তৈরী করতে যা যা লাগবে
১) A4 সাইজের কালার পেপার (যেকোন কালার)
২) কাঁচি
৩) গ্লুস্টিক
৪) আর্ট পেপার
প্রথমে রঙিন কাগজটিকে আড়াআড়ি রেখে যে কোন এক পার্শ্বে ১/২” দাগ দিয়ে গ্লুস্টিক দিয়ে আঠা লাগিয়ে দিতে হবে।
এবার অপর পার্শ্বটিকে এনে আঠা লাগানো পার্শ্বের সাথে লাগিয়ে / জুড়ে দিতে হবে। দেখতে অনেকটা ফাঁপা পাইপের মত হবে।
এবার চাপ দিয়ে ফাঁপা অংশ সমান করে দিতে হবে। এবার ফাঁপা দুই পাশের যে কোন একদিকে আন্দাজমত ভাঁজ করতে হবে।
এবং ভাঁজ হওয়া অংশকে ছবির মত করে আবার দুই পাশ থেকে ভাঁজ করতে হবে।
এবারে, নিচের দিক থেকে, ছবিতে দেখানো হয়েছে এরকম ভাঁজ করে ভাঁজের লাইন বরাবর আঠা লাগিয়ে দিতে হবে, যেন কোন ফাঁকা না থাকে।
আমাদের মূল ব্যাগটি তৈরী হয়ে যাবার পর দুইপাশ থেকে আবার ভাঁজ করতে হবে একইভাবে সামনে এবং পেছনের দিকে। এতে করে ব্যাগটিকে সুন্দর দেখাবে।
এবার উপরের খোলা মুখটিকে একটি ভাঁজ করে পাঞ্চ মেশিন দিয়ে দুইপাশে দুটো ছিদ্র করতে হবে যেন যেকোন ধরনের ফিতা দিয়ে গিফট্ ব্যাগের খোলামুখ বন্ধ করে দেয়া যায়।
এবারে ব্যাগটিকে আরো আকর্ষণীয় করে তুলতে মাপমতো একটি সাদা আর্ট পেপার কেটে ব্যাগের যে কোন একপাশ সেঁটে দিতে হবে।
এবার কয়েকটি ছোট কালার পেপারের টুকরো নিয়ে যেকোন একটি কাগজ ভাঁজ করে তার মধ্যে হাফ হার্ট এঁকে বাকি কাগজ গুলোকে হাফ হার্টের নিচে রেখে কাঁচি দিয়ে কেটে হার্টের শেপ গুলোকে আলাদা করে ফেলতে হবে।
এবার কাগজ কেটে খুবই চিকন তিনটি লম্বা কাগজ বের করে আঠা দিয়ে আমরা সাদা আর্ট পেপারের মাঝখানে লাগিয়ে দেবো। এবার হার্টগুলোকে একের পর এক গ্লু / আঠা দিয়ে লাগিয়ে দিলেই (ছবিতে দেখানো) তৈরী হয়ে যাবে আমাদের আকর্ষণীয় একটি কাগজের হ্যান্ডমেইড গিফট্ ব্যাগ।
এভাবে একই নিয়মে পছন্দমতো নিজে নিজেই খুব অল্প সময়ের মধ্যেই তৈরী করা যায় কাগজের হ্যান্ডমেইড গিফট্ ব্যাগ ।
লেখা এবং ছবিঃ শাহ্ আলম