ইতালিয়ান গার্লিক বল  - Shajgoj

ইতালিয়ান গার্লিক বল 

garlic ball

আমরা বাসায় প্রায় সব সময়ই আজকাল পিজা,স্প্যাগেটি বানাই। এসবের সাথে যদি গার্লিক বল থাকে স্টার্টার হিসাবে তাহলে তো কথাই নেই!! অনেক মজা লাগে এটা খেতে , আর বানাতেও লাগে কম সময় !! 

যা যা লাগবেঃ
-ময়দা ১ কাপ ( ছবিতে যত গুলা দেখছেন ততগুলোর জন্য )
-হালকা গরম পানি ১/৩ কাপ (এর মধ্যে ১/৪ চা চামচ ইস্ট দিয়ে ঢেকে রাখুন ১০ মিনিট )
-লবণ এক চিমটি
-চিনি ১/২ চা চামচ
-তেল ২ টেবিল চামচ

Sale • Talcum Powder, BB & CC cream

    ** এগুলো সব একসাথে মেশান। ইস্ট মেশানো হালকা গরম পানি অল্প অল্প করে ময়দায় মেশাতে থাকুন। খুব স্টিকি একটা ডো হবে। ভেজা কাপড় দিয়ে ঢেকে ১ ঘণ্টা রেখে দিন গরম কোনো জায়গায়।

    -রসুন কোয়া ১০ টি , মিহি করে কুচি করা
    -গলানো বাটার ২ টেবিল চামচ
    -লবণ এক চিমটি
    -মিক্সড হার্ব ১ চা চামচ ( পার্সলে ,বেসিল, অরিগানো , রোজমেরি ইত্যাদি ) optional

    ** এখন সবগুলো একসাথে মিশিয়ে রেখে দিন।

    বল বানাবেন যেভাবেঃ
    * ডো কে সমান চার ভাগে ভাগ করুন।
    * এক এক ভাগ একটু লম্বা করে হাত দিয়ে বেলে সেখান থেকে ছোট করে কেটে গোল গোল বল বানিয়ে নিন।
    * মার্বেলের চেয়ে একটু বড় হবে।
    * বেকিং শিটের উপরে রাখুন বল গুলো।
    * বল গুলোর উপর গার্লিক সস এর মিশ্রণ থেকে ১.২ চা চামচের কম করে নিয়ে উপরে সাজিয়ে দিন।
    * ওভেন প্রি হিট করুন ১৮০ তে ১৫ মিনিট।
    * ১৭ /২০ মিনিট বেক করুন।
    * মেয়নেজ দিয়ে সাথে সাথে পরিবেশন করুন মজাদার গার্লিক বল !!!

    রেসিপি এবং ছবিঃ সিম্পল কুকিং এ্যান্ড বিউটি টিপস

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort