে medium hold hair spray  ব্যবহার করতে পারেন। ব্যাস, আপনার কার্লি লুক কমপ্লিট।

    step9

    কিছু কথা মনে রাখবেন-

    – বাইরে যাবার আগে এটা প্রথম বার ট্রাই করবেন না। আগে প্রাকটিস করবেন, এতে শেষ মুহূর্তে আপনার লুক নষ্ট হবার ভয় থাকবে না।

    – প্র্যাক্টিস করার সময় হিট সেটিংস লো করে নেবেন। খামোখা চুল ড্যামেজ করবেন না।

    – পুরো চুলের কার্ল কমপ্লিট হবার পর ভুলেও চুল আঁচড়াবেন না। এতে এত কষ্ট করে করা সব কার্ল নষ্ট হয়ে যাবে।

    আশা করি এই টিউটোরিয়ালটির সাহায্যে আপনাদের আমি পুরো প্রক্রিয়াটি বোঝাতে পেরেছি। আপনি এবারে আপনার চুলে যখন খুশি ঘরে বসেই কার্ল করতে পারবেন কোন কার্লার ছাড়া। এরকম সফট কার্ল চুলে আপনি করতে পারেন আপডু, হাফ আপ হাফ ডাউন স্টাইল অথবা আপনার পছন্দের যেকোনো সাজ। তো, এবার নিজে একটু চেষ্টা করে দেখুন, আপনার লুকটা কার্লি চুলে কতটা চেঞ্জ হয়।

    লিখেছেনঃ তাবাসসুম মুশতারী মীম

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort