কাগজের মাছ - Shajgoj

কাগজের মাছ

pic-18

তৈরী করতে যা যা লাগবে:

১)  A4 সাইজের কালার পেপার
২)  গ্লুস্টিক / আঠা
৩) কাঁচি
৪) আর্ট পেপার

প্রথমে  A4 সাইজের একটি কালার পেপারের আড়াআড়ি পার্শ্বে ১/২” মাপ দিয়ে ভাঁজ করতে হবে।

pic-01 pic-02

এবার একই মাপে উল্টো দিকেও ভাঁজ দিতে হবে।

pic-03

এভাবে পুরো কাগজটিকে এপিঠ ওপিঠ করে ভাঁজ করতে হবে।

pic-04

এবার বিপরীত কালারের আরেকটি কাগজকে (৪”/ ৪” হলে ভালো হয়) ঠিক একইভাবে এপিঠ ওপিঠ করে ভাঁজ করতে হবে

pic-05 pic-06

এপিঠ ওপিঠ ভাঁজ করা কাগজ দুটোকে আবার ঠিক মাঝ বরাবর ভাঁজ করতে হবে।

pic-07

এবার ভাঁজ করা অপেক্ষাকৃত ছোট কাগজটির দুই ভাঁজের মাঝে আঠা দিয়ে দুই প্রান্ত জোড়া দিয়ে দিতে হবে।

pic-08 pic-09 pic-10

এবার ছবিতে দেখানো হয়েছে এরকম একটি কাগজ কেটে ভাঁজ করা বড় কাগজের সাথে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে (দুই ভাঁজের মধ্যে, আন্দাজমতো জায়গায়)। আর জোড়া লাগানো ছোট কাগজটিকে ভাঁজ করা বড় কাগজের দুই ভাঁজের একদিকের শেষ প্রান্তের ছবির মতো করে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে।

pic-11 pic-12

এরপর ভাঁজ করে রাখা বড় কাগজটিকে আঠা দিয়ে এক পাশের সাথে অন্য পাশ লাগিয়ে দিলেই মাছের আকৃতি হয়ে যাবে।

pic-13 pic-14

এবার আর্ট পেপার কেটে দুটো চোখ বানিয়ে মাছের দু’পাশ লাগিয়ে দিলেই হয়ে যাবে কাগজের তৈরী সুন্দর একটি মাছ।

pic-15 pic-16 pic-17

এভাবে নিজের পছন্দমতো যে কোন কালারের কাগজ দিয়ে তৈরী করা যায় সুন্দর সুন্দর কাগজের মাছ।

pic-18

কাগজের তৈরী মাছটিকে কোথাও ঝুলিয়ে রাখতে চাইলে পাঞ্চ মেশিন দিয়ে ফুটো করে, ফিতে বা সুতো দিয়ে ঝুলিয়ে রাখা যাবে

pic-19

pic-20

লেখা এবং ছবিঃ শাহ্‌ আলম

1 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort