সামারে অয়েলি স্কিনের যত্নে প্রাকৃতিক উপাদানের ৫টি ফেইস মাস্ক

সামারে অয়েলি স্কিনের যত্নে প্রাকৃতিক উপাদানের ৫টি ফেইস মাস্ক

1 (7)

‘দিন দিন একনে প্রবলেম বেড়েই যাচ্ছে, আবার ফেইসের অয়েলিনেসও দূর হচ্ছে না!’ যাদের অয়েলি ও একনে প্রন স্কিন, তাদের এই সমস্যা খুব কমন। এমন ধরনের স্কিনের যত্ন নেয়া কিছুটা টাফ। কারণ ফেইসে স্যুট না করলে একনে আরও বেড়ে যেতে পারে। আর যদি সামার সিজন হয়, তাহলে তো কথাই নেই! তাই বেসিক স্কিন কেয়ার রুটিন ফলো করার পাশাপাশি এ ধরনের স্কিন যাদের, তারা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি ফেইস মাস্ক ইউজ করতে পারেন। আজ জানাবো সামারে অয়েলি স্কিনের যত্নে প্রাকৃতিক উপাদানের কয়েকটি ফেইস মাস্ক সম্পর্কে।

সামারে অয়েলি স্কিনের যত্নে ফেইস মাস্ক

অয়েলি স্কিন মানেই এক্সেস অয়েল প্রোডিউস আর একনে ব্রেকআউটস হওয়া। তাই অয়েলি ও একনে প্রন স্কিনের যত্নে প্রয়োজন এমন ফেইস মাস্ক, যা এই প্রবলেমগুলোর সল্যুশন দিবে। চলুন তাহলে এমন কিছু মাস্ক সম্পর্কে জেনে নেয়া যাক-

১) অ্যালোভেরা, হলুদ ও মধুর ফেইস মাস্ক

যা যা লাগবে

সবগুলো উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। এবার ফেইসে অ্যাপ্লাই করে অপেক্ষা করুন ১৫ মিনিট। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

সামারে অয়েলি স্কিনের যত্নে ফেইস প্যাক

অ্যালোভেরাতে আছে স্যালিসাইলিক অ্যাসিড, যা একনে প্রন স্কিনের জন্য খুবই কার্যকর। এটি স্কিনের ডেড সেলস রিমুভ করে, পোরস আনক্লগ করে এবং একনে ফর্ম হতে দেয় না। স্কিনের হেলদি ব্যাকটেরিয়াকে ব্যালেন্স করতে হেল্প করে মধু। হলুদে আছে ভিটামিন সি, ই ও অন্যান্য মিনারেল, যা একনে রিডিউস করতে এবং গ্লোয়িং স্কিন পেতে হেল্প করে।

২) মুলতানি মাটি ও রোজ ওয়াটারের ফেইস মাস্ক

যা যা লাগবে

ইনগ্রেডিয়েন্টগুলো ভালোভাবে মিক্স করে মসৃণ পেস্ট তৈরি করুন। ফেইসে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে মুখ ধুয়ে নিন। একনে প্রন স্কিনের জন্য এই মাস্কটি খুবই কার্যকর।

রাজকন্যা মুলতানি মাটি ১০০% পিওর ও অর্গানিক। এতে আছে অয়েল অ্যাবজর্বিং প্রোপার্টিজ যা একনে প্রিভেন্ট করতে এবং ফেইসের এক্সেস অয়েলিনেস কমাতে হেল্প করে। রোজ ওয়াটার ন্যাচারাল অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে কাজ করে।

SHOP AT SHAJGOJ

    ৩) টকদই ও ব্রাইটেনিং মাস্ক

    যা যা লাগবে

    দুটো ইনগ্রেডিয়েন্ট ভালোভাবে মিশিয়ে নিন। চোখ ও ঠোঁটের এরিয়া বাদ দিয়ে ফেইসে অ্যাপ্লাই করে নিন। ১৫ মিনিট পর নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন।

    ব্রাইটেনিং মাস্ক

    এই মাস্কে আছে সাদা চন্দন, অরেঞ্জ পিল পাউডার, মুলতানি মাটি, শঙ্খ গুঁড়া। এই প্রতিটি উপাদান স্কিন ব্রাইট করে তুলতে সাহায্য করে। টক দইয়ে আছে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রোপার্টিজ। এটি মাইল্ড অ্যাস্ট্রিনজেন্ট হিসেবেও কাজ করে। যারা অয়েলি স্কিনে ব্রাইটনেস চান, তাদের জন্য এই মাস্কটি বেশ কার্যকর।

    ৪) ওটমিল ও শসার ফেইস মাস্ক

    যা যা লাগবে

    • ওটস গুঁড়া ১ টেবিল চামচ
    • শসার রস ১ টেবিল চামচ
    • মধু ১ টেবিল চামচ

    সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিন। যেহেতু সামারে ইউজ করছেন তাই কুলিং ইফেক্ট পেতে অ্যাপ্লাইয়ের আগে আধা ঘন্টা ফ্রিজে রেখে দিতে পারেন। এবার ফেইসে লাগিয়ে অপেক্ষা করুন ১৫/২০ মিনিট। জেন্টলি স্ক্রাব করে পানি দিয়ে ভালোভাবে ফেইস ধুয়ে নিন। ১৫ সেকেন্ডের বেশি স্ক্রাব করার প্রয়োজন নেই।

    ওটস এক্সেস অয়েল কমিয়ে এক্সফোলিয়েটরের কাজ করে। ওটসে Saponin নামে একটি কম্পাউন্ড আছে, যা ন্যাচারাল ক্লেনজার হিসেবে কাজ করে। শসা স্কিন ময়েশ্চারাইজড ও হাইড্রেটেড রাখে। এছাড়াও পোরস সাইজ রিডিউস করতে এবং পোরসে জমে থাকা ডার্ট ও ইমপিওরিটিস এক্সট্র্যাক্ট করতে হেল্প করে শসা। সামারে অয়েলি স্কিনের যত্নে এই মাস্কটি বেশ কার্যকর।

    ৫) রাজকন্যা ব্রাইটেনিং ক্লে মাস্ক

    এতক্ষণ যতগুলো মাস্কের কথা বললাম সবগুলোই ঘরোয়া উপাদান দিয়ে বানিয়ে নিতে হবে। তবে বর্তমানে আমাদের লাইফস্টাইল এতটাই বিজি যে, ত্বকের যত্নে DIY প্যাকগুলো বানিয়ে ব্যবহার করা কিছুটা হ্যাসেল লাগতে পারে। যদি আপনার ক্ষেত্রেও এমন হয় তাহলে ইউজ করতে পারেন Rajkonna Brightening Clay Mask

    সামারে অয়েলি স্কিনের যত্নে ক্লে মাস্ক

    যেভাবে ব্যবহার করবেন 

    টিউব থেকে বের করে সরাসরি ফেইসে অ্যাপ্লাই করুন। এতে কোনো কিছু মিক্স করার ঝামেলা নেই। ১০-১৫ মিনিট ফেইসে রেখে ভালোভাবে ধুয়ে নিন। সপ্তাহে ১/২ বার ইউজ করলে ভালো রেজাল্ট পাবেন।

    এই মাস্কে আছে অ্যাকটিভেটেড চারকোল, অ্যালোভেরা ও ভিটামিন ই। চারকোল অয়েলি স্কিনের এক্সেস সিবাম দূর করে। এর অ্যাবজর্বশন ক্যাপাবিলিটি বেশি হওয়ায় ডিপ লেয়ার থেকে স্কিনকে ডিটক্সিফাই ও পিউরিফাই করে। অ্যালোভেরা স্কিন সেলস রিপেয়ার করে স্কিনে দেয় সুদিং ইফেক্ট। এতে থাকা স্যালিসাইলিক অ্যাসিড অয়েলি স্কিনে ম্যাজিকের মতো কাজ করে। ভিটামিন ই সান ড্যামেজ রিপেয়ার করতে হেল্প করে।

    সামারে অয়েলি স্কিনের যত্নে কার্যকরী কয়েকটি ফেইস মাস্ক সম্পর্কে তো জানিয়ে দিলাম। এবার আপনার সুবিধা অনুযায়ী যে কোনোটি আপনি বেছে নিতে পারেন। অথেনটিক স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ও মেকআপ প্রোডাক্টস কিনতে পারেন সাজগোজ থেকে। সাজগোজের চারটি ফিজিক্যাল শপ রয়েছে। শপগুলো যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, ইস্টার্ণ মল্লিকা, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, বসুন্ধরা সিটি, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), মিরপুরের কিংশুক টাওয়ারে এবং চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার এ অবস্থিত। এই শপগুলোতে ঘুরে নিজের পছন্দমতো অথবা অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন আপনার দরকারি প্রোডাক্টগুলো।

    SHOP AT SHAJGOJ

       

      ছবিঃ সাজগোজ

      13 I like it
      1 I don't like it
      পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

      escort bayan adapazarı Eskişehir bayan escort