আমাদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ চলেই এসেছে। বাংলা বর্ষবরণের এই উৎসবের জন্য আপনার সব ধরনের প্রস্তুতি নিশ্চয়ই নেয়া হয়ে গেছে। শাড়ি, ব্লাউজ, গহনা, কানের দুল, ফুল, জুতা সবকিছুই প্রস্তুত করে রেখেছেন। কিন্তু শুধু সাজগোজের কথা ভাবলেই হবেনা, সারাটা দিন আপনি যেন উপভোগ করতে পারেন, সে জন্য কিছু কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে।
- যেহেতু বৈশাখের এই প্রথম দিনটিতে প্রচণ্ড গরম থাকে, তাই বাইরে ঘুরে বেড়াবার প্ল্যান থাকলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে দিনে হালকা মেকআপ নেয়া। ঘামের সমস্যা যাদের বেশি, তাদের জন্য ওয়েট টিস্যু বা ওয়াইপ টিস্যু, বা একটা রুমাল রাখা প্রয়োজন।
- প্রচণ্ড রোদ যেন আপনার সাজের কোন ক্ষতি করতে না পারে সেজন্য সাথে বিবি বা সিসি ক্রিম রাখতে পারেন যাতে বারবার টিস্যু ব্যবহার করার পর চটজলদি টাচআপ করতে পারেন। আর অনেকক্ষণ বাইরে থাকতে হলে সানস্ক্রিন রাখুন। সাথে ছাতা রাখতে পারেন, রোদেও কাজে লাগবে, আবার হঠাৎ বৈশাখী ঝড়ে বৃষ্টিতে ভিজে বেকায়দায় পড়তে হবেনা।
- শরীরে যাতে পানির ঘাটতি না হয়, সেদিকে খেয়াল রাখুন। গরমে পানিশূন্যতা দেখা দিলে আপনি কোনোভাবেই আনন্দ করতে পারবেন না। মাথা ব্যথা, দুর্বলতা ইত্যাদি বোধ করলেই তৎক্ষণাৎ পানি খাবেন। খুব বেশি ঘাম হলে পানির সাথে স্যালাইন মিশিয়ে খেতে পারেন।
- খেয়াল রাখুন আপনার সাজ সরঞ্জাম যেন ওয়াটার প্রুফ হয়। নাহলে ঘামে সাজ একেবারে নষ্ট হয়ে যাবে। বিশেষ করে আই লাইনার আর কাজল যেন ওয়াটার প্রুফ হয়। ব্যাগে ছোট্ট একটা আয়না রাখতে পারেন। এছাড়াও ছোট চিরুনি, লিপস্টিক ইত্যাদি সাথে রাখতে পারেন।
- চুল খোলা না রেখে বরং বেঁধে রাখুন। তাতে গরমে আরাম পাবেন। যদি চুল খোলা রাখতেই চান, বাসায় বসে কিছু সহজ খোপা করার প্র্যাকটিস করুন। অতিরিক্ত গরমে প্রয়োজন পড়লে চট করে খোপা করে ফেলতে পারবেন।
- বাইরের খাবার না খাওয়ার চেষ্টা করবেন। গরমকালে বাইরের খাবারের মাধ্যমেই পানিবাহিত, বায়ুবাহিত রোগ ছড়ায় বেশি। পানি খেতে হলে মিনারেল ওয়াটার, কোনোভাবেই রাস্তার পাশে বিক্রি হওয়া শরবত খাবেন না।
- ফুল ছাড়া বৈশাখী সাজ অসম্পূর্ণ। এমন ফুল বাছাই করুন যেগুলো অনেকক্ষণ তাজা থাকবে, নেতিয়ে যাবেনা। আগের রাতে আধা ফোটা কিংবা কলিসহ ফুল কিনে পানিতে রেখে দিন। পরদিন ফুটন্ত ফুল পাবেন।
- আগের দিন রাতে সবকিছু গুছিয়ে রাখুন। প্রয়োজনের সময় অনেক জিনিস খুঁজে পাওয়া যায়না। ছোটখাটো জিনিস যেমন- টিপ, সেফটিপিন, চুলের ক্লিপ ইত্যাদি গুছিয়ে রাখুন। সকালে তাহলে আর তাড়াহুড়ো করতে হবেনা।
- সাথে একটা হাতপাখা রাখতে পারেন। গরমে চমৎকার কাজে দেবে।
- সুতি পোশাক সবচেয়ে আরামদায়ক গরমের জন্য। আপনার লুক দেশি হোক, পশ্চিমা হোক বা ফিউশন, পোশাকের ম্যাটেরিয়াল সুতি হলেই আপনার জন্য সবচেয়ে আরামদায়ক হবে। তাছাড়া, এখন লিনেনের পোশাক বেশ চলছে যা গরমে পরার উপযোগী।
বৈশাখে স্নিগ্ধ লুকটা ঐতিহ্যবাহী আবার একই সাথে গরমের সাথেও মানানসই। আপনার স্নিগ্ধ সাজে সারাদিন কাটুক আনন্দে ও সুস্থতায়। অগ্রিম শুভ নববর্ষ।
Sale • Day/Night Cream, Day & Night Cream, Day Cream
লিখেছেনঃ শান্তা সোহেলী ময়না
ছবিঃ এ্যালিসেসমেকাপ.ম্যাডনেস.কম