কাগজের কফি কাপ - Shajgoj

কাগজের কফি কাপ

2

আজ শেখাব টয়লেট পেপার রোল দিয়ে কাগজের কফি বা চায়ের কাপ তৈরি। বাড়ির শিশুদের কাছে এটি খুবই আনন্দদায়ক ও উপভোগ্য হবে বলে আশা করছি। মাত্র ১০ মিনিটেই তৈরি করতে পারবেন এটি। তাই চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেই কী কী লাগবে এটি তৈরিতে-

১। টয়লেট পেপার রোল

Sale • Deodorants/Roll Ons, Bath & Shower, Scrubs & Exfoliants

    ২। আইকা বা গ্লু

    ৩। কাঁচি

    ৪। রং

    3

    প্রথমে টয়লেট পেপার রোলটির ছোট অংশ কেটে নিন। এই কাটা অংশ দিয়ে আমরা কাপের হাতল দিব।

    এবার বড় অংশটির নিচের দিকে সামান্য অংশকে সমান উচ্চতায় চার ভাগ করুন এবং ছবির মতো ভাঁজ দিয়ে গ্লু লাগিয়ে দিন। এটি হল কাপের তলার অংশ।

    4

    এখন হাতলের জন্য কেটে রাখা বৃত্তাকার অংশটিকে প্রয়োজন অনুসারে কাটুন, যাতে কাপের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। আইকার সাহায্যে হাতল জোড়া লাগান। এবার রং/রঙ্গিন কলম দিয়ে ইচ্ছেমত সাজিয়ে নিন কাপটি।

    ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট কফি কাপ! কাপের নিচে প্লেট দিতে চাইলে কার্ডবোড পেপারকে অথবা আরেকটি টয়লেট পেপার রোল কে লম্বালম্বি কেটে খুলে বৃত্তাকারে কেটে নিন।

    5

    লিখেছেনঃ জান্নাতুল সাদিয়া

    সূত্র: ক্রোকোটেক.কম

    1 I like it
    1 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort