পেপার গিফ্ট বাসকেট - Shajgoj

পেপার গিফ্ট বাসকেট

finish-off-project

প্রিয়জনকে উপহার দেয়ার মজাই আলাদা। উপহার প্রাপ্তির পর প্রিয়জনের অমূল্য হাসিতে আমাদের মন প্রাণ ভরে যায়। সবাই চাই প্রিয়জনকে আর্কর্ষণীয় উপহার দিয়ে অবাক করে দিতে। আর সুন্দর উপহারের সৌন্দর্য আরও বহুগুণ বাড়িয়ে দেয় সুন্দর একটি গিফট বাক্স বা গিফট বাসকেট। আজ তাই আপনাদের জন্য নিয়ে এলাম একটি দারুণ পেপার গিফ্ট বাসকেট তৈরির টিউটোরিয়াল।

যা যা লাগবেঃ

Sale • Donation, Split Ends, Color Protection

    ১। কাগজ

    ২। কাঁচি

    ৩। পাঞ্জ মেশিন

    ৪। আইকা

    আমরা এখানে ভিন্ন পেইন্টের দুটি কাগজ ব্যবহার করেছি। আপনি চাইলে একটি কাগজেই তৈরি করতে পারেন এই অসাধারণ পেপার গিফট বাসকেটটি।

    2

    প্রথমে চিত্রের মতো দুটি সমান ওভাল কেটে নিন।

    3

    আরও দুটি ভিন্ন পেইন্টের সমান ওভাল কাটব আমরা। তবে মনে রাখতে হবে, এই ওভাল দুটি পূর্ববর্তী ওভালগুলির চেয়ে কিছুটা বড় হবে। এমন ঢেউ করে কাটার জন্য বিশেষ ধরনের কাঁচি ব্যবহার করেছি আমরা।

    4

    ওভালগুলিকে চিত্রের ন্যায় মাঝ বরাবর ভাঁজ করুন।

    5

    এখন ওভাল দুটিকে এভাবে সংযুক্ত করুন আইকা/স্টেপলারের সাহায্যে।

    6

    এভাবে বড় ওভালটিকে ছোট ওভালের ভেতর স্থাপন করুন।

    7

    ওভালগুলির উপরের অংশে সংযোগস্থলে পাঞ্জ মেশিনের সাহায্যে সামনে এবং পিছনে দুটি ছিদ্র করুন। এতে আমরা বাসকেট হ্যান্ডেল হিসেবে মোটা রিবন যুক্ত করব। এছাড়াও বিভিন্ন কাগুজে ফুল লাগিয়ে এটিকে আরও আর্কষণীয় করে তুলতে পারেন।

    8

    লিখেছেনঃ জান্নাতুল সাদিয়া

    সূত্র: craftbits.com

    1 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort