আনওয়ান্টেড বডি হেয়ার রিমুভ করার জন্য ইনস্ট্যান্ট সল্যুশন খুঁজছেন?

আনওয়ান্টেড বডি হেয়ার রিমুভ করার জন্য ইনস্ট্যান্ট সল্যুশন খুঁজছেন?

IMG_6369-edited

কিছুদিন আগে বান্ধবীদের সাথে কক্সবাজার ট্যুরে গিয়েছিলাম। হুট করেই প্ল্যানিং! এত ব্যস্ততার মধ্যে পার্লারে যেয়ে হাত-পা ওয়্যাক্স করানোর সময় বের করতে পারিনি। রেজর কাটের ভয়ে আমি শেভিং করি না সাধারণত। ট্যুরে যাওয়ার পর হাফ স্লিভের ড্রেস বা শর্ট হাতার ড্রেস পরতে একটু আনকমফোর্টেবল ফিল করছিলাম, কারণ আমার আর্ম এরিয়াতে আনওয়ান্টেড বডি হেয়ার ছিলো। তখন আমার এক বান্ধবীর সাজেশনে তার কাছ থেকে নিয়ে ট্রাই করলাম Veet Pure Hair Removal Cream।

ভিট হেয়ার রিমুভাল ক্রিম আগেও আমি ব্যবহার করেছি। কিন্তু এবারের এক্সপেরিয়েন্স ছিলো একটু ডিফারেন্ট! অনেকেই হয়তো জানেন না যে ‘ভিট’ এখন ‘ভিট পিওর’। কিন্তু এতে নতুন কী আছে, আর আমার অভিজ্ঞতাই বা কেমন ছিলো; বিস্তারিত জানাতেই আজকের এই রিভিউ ফিচারটি লেখা। আনওয়ান্টেড বডি হেয়ার রিমুভ করার জন্য যারা ইজি ও ইনস্ট্যান্ট সল্যুশন খুঁজছেন, তাদের জন্য এই ফিচারটি হেল্পফুল হবে। চলুন শুরু করা যাক তাহলে।

Veet Pure Hair Removal Cream এর রিভিউ

আনওয়ান্টেড বডি হেয়ার রিমুভ

‘ভিট’ এই ব্র্যান্ডটি নম্বর ওয়ান ‘Depilatory Brand’ হিসেবে পৃথিবীব্যাপী পরিচিত। আনওয়ান্টেড বডি হেয়ার রিমুভ করার জন্য ক্রিম, কোল্ড ওয়্যাক্স স্ট্রিপস এমন অনেক অপশনই তাদের আছে। খেয়াল করলে দেখবেন যে, মার্কেটে গেলে হেয়ার রিমুভাল ক্রিমের নাম আলাদা করে কখনো বলতে হয় না। হেয়ার রিমুভাল ক্রিম বললে সবার মাথায় ভিটের নামই প্রথমে আসে! তাই ব্র্যান্ড নিয়ে নতুন করে কিছু বলার নেই। চলুন প্রথমে Veet Pure Hair Removal Cream এর ভ্যারিয়েন্টগুলো নিয়ে জানা যাক।

ভিট পিওরের ৩টি ভ্যারিয়েন্ট

ড্রাই, নরমাল ও সেনসিটিভ স্কিনের জন্য ভিট পিওর নিয়ে এসেছে আলাদা আলাদা ভ্যারিয়েন্ট। নতুন ফর্মুলেশনে আছে প্রাকৃতিক নির্যাস আর দারুণ সুগন্ধ। ড্রাই স্কিনের জন্য ফর্মুলেটেড ক্রিমে আছে গ্রেপ সিড অয়েল, নরমাল স্কিনের জন্য ফর্মুলেটেড ক্রিমে আছে কিউকাম্বার বা শসা এবং সেনসিটিভ স্কিনের জন্য ফর্মুলেটেড ক্রিমে আছে অ্যালোভেরার নির্যাস। আপনার বডি স্কিন টাইপ অনুযায়ী কিংবা পারসোনাল প্রিফারেন্স অনুযায়ী যেকোনো ভ্যারিয়েন্ট চুজ করতে পারেন। হেয়ার রিমুভাল ক্রিমের সাথে একটি স্প্যাচুলাও দেওয়া থাকে।

ভিট পিওরের ৩টি ভ্যারিয়েন্ট

নতুন ভিট পিওরের বিশেষত্ব কী?

ভিট পিওর হেয়ার রিমুভাল ক্রিম কম সময়ে ড্রাইনেস ছাড়াই খুব স্মুথলি বডি হেয়ার ক্লিন করে দেয়। হেয়ার রিমুভালের পর স্কিন বেশ ময়েশ্চারাইজড লাগে। স্প্যাচুলা থাকাতে অ্যাপ্লিকেশন প্রসেস খুবই ইজি। আর এবারের ফর্মুলেশনের বেস্ট পার্ট হচ্ছে, এতে আছে রিফ্রেশিং ফ্রেগ্রেন্স। আগে যাদের হেয়ার রিমুভাল ক্রিমের স্ট্রং স্মেল নিয়ে অভিযোগ ছিলো, তারা কিন্তু এখন ভিট পিওর ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে।

ব্যবহারবিধি

১) বিকিনি লাইন, আন্ডারআর্মস, হাতে, পায়ে ব্যবহার করা যায়। আপনার প্রয়োজন অনুযায়ী বডি পার্টে ভিট পিওর হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করুন।

২) ইভেনলি অ্যাপ্লাই করতে স্প্যাচুলা ব্যবহার করুন।

৩) এবার ৩-৬ মিনিট অপেক্ষা করে স্প্যাচুলা দিয়েই হেয়ার রিমুভাল ক্রিম ক্লিন করে ফেলুন।

৪) শেষে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিন।

সতর্কতা

এই প্রোডাক্টটি ডার্মাটোলজিক্যালি টেস্টেড, তাই ত্বকের জন্য নিরাপদ। কিন্তু আমাদের একেক জনের স্কিন টাইপ ও কনসার্ন একেক রকম। তাই, ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিতে হবে।

১) প্যাচ টেস্ট করার জন্য আপনার হাত কিংবা পায়ের স্কিনের খুব ছোট অংশে অল্প পরিমাণে ভিট পিওর হেয়ার রিমুভাল ক্রিম অ্যাপ্লাই করে আবার রিমুভ করে ফেলুন। ২৪ ঘন্টার মধ্যে যদি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া না হয়, তাহলে আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।

২) যদি এই প্রোডাক্টটি ব্যবহার করার ফলে ত্বকে কোনো অস্বস্তি হয়, তাহলে ক্রিম ভালোভাবে তুলে ফেলে ঠাণ্ডা পানি দিয়ে ওয়াশ করে নিন। স্কিনে লং টাইম বার্নিং সেনসেশন হলে একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন।

৩) হেয়ার রিমুভাল সেশনের মধ্যে মিনিমাম ৭২ ঘন্টা গ্যাপ দেওয়া উচিত।

ভিট পিওর হেয়ার রিমুভাল ক্রিম রিভিউ

৪) প্রোডাক্টের প্যাকেজিংয়ে ব্যবহারবিধি ও টাইমিং সম্পর্কে সব তথ্য দেওয়া আছে। ব্যবহারের আগে ভালোভাবে লেবেল পড়ে নিতে হবে এবং সেই গাইডলাইন ফলো করতে হবে।

আমার এক্সপেরিয়েন্স

  • খুবই সহজ ও ঝামেলাহীন প্রসেস বলে আমার মনে হয়েছে
  • স্মুথলি সব বডি হেয়ার রিমুভ হয়ে যায়
  • এবার ব্যবহারের সময় ফ্রেগ্রেন্সটাও আমার বেশ ভালো লেগেছে
  • রেজর কাট এর কোনো চিন্তা নেই
  • ট্র্যাভেলের সময় ব্যাগেও ক্যারি করা যায়
  • ব্যবহারের পর স্কিন বেশ সফট আর ময়েশ্চারাইজড মনে হয়েছে
  • দাম হাতের নাগালে

আমার ওভারঅল এক্সপেরিয়েন্স বেশ ভালো। আমি অবশ্যই আবারও পারচেজ করবো। আপনারাও ট্রাই করে দেখুন!

Veet Pure

আনওয়ান্টেড বডি হেয়ার রিমুভাল পারসোনাল হাইজিন মেনটেইনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। শরীরের অবাঞ্চিত লোম রিমুভ করার জন্য বেশ কয়েকটি অপশন আছে, যেমন- শেভিং, ওয়্যাক্সিং, হেয়ার রিমুভাল ক্রিম ইত্যাদি। আপনার প্রিফারেন্স অনুযায়ী যেকোনো প্রসেসই ফলো করতে পারেন। কিন্তু যখন হাতে সময় কম, হুটহাট আউটিংয়ের প্ল্যান হয় কিংবা পার্টি অ্যাটেন্ড করতে হয়, তখন Veet Pure Hair Removal Cream হতে পারে আপনার লাইফ সেভিয়ার!

SHOP AT SHAJGOJ

     

    অনলাইনে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, ইস্টার্ণ মল্লিকা, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, বসুন্ধরা সিটি, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), মিরপুরের কিংশুক টাওয়ারে এবং চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

    ছবি- সাজগোজ

    0 I like it
    2 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort